দেবীপ্রসাদ মুখার্জীর জন্ম দক্ষিণ কলকাতায় |

কলকাতার মিত্র ইন্সটিটিউট থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন | পরে কলেজ এবং কর্মজীবন যোগ্যতার সঙ্গে
সমাধা করে এখন অবসর |

তিনি জানিয়েছেন যে কবিতার জগতে তিনি ঠিক কবে থেক বিচরণ করছেন তা স্পষ্ট করে বলতে পারবেন না |
আরও অনেক কাজের মধ্যে রোজ প্রত্যুষে মাঠে বেড়াতে যান । সেখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিছু প্রবীণ
ও নবীণ বন্ধুদের তাঁর কবিতা শোনান । তারা সেই কবিতা শুনে তাঁকে উৎসাহ দেন । এভাবেই কবিতা লেখা
শুরু হয় । তার পর বহু পথ পার হয়ে তাঁর স্কুলের বন্ধুদের সাথে, ৪৫ বৎসর পর পুনর্মিলনমেলায় আবার দেখা
হয় । তারপর কবিতা লেখার স্পৃহা আরও বেড়ে যায় । এ ভাবেই তাঁর কবিতা লেখার ও কবি জীবনের
সূত্রপাত ।
সিঙ্গুর নন্দীগ্রামের কৃষিজমি আন্দোলনের সময় কবি তাঁর মনের ভাবনা কবিতায় প্রকাশ করে পাঠিয়েছেন যা
আমরা সাধ্যমত এখানে তুলে দিয়েছি |


ই-মেল :
pranab.raychaudhuri@gmail.com
দেবীপ্রসাদ মুখার্জীর কবিতা  
HOME
HOME BANGLA