*
তিরিশ বছর পার হয়ে            
সৌহার্দ্য সেন   

তিরিশটা বছর কম নয়,
তিরিশ বছরে অনেক ফুল ফুটেছে |
অনেক চিতা জ্বলেছে |
সেই তিরিশ বছর পার করে
যুবক আজ বৃদ্ধ হয়েছে
বৃদ্ধ যুবক |
বোকা কি চালাক হয়েছে?
কিংবা চালাক বোকা?

ঘাসের উপর দর্প-দৃঢ় পদক্ষেপ,
নেই কোনো আক্ষেপ

যারা দাঁড় টেনে তোমায়
নিয়ে গেল সাগরের পারে
তারা এখনও দাঁড় টানে |
তুমি পকেটের উপর পকেট
তার উপর পকেট লাগিয়ে
মণি মুক্তাকে দিয়েছ নিরাপদ আশ্রয় |
পৌরুষ আর মহাপৌরুষ
ঔদ্ধত্যের কাঁধে হাত রেখে
মহাসুখে দিন কাটান |

দূরে ন্যাড়া পাহাড়ে গবাদি
পশুরা বৃষ্টিকে চায়,
পাথরের খাঁজে
সবুজ দেখার আশায় |

আর নিচে বনস্পতি
তেইশ বছরে অনেক তন্বী
হাসলেই হাড়ের বাজনা
শোনা যায় |

.    ***************         

.                
সিঙ্গুর নন্দীগ্রামের অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                   সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত
.       সিঙ্গুর নন্দীগ্রামের কবিতা সম্পর্কে আপনার মতামত জানান এখানে ক্লিক করে

এই কবিতাটি  'কবিতা এক্ষণ' পত্রিকার জুন ২০০৭ সংখ্যায় প্রকাশিত হয়েছিল |

মিলনসাগ
অন্যান্য কবিদের সিঙ্গুর-নন্দীগ্রামের কবিতা (সংগ্রহ)
*
মহাপ্রস্থানের পথে            
শ্রীচ্ বার্তা   

শুন শুন বাবুমশাই
.                সত্য কথাই বলি,
থাকতে সুখে বাম-জমানায়
.                অন্ধ হয়েই চলি |

গর্জনী-মন বাগ মানাতে
.                তর্জনী মোর ঠোঁটে,
শান্তিবাবুর মরুদ্যান-এ
.                সুখেই আছি বটে |

বঙ্গপিতা রঙ্গনাথন
.                ভুলের নজির গ'ড়ে,
শ্মশান-শান্তি বিরাজ করেন
.                নন্দীগ্রাম জুড়ে |

প্রশাসনিক আমলাতন্ত্র
.                প্রদর্শনীর তরজা,
মূক ও বধির ন্যায়ালয়ের
.                রুদ্ধ কানুন-দরজা |

বাম-জমানায়, লাল আঙিনায়
.                চরম সত্য যুক্তি,
বাম-দেবতা না পুজিলে
.                কেউ পাবে না মুক্তি |

রাজ-আজ্ঞায় শান্তি পেতে
.                চোখে লাগাই ঠুলি,
স্বজন হারানো ১৪ মার্চ (২০০৭)
.                কেমনে যাই ভুলি |

রক্ত দিলাম বক্রেশ্বর-এ
.                চক্রেশ্বর এর ফাঁদে,
ভাঁওতাবাজীর কর্ম-সংস্থান
.                আজও লাখো বেকার কাঁদে |

ভোট ভাবনায় ক্ষতে প্রলেপ
.                দিচ্ছে জমির পাট্টা,
ভোট চুকলেই কাড়বে জমি
.                মারবে টাকে গাঁট্টা |

আজ যে হঠাৎ বান এসেছে
.                বাধ মানে না আঁখি,
ফাঁকি দিতে আম জনতায়
.                পড়বে নিজেই ফাঁকি |

দম্ভ-গুণে ধূর্ত্ত রাজন
.                আজ দাও মিথ্যা প্রতিশ্রুতি,
পাপের ফল পাবে প্রায়ঃশ্চিত্তে
.                তোমার ও দলের সদ্ গতি |

.    ***************         

.                
সিঙ্গুর নন্দীগ্রামের অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                   সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত
.       সিঙ্গুর নন্দীগ্রামের কবিতা সম্পর্কে আপনার মতামত জানান এখানে ক্লিক করে

এই কবিতাটি  'জাগো বাংলা' পত্রিকার ৪ এপ্রিল ২০০৮ সংখ্যায় প্রকাশিত
হয়েছিল |

মিলনসাগ
*
আমাদের লোক            
সৌহার্দ্য সেন   

স্কুল, কলেজ, মাঠ, বিশ্ববিদ্যালয়
মন্দির, মসজিদ, মর্গ, গণিকালয়
সম্পদের উচ্ছাস বা গভীর গভীর শোক
সর্বত্র বিরাজমান আমাদের লোক |

রোগীর চিকিত্সা বা রোগীকে মারা
ডাক্তারকে বদলী বা ডাক্তারকে রাখা
আমাদের কথাই নিয়ম নতুবা দুর্ভোগ,
পিটিয়ে করবে লাশ আমাদেরই লোক |

ইউনিভার্সিটির ভি.সি., কলেজ প্রিন্সিপাল,
পিওন থেকে হেডমাস্টার---সবার কপাল
আমাদের হাতে বাঁধা---শোন্ আহাম্মক
নইলে, জাহান্নামে পাঠাবে আমাদের লোক |

পাড়ার