ডঃ মহেন্দ্রনাথ সেন অবিভক্ত বাংলার, খুলনা জেলার, মূলঘর গ্রামে ১৯০০ সালে জন্ম গ্রহণ করেন |
কলকাতা মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস. পাশ করে, কিছু দিন প্রাইভেট প্র্যাকটিস করার পর, ১৯৩৯
সালে ব্রিটিশ সেনা বাহিনীতে শর্ট সার্ভিস কমিশন নিয়ে, "আর্মি মেডিকেল কোর" এ যোগ দেন | দ্বিতীয় বিশ্বযুদ্ধের
বেশির ভাগ সময়টাই তাঁর কাটে পশ্চিম এশিয়া ও আফ্রিকার যুদ্ধক্ষেত্রে | আফ্রিকাতেই হিটলারের বিখ্যাত
সেনাপতি, মরু-শৃগাল
(Desert Fox) জেনারেল রমেল কে পরাজিত করেন  মিত্রশক্তির জেনারেল মন্টগোমরীর
বাহিনী | ডাঃ মহেন্দ্রনাথ সেন সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী | স্বাধীনতার পর তিনি ভারতীয় সেনা বাহিনীতে
যোগ দিয়ে ১৯৫৫ সালে অবসর গ্রহণ করে ১৯৬০ পর্যন্ত
ESI হাসপাতালে কর্মরত ছিলেন |

সেনাবাহিনীর কঠোর জীবন যাত্রা সত্বেও তাঁর সাহিত্য কর্ম এবং সামাজিক দায়বদ্ধতা তাঁকে ছেড়ে যেতে পারে
নি | কর্মজীবনের শেষ দিকে তাঁর উপন্যাস "ভবঘুরের আত্মকথা" প্রকাশিত হয় | ১৯৬৫ সালে প্রকাশিত হয় তাঁর
লেখা "সদ্ভাব নিচয়" যা মূলত সন্ত কবীরদাসের দোহার বাংলায় পদ্যানুবাদ | বইটির প্রকাশক: রঞ্জন পাবলিশিং
হাউস, ৫৭ ইন্দ্র বিশ্বাস রোড, কলকাতা ৭০০০৩৭ | সমভাবাচ্ছন্ন বলেই ওই গ্রন্থেরই শেষ ভাগে তাঁর নিজের
রচিত কিছু কবিতাও প্রকাশ পায় "চিন্তা লহরী" শিরোনামে |

সুসৃঙ্খল, মৃদুভাষী, পরোপকারী, প্রবলভাবে ভগবানে বিশ্বাসি এই মানুষটি "মূলঘর সম্মিলনীর" একজন অতি
উত্সাহি উদ্যোক্তা ছিলেন | আমরা
মিলনসাগরে  "সদ্ভাব নিচয়" বইটি থেকেই কিছু কবিতা এখানে প্রকাশিত
করতে পেরে গর্বিত বোধ করছি |  

কবি মহেন্দ্রনাথ সেনের এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন

আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     
এই পাতা প্রকাশ - ২০০৫
...
ডঃ মহেন্দ্রনাথ সেনের কবিতা
ডঃ মহেন্দ্রনাথ সেন
১৯০০ ~ ১৯৯০