বলদেব পালিত এর কবিতা যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। www.milansagar.com |
প্রিয়তমা শ্রীমতী-র প্রতি বড় বড় কবি যারা, বীর-রস-ভক্ত তাঁরা, সে রসে মজিতে ধনি পারে কি সবাই? বহিতে গণ্ডীব-ভার, পার্থ বিনা সাধ্য কার? আমি প্রেম-ফুলধনু কেবল নোয়াই | মধুর পিরীতি রস--- আমি ত ইহারি বশ, অন্য রস কটু বলে স্পর্শিতে না চাই | আশা করি ভালবাসা, গাঁথিয়া কোমল ভাষা, আদি-রসে ডুবাইয়া তোমারে যোগাই | মূর্খ পণ্ডিতাভিমানী, কত জন আছে জানি, এ রসের নাম শুনি বিরক্ত সদাই ; তুষিতে তাদের মন, বৃথা মম আকিঞ্চন, অন্ধজনে তব রূপ বুঝান বালাই | তোমারে এ কাব্য-হার, দিই আমি উপহার রত্নহার পরাবার সাধ্য মম নাই | প্রেম-সূত্রে গাঁথা মালা, তহ যোগ্য বটে, বালা, তুমি নিলে মনোমত বাঞ্ছা-ফল পাই | যদিও এ ফুলচয়, সমুদয় নব নয়, রসপূর্ণ বটে কিনা তোমারে সুধাই? তুমি যদি হৃষ্ট মনে ভাল বল সুলোচনে, খল ছলগ্রাহিগণে আমি কি ভরাই? . ****************** উপরে |