মৌসুমী ভৌমিকের গান
*
স্বপ্ন দেখবো বলে

আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ-এ চেপে
নীলজল দীগন্ত ছুঁয়ে এসেছ,
আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে
বহুদূর বহুদূর হেঁটে এসেছ|
আমি কখনও যাইনি জলে,
কখনও ভাসিনি নীলে,
কখনও রাখিনি চোখ,
ডানামেলা গাঙচিলে|
আবার যেদিন তুমি সমুদ্রস্নানে যাবে
আমাকেও সাথে নিও,
নেবে তো আমায় ?
বল, নেবে তো আমায় !

আমি শুনেছি সেদিন নাকি তুমি তুমি তুমি মিলে
তোমরা সদলবলে সভা করেছিলে,
আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধাঁ
না-বলা অনেক কথা, কথা তুলেছিলে :
কেন শুধু ছুটে ছুটে চলা
একই একই কথা বলা
নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে ?
যদি ভালবাসা না-ই থাকে
শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাব, কোথায় গিয়ে ?
বল, কোথায় গিয়ে ?

আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দ্যাখো,
এখনও গল্প লেখো, গান গাও প্রাণ ভরে,
মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে,
তোমাদের ভালবাসা এখনো গোলাপে ফোটে|
আস্থা-হারানো এই মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে দুহাত পেতেছি,
আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু
রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা,
তাই স্বপ্ন দেখবো বলে
আমি দু'চোখ পেতেছি|
তাই তোমাদের কাছে এসে
আমি দু'হাত পেতেছি|
তাই স্বপ্ন দেখবো বলে
আমি দু'চোখ পেতেছি|

******      কলকাতা ১৯৯৬

.           *************************      
.                                                                               
সূচিতে . . .     



মিলনসাগর   
জন্মভূমি

কাজের শেষে ঘরে ফেরা মানুষ
দিনের শেষে ঘরে ফিরে চলে
সূর্য তখন অস্ত গেছে বুঝি
পাখিরা সব ওড়ে দলে দলে|

একদিন, এক সন্ধ্যারাতে আমি
তোমায় দেখে ভেবেছিলাম, জেনো,
ও কাজের শেষে ঘরে ফেরা মানুষ
তুমি আমার মুখের গল্পরেখা চেনো|

ক্লান্ত ডানা গুটিয়ে রেখে তুমি
গাড়ির ভিড়ে একলা বসে আছ
আবার যখন চোখ তুলেছি আমি
দেখি কোথায় তুমি হারিয়ে যেন গেছ|

হয়তো ...

হয়তো তুমি ভিড়ের মধ্যে থাকো
অনেক মানুষ অনেক রকম মায়া
এক আধ ঝলক ঘরে ফেরার স্রোতে
ক্লান্ত শ্রান্ত কালো মুখে ছায়া|

তুমি হয়তো গানের শরীর হবে
ভিড়ের কোণে গুটিয়ে থাকো তুমি
এই শহরে তোমার মুখে আমি
দেখি আমি আমার জন্মভূমি|

তুমি আমার গানের শরীর হবে
ভিড়ের কোণে গুটিয়ে থাকো তুমি
এই প্রবাসে তোমার মুখে আমি
দেখি আমি আমার জন্মভূমি|

হয়তো ...

******    লণ্ডন ২০০০

.           *************************      
.                                                                               
সূচিতে . . .     



মিলনসাগর   
গরম দুপুরে

এই আধপোড়া শহরটা
দগদগে ঘা নিয়ে
ধুকপুক করে বাঁচে
গরম দুপুরে|

এই চেনামুখ শহরের
অলিগলি সাপগুলি
দমেপে পড়ে থাকে
গরম দুপুরে|

এই ঘামে ভেজা শহরের
নাগরিক ফিরিওয়ালা
দরজায় টোকা মারে
গরম দুপুরে|

এই ঝিমধরা শহরের
আলোছায়া গৃহকোণে
গৃহিনী নিদ্রা দেন
গরম দুপুরে|

এই আধপেটা শহরের
কুকুর কাকের সাথে
জঞ্জালে মুখ রাখে
গরম দুপুরে|

এই আধপোড়া শহরের
একা নদি বয়ে চলে
মড়া পোড়া ছাই নিয়ে
গরম দুপুরে|

***********     কলকাতা ১৯৯৭


.           *************************      
.                                                                               
সূচিতে . . .     



মিলনসাগর   
ঘুড়ি

ঘুরঘুরঘুর ঘুরছে ঘুড়ি
পাকে পাকে, আহা!
নীলসাদাহলুদসবুজ
উড়ছে ঘুড়ি ঝাঁকে ঝাঁকে|

ছোট ছোট ছোট ছোট্ট ছেলে
দু'হাত দিয়ে, আহা!
খোলখোলখোল জানলা খুলে
দেখছে আকাশ দু'চোখ মেলে|

এক এক এক একলা ঘরে
দুপুর গড়ায় আহা!
মনমনমন আনমনা ভাব
কেমন যেন, মন কেমন করে|

ছোট ছোট ছোট ছোটে ছেলে
মেঘের কাছে, আহা!
মন মন মন মনে মনে
যাচ্ছে ফেলে সবকিছু ফেলে|

আহাহা যাচ্ছি আমি
তারার কাছে, আহা!
মেঘমুলুক আমার বাড়ি
দূর আকাশে দিচ্ছি পাড়ি|

টান টান টান টানছে সুতো
ফিরছে ঘুড়ি, আহা!
ঘর ঘর ঘর ফিরছে ঘরে
আকাশে ঘর-বাঁধা হল না তো|

***********     কলকাতা ১৯৯৫

.           *************************      
.                                                                               
সূচিতে . . .     



মিলনসাগর