সরলা দেবীচৌধুরাণীর কবিতা
যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
১।   মো হিন্দুস্থান      
২।   
ভারত-জননী       
৩।   
য় যুগ আলোকময়                 
           
*
     নমো হিন্দুস্থান
(১৯০১ সালে কলকাতায় জাতীয় কংগ্রেস সভায় গাওয়া হয়)

অতীত-গৌরববাহিনী মম বাণী! গাহ আজি হিন্দুস্থান |
মহাসভা-উন্মাদিনী মম বাণী! গাহ আজি হিন্দুস্থান!
কর বিক্রম-বিভব-যশঃ-সৌরভ পূরিত সেই নামগান!
      বঙ্গ, বিহার, উত্কল, মাদ্রাজ, মারাঠ,
                গুর্জর, পঞ্জাব, রাজপুতান!
      হিন্দু, পার্সি, জৈন, ইসাই, শিখ, মুসলমান!
      গাও সকল কণ্ঠে, সকল ভাষে 'নমো হিন্দুস্থান!'
(কোরাস) জয় জয় জয় হিন্দুস্থান---
                           'নমো হিন্দুস্থান!'

ভেদ-রিপুবিনাশিনি মম বাণী! গাহ আজি ঐক্যগান!
মহাবল-বিধায়িনি মম বাণী! গাহ আজি ঐক্যগান!
মিলাও দুঃখে, সৌথ্যে সম্যে, লক্ষ্যে, কায় মনঃ প্রাণ!
       বঙ্গ, বিহার, উত্কল, মাদ্রাজ, মারাঠ,
                গুর্জর, পঞ্জাব, রাজপুতান!
      হিন্দু, পার্সি, জৈন, ইসাই, শিখ, মুসলমান!
      গাও সকল কণ্ঠে, সকল ভাষে 'নমো হিন্দুস্থান!'
(কোরাস) জয় জয় জয় হিন্দুস্থান---
                           'নমো হিন্দুস্থান!'

সকল-জন-উত্সাহিনি মম বাণী! গাহ আজি নূতন তান!
মহাজাতি-সংগঠনি মম বাণী! গাহ আজি নূতন তান!
উঠাও কর্ম-নিশান! ধর্ম-বিষাণ! বাজাও চেতায়ে প্রাণ!
       বঙ্গ, বিহার, উত্কল, মাদ্রাজ, মারাঠ,
                 গুর্জর, পঞ্জাব, রাজপুতান!
       হিন্দু, পার্সি, জৈন, ইসাই, শিখ, মুসলমান!
       গাও সকল কণ্ঠে, সকল ভাষে 'নমো হিন্দুস্থান!'
(কোরাস) জয় জয় জয় হিন্দুস্থান---
                            'নমো হিন্দুস্থান!'


.                   ******************                                              
উপরে
   ভারত-জননী

বন্দি তোমায় ভারত-জননী, বিদ্যা-মুকুট-ধারিনি
বর-পুত্রের তপ-অর্জিত গৌরব-মণি-মালিনি!
কোটি-সন্তান-আঁখি-তর্পণ-হৃদি-আনন্দ-কারিণি---
            মরি বিদ্যা-মুকুট-ধারিণি!
যুগ-যুগান্ত তিমির-অন্তে হাস মা কমল-বরণি!
আশার আলোকে ফুল্ল হৃদয়ে আবার শোভিছে ধরণী |
            নবজীবনের পসরা বহিয়া
আসিছে কালের করণী, হাস মা কমল-বরণী!
এসেছে বিদ্যা, আসিবে ঋদ্ধি
            শৌর্য-বীর্যশালিনি!
আবার তোমায় দেখিব জননী
            সুখে দশদিক্-পালিনী |
অপমান-ক্ষত জুড়াইবি মাতঃ
খর্পর-করবালিনি! শৌর্যবীর্যশালিনি |

.                   ******************                                              
উপরে
জয় যুগ আলোকময়

জয় যুগ আলোকময়,
হল অন্যায়চ্যুত শাসন
নিষ্ঠুরাচার নাশন
সংস্কার-দৃঢ়-আসন
           হল ক্ষয়,
দিলে বরাভয়
যুগ আলোকময়,
আজি তেজভরিত ভারত-বক্ষ
        নির্মলবোধপুষ্ট-পক্ষ,
        মুক্ত মানব লক্ষ লক্ষ
                   গাহে জয় |
জয় যুগ, জয় যুগ, জয় যুগ আলোকময় |
      আলো-আলো-আলোকময় |

হল অজ্ঞানতমো ছেদন
      ভ্রান্তির জাল ভেদন
      আত্মার শত ক্লেদন
          অপনয়,
       দিলে বরাভয়,
      যুগ আলোকময় |
আজি তেজভরিত ভারত-বক্ষ
      নির্মলবোধপুষ্ট-পক্ষ,
        মুক্ত মানব লক্ষ লক্ষ
                   গাহে জয় |
জয় যুগ, জয় যুগ, জয় যুগ আলোকময় |
      আলো-আলো-আলোকময় |

হল বুদ্ধির মোহ মোচন
 যুক্তি অতি-রোচন
 উন্মেলি শুভ-লোচন
     হো সদয়,
     দিলে বরাভয়
    নির্মলবোধপুষ্ট-পক্ষ,
         মুক্ত মানব লক্ষ লক্ষ
                    গাহে জয় |
জয় যুগ, জয় যুগ, জয় যুগ আলোকময় |
       আলো-আলো-আলোকময় |

হল শক্তির পুন বোধন
  পৌরুষ-ঋণ-শোধন
  আর্তের প্রাণ মোদন
       বীরোদয়,
     নির্মলবোধপুষ্ট-পক্ষ,
          মুক্ত মানব লক্ষ লক্ষ
                     গাহে জয় |
জয় যুগ, জয় যুগ, জয় যুগ আলোকময় |
        আলো-আলো-আলোকময় |

.                 ******************                                    
উপরে