কবি সাধন বারিক-এর সিঙ্গুর-নন্দীগ্রামের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
সিঙ্গুর ১

কি ভীষণ শিকড়ে পড়েছে টান
ভেঙে খান খান ভিতরের ঘর বাড়ি
প্রিয় মুখগুলি কবরে গলিত লাশ
ঘাতকের হাতে উদ্ধত তরোবারি

ঠিকানা বিহীন হে প্রিয় মানুষ, আত্মীয়হারা
শোকে সন্তাপে কোথায় দাঁড়াবে
কোথায় দাঁড়াবে তুমি
ঠিকানায় ফেরা দূরুহ কঠিন
সংঘাতে জাগে কূটিল প্রাচীন
দখল নিয়েছে ঘাতকের দল
তোমার এ জন্মভূমি

জমা হয় যতো মানুষের ক্ষোভ
ছুঁড়ে দেয় ওরা রুটি আর লোভ
ভেঙে দিতে বাঁধ সহস্র ধারায়
এ মাটিতে ওরা রক্ত ঝরায়

আকাশে বাতাশে জলে ও ডাঙায়
ছড়িয়ে দিয়েছে ভয়
জোছনার আলো কেড়ে নিয়ে ওরা
সাজায় গণিকালয়

পুঁজির পাহাড়ে ওরা বসে গায়
মার্কস-লেনিনের গান
দাস ক্যাপিটাল দাস হয়ে যায়
পুঁজি হয় ভগবান


.          **************                                                     
উপরে
.                                        অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                                 সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত       


এই কবিতাটি ১/৬৩ এ, বিদ্যাসাগর কলোনী, কলকাতা ৭০০০৪৭ থেকে
প্রকাশিত "বুলেটিন" পত্রিকার বইমেলা ২০০৭ এর সংখ্যায় প্রকাশিত
হয়েছিল |

মিলনসাগর
*
১।   সিঙ্গুর ১          
২।   
সিঙ্গুর ২                            
৩।   
সিঙ্গুর ৩                     
৪।    
সিঙ্গুর ৪             
৫।    
সিঙ্গুর ৫            
৬।    
সিঙ্গুর ৬                      
সিঙ্গুর ২

হঠাৎ কেমন           বদলে গেলো পথ
হঠাৎ কেমন           বদলে গেলো সুর
সেদিন যারা            ছিলেন কাছের মানুষ
তারাই এখন            শত যোজন দূর

হঠাৎ কেমন           বদলে গেলো হাওয়া
হঠাৎ কেমন           বদলে গেল সব
প্রোমোটার আর       শিল্পপতির জ্যামে
মাঝ রাস্তায়            থমকালো বিপ্লব

হঠাৎ কেমন           বদলে গেল দিক
হঠাৎ কেমন           নিচের দিকে নামা
হায় কমরেড           টুকটুকে লাল দিন
বদলে পড়ি             শিল্পপতির জামা

হঠাৎ কেমন           বদলে গেল পথ
হঠাৎ কেমন           বদলে গেল দিন
তেভাগার ওই          রক্ত ঝরার পথে
আজকে সিঙ্গুর         শপথে উড্ডীন

হঠাৎ কেমন           বদলে গেলো সব
হঠাৎ কেমন           বদলে গেলো সুর
মাঝ রাস্তায়            থমকালো বিপ্লব
অথচ হাজার           পথ ছিল বন্ধুর

.        **************          
.                                                                        
উপরে
.                                     অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                              সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত       


এই কবিতাটি ১/৬৩ এ, বিদ্যাসাগর কলোনী, কলকাতা ৭০০০৪৭ থেকে
প্রকাশিত "বুলেটিন" পত্রিকার বইমেলা ২০০৭ এর সংখ্যায় প্রকাশিত
হয়েছিল |

মিলনসাগর
*
[ একটি অনুরোধ - এই সাইট থেকে আপনার ব্ লগ্ বা সাইটে, আমাদের কোন লেখা, তথ্য, কবিতা বা
তার অংশবিশেষ নিলে, আমাদের মূল পাতা
https://www.milansagar.com/index.html এ দয়া করে একটি
ফিরতি লিঙ্ক দেবেন আপনার ব্ লগ্  বা সাইট থেকে, ধন্যবাদ ! ]
সিঙ্গুর ৩

সালিম টাটার সঙ্গে আরো
শিল্পপতির বসবে হাট
ধনীর জন্য মিলবে মোটর
হাড়হাভাতের মড়ার কাঠ

ধানের খেতে ফলবে মোটর
অন্য রকম সার দিলে
গরীব চাষির রক্ত ঘাম আর
গুঁড়িয়ে কিছু হাড় দিলে

বঙ্গ এথন শিল্প নগর
শিল্পপতির ডলার হাত
ভাবলে কি আর চলবে রে ভাই
রোজ জোটে না পেটের ভাত

দীন দরদী সালিম টাটার
কেউ বোঝে না দুঃখু তো
বলেন রাজা বলবো কি আর
আমজনতা মুখ্যু তো

ঘটছে যা সব ঘটবে আরো
ঘটছে এসব কার টানে
ভাবতে শিখুন চিনতে শিখুন
চক্ষু রাখুন সবখানে

বিধান রায়ও গড়ে ছিলেন
কল্যাণী আর দুর্গাপুর
বন্ধ্যা মাটির প্রাণের উপর
ছড়িয়েছিলেন প্রাণের সুর

.        **************          
.                                                                        
উপরে
.                                     অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                              সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত       


