HOME HOME BANGLA
ভারতী ভট্টাচার্য
ভারতী ভট্টাচার্য সাধারন বাঙালী মধ্যবিত্ত ঘরের গৃহিনী| সংসার ধর্ম অক্ষরে অক্ষরে পালন করার ফাঁকে
ফাঁকে শুধু মাত্র সৃষ্টির আনন্দে ডায়রির মধ্যে কবিতা লিখে গেছেন| তাঁর চার পাশের জগতের নানান
ঘটনা, পারিবারিক বা সামাজিক, তাঁর অনুভূতিকে নাড়া দিয়ে কবিতাকে প্রভাবিত করেছে| স্বামীর
ইন্ডিয়ান অয়েলের চাকরীর সূত্রে ভারতের বহু জায়গা ঘোরা হয়েছে| অবসর গ্রহণ করার পর তাঁরা এখন
কলকাতায় থাকেন| তাঁদের এক ছেলে ও এক মেয়ে বর্তমানে কর্মসূত্রে বিদেশে প্রতিষ্ঠিত|
তাঁর কবিতা আমাদের সাইট মিলনসাগরে প্রকাশিত করার অনুমতি পেয়ে আমরা সম্মানিত|