দেবীপ্রসাদ মুখার্জীর কবিতা যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
মিথ্যা পূজন মিথ্যা পূজায় জীবন আমার যাচ্ছে কেটে দেবতা খুঁজে হৃদয় মাঝে । আমার জীর্ণ জীবন গেল মিথ্যা পূজন করে , ওরে দেবতা নাই ঘরে যে । ভোগের বোঝা নিত্য খাওয়া , দেবতা পায় না খেতে ভোগের প্রসাদওরে । ভিক্ষুক এসে যখন দাঁড়ায় দেবতা হয়ে মিথ্যা পূজার মন্দির দুয়ারে । নেই কোনো হুঁস প্রাণে আমার , হৃদয় হল শক্তকঠিন পাথর যেরে , খেলার ছলে পুতুল পুজো করে । ফেলে দিই মিথ্যা পূজন , মিথ্যা আচার দুনিয়ার সকল কাজের মাঝে , হৃদয় মন্দিরে মোর দেবতা সকল অনাচারে নিরবে নিভৃতে পড়ে কাঁদে । মোর হৃদয়ে দেবতা সরব নয় যে রে , নীরব তিনি মোর পাষাণ হৃদয় মাঝে । ফুটবে না আর মোর সরোবরে শতদল পাথর হৃদয় বীণার সুরে , মরি লাজে । . *********** উপরে মিলনসাগর |