এই কবিতাটি ১/৬৩ এ, বিদ্যাসাগর কলোনী, কলকাতা ৭০০০৪৭ থেকে
প্রকাশিত "বুলেটিন" পত্রিকার বইমেলা ২০০৭ এর সংখ্যায় প্রকাশিত
হয়েছিল |

মিলনসাগর
*
সিঙ্গুর ৪

যদি দুর্গা আসেন সড়ক পথে
 টাটা সুমোয় চেপে
 বিজ্ঞাপনের বিজ্ঞানিরা
 ডলার দেবেন মেপে

যদি আসেন ভোলা খেয়াল খোলা
 যাড়ের পিঠে চড়ে
 পুরুত ঠাকুর ফুরুত হবে
 পুজোর আসন ছেড়ে

যদি আসেন কেতো হীরোর হীরো
 বঙ্গবাসীর প্যাণ্ডেলে
 সুন্দরীরা জড়িয়ে যাবেন
 হাজার কিসিম স্ক্যাণ্ডেলে

যদি আসেন গণু সিদ্ধিদাতা
 দেন নিজেকে নিঙুড়ে
 সস্তা জমিন পাইয়ে দেবো
 রাজারহাট, সিঙুরে

যদি আসেন লক্ষ্মী ঢালেন কোটি
 মৌ সরণি লগ্নিতে
 সাত মন ঘি পুড়বে যেন
 হোম যজ্ঞ অগ্নিতে

যদি আসেন সরো গিটার হাতে
 মিটার তোলা ট্যাক্সি তে
 ডোভার লেনে পড়বে লাইন
 জাবনমুখী ট্যাক্স ফিতে

যদি আসেন অসুর রাখেন বেসুর
 গোলাগুলি সজ্জাতে
 আমরা কিন্তু আটকাবো পথ
 খিল দেবো না দরজাতে |

.        **************          
.                                                                        
উপরে
.                                     অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                              সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত       


এই কবিতাটি ১/৬৩ এ, বিদ্যাসাগর কলোনী, কলকাতা ৭০০০৪৭ থেকে
প্রকাশিত "বুলেটিন" পত্রিকার বইমেলা ২০০৭ এর সংখ্যায় প্রকাশিত
হয়েছিল |

মিলনসাগর
*
সিঙ্গুর ৫

প্রজা হবে শান্ত শিষ্ট
সাত চড়ে রা কাড়বে না
মারলে লাথি বলবে হুজুর
উল্টে লাথি মারবে না |

প্রজা হবে মৃদু ভাষি
বোবা হলে আরও ভালো
অল্প খেয়ে তুলবে ঢেঁকুর
অন্ধকারকেবলবে আলো

প্রজা হবে গরু গাধা
হাঁস মুরগি ছাগ
প্রয়োজনে দেবো বলী
করবে নাকো রাগ

কিন্তু প্রজা দেখায় যদি
বুক খুলে তার দৈন্যকে
তখন আমি লেলিয়ে দেবো
আমার পোষা সৈন্য কে |

.        **************          
.                                                                        
উপরে
.                                     অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                              সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত       


এই কবিতাটি ১/৬৩ এ, বিদ্যাসাগর কলোনী, কলকাতা ৭০০০৪৭ থেকে
প্রকাশিত "বুলেটিন" পত্রিকার বইমেলা ২০০৭ এর সংখ্যায় প্রকাশিত
হয়েছিল |

মিলনসাগর
*
সিঙ্গুর ৬

আগ তিনি দাদাই ছিলেন
এখন মহাশয়
আগে তিনি অভয় ছিলেন
এখন মহাভয়

আগে তিনি ঘাস মারাতেন
লড়িয়ে দিতেন জান
দাদার কণ্ঠে ছিল তখন
শিকল ছেঁড়ার গান

সেদিন দাদার ছেঁড়া চটি
মলিন কাপড় জুড়ে
আন্দোলনের বইতে হাওয়া
মাঠ ভাঙা রোদ্দুরে

আগে দাদা পান্তা খেতেন
কুচো চিংড়ির ঝাল
পেঁয়াজ পোস্তোর সাথে খেতেন
চালতা মুসুর ডাল

পরে
এখন দাদার টাটা সুমো
চামচা পরিবৃত
ভোটার লিস্টে খোঁজেন দাদা
কে বাঁচা কে মৃত

দাদার এখন ঘূর্ণি চেয়ার
তার উপরে গদি
সর্দি হলেও ছোটেন দাদা
পেরিয়ে তেরো নদী

দাদার এখন মাখন শরীর
রোদ লাগাতে বারণ
আলতো করে ছোঁয়ান ঠোঁটে
খাস বিলিতি কারণ

দাদার কণ্ঠে শুনবো না আর
নকল ছোঁড়ার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
নদে এলো বাণ |

.        **************          
.                                                                        
উপরে
.                                     অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                              সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত       


এই কবিতাটি ১/৬৩ এ, বিদ্যাসাগর কলোনী, কলকাতা ৭০০০৪৭ থেকে
প্রকাশিত "বুলেটিন" পত্রিকার বইমেলা ২০০৭ এর সংখ্যায় প্রকাশিত
হয়েছিল |

মিলনসাগর
*
আমরা এই কবিকে আমাদের ওয়েব
সাইটের
"কবিদের সভা"-র অন্তর্ভুক্ত
করতে ইচ্ছুক | যদি কেউ আমাদের এই
কবির
১।  জন্ম-তারিখ,
২। সংক্ষিপ্ত পরিচয়,
৩। একটি ছবি
এবং
৪। তাঁর যোগাযোগের ঠিকানা
জানান, তাহলে আমরা কৃতজ্ঞতা- স্বরূপ,
প্রেরকের নাম ঐ পাতায় উল্লেখ করবো |