কবি সাগরিকা দাশগুপ্ত -র জন্ম জলপাইগুড়িতে | পিতা অমলেন্দু সেনগুপ্ত-র কর্ম জীবন কাটে আন্দামান এবং কলকাতায় | তাই কবি, মনোহর আন্দামান দ্বীপপুঞ্জের নানান জনজাতি অধ্যুসিত এলাকায় বেড়ে উঠেছেন | তিনি স্কুল পাশ করেন পোর্ট ব্লেয়ারের রবীন্দ্র বাংলা বিদ্যালয় থেকে | কলেজ - জলপাইগুড়ির প্রশান্ত দেব রায়কত বা পি.ডি.কলেজ | বিবাহিত জীবন কাটে চেন্নাই তে |
শিক্ষকতা করেন প্রথমে চেন্নাইতে এবং পরে দিল্লী পাবলিক স্কুলের বাহরীন শাখায় কিছুকাল পড়ানোর পর তিনি সুলতানেত অফ ওমান এর স্কুলে শিক্ষকতা করে বর্তমানে চেন্নাই তে একটি স্কুলে প্রধাণ শিক্ষিকারূপে কর্মরতা আছেন |
কবি একজন সুগায়িকা এবং কুশল নৃত্যশিল্পী | তিনি যেখানেই থেকেছেন, সেখানে শিশুদের নিয়ে নানান নৃত্য- গীতের অনুষ্ঠান রচনা করে শিখিয়ে পড়িয়ে মঞ্চস্থ করেছেন | কি সুদূর আন্দামান বা চেন্নাই বা পারস্য- উপসাগরীয় দেশ, সর্বত্রই বাংলা তথা ভারতীয় সংস্কৃতির চর্চা এবং প্রচারে, তাঁর উত্সাহ, উদ্দিপনা এবং অবদান অনস্বীকার্য | তাঁর লেখা নিয়মিতভাবে নানা পত্র-পত্রিকাতে প্রকাশিত হয়ে আসছে |
তাঁর ছেলে স্পন্দন বর্তমানে চেন্নাইতে একটি বহুজাতিক সংস্থায় কাজ করছেন |
তাঁর কবিতা আমাদের সাইট মিলনসাগরে প্রকাশিত করার অনুমতি পেয়ে আমরা সম্মানিত |