বিংশ শতকের আশির শেষ থেকে নব্বই এর দশকের শুরুর দিকে আধুনিক বাংলা গান তার গতি ও ছন্দ
যেন অনেকটাই হারিয়ে ফেলেছিল | বিশ্বায়ণের সূচনা ও হিন্দী গানের জগতের অসাধারন কথা ও সুরের
মায়াজাল যেন বাঙালীকে আচ্ছন্ন করে ফেলছিল | বাংলা গানের তৃষ্ণা বাঙালী কে মেটাতে হোতো কেবল ফেলে
আসা দিনের বাংলা গান থেকে | আধুনিক বাংলা গানের তখন শ্বাসরুদ্ধ অবস্থা |
ঠিক সেই সময়ে কয়েকজন তরুণ-তরুণী বাঙালীকে শোনালেন একেবারে নতুন স্বাদের গান | তাঁরা বললেন যে
তাঁরা গাইছেন জীবনমুখী গান | বাংলা গান যেন তাঁদের যাদুর ছোঁওয়ায় ফিরে পেল তাঁর প্রাণ |
কবীর সুমন
বাংলা গানের সেই তরুণ কাণ্ডারীদের অন্যতম | তাঁরা শোনালেন নিজের সুর দেওয়া গান, নিজের কথায় |

গান তো কেবল সুর নয়, গান মানে কথাও | আর কথা মানেই কবিতা | জীবনমূখী-গান-রূপী যে কবিতা তাঁরা
রচনা করেছেন তা বাদ দিলে বাংলা কবিতাই অসমাপ্ত থেকে যাবে | আমরা এই সাইটের
কবিদের সভায়
তাঁদের আসন দিতে পেরে গর্বিত | সুমনের গান শুনে উদ্বুদ্ধ হয়ে কবিতা লিখেছেন
কেতকী কুশারী ডাইসন |

সুমন চট্টোপাধ্যায় এর সংগীত প্রথমে
সুমনের গান নামেই আত্মপ্রকাশ করে | এখন তিনি কবীর সুমন নামে
খ্যাত | আমরা এখানে কবীর সুমনের কবিতা তাঁর নানান গানের রেকর্ড থেকে শুনে তুলে দিয়েছি।

সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনে কবীর সুমন তারা নিউজ
TV চ্যনেলের সাংবাদিক, মতামত অনুষ্ঠানের সঞ্চালক
হিসেবে নিরপেক্ষ(?) না থেকে আবেগ এবং বিবেকের তাড়নায় যেভাবে সত্য প্রকাশ করার চেষ্টায় ব্রতি
হয়েছেন তা তাঁকে মানুষের মনের আরও উচ্চাসনে বসিয়ে দিয়েছে | শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
পশ্চিমবঙ্গ কৃষিজমি বাঁচাও কমিটির তিনি আহ্বায়ক নির্বাচিত হয়েছেন | এই আন্দোলন চলাকালীন তাঁর
কবিতা নানান জায়গা থেকে সংগ্রহ করে এখানে তুলে দিচ্ছি |

আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in
HOME
HOME BANGLA
কবীর সুমনের গান ও কবিতা   
কবীর সুমন
জন্ম ১৯৫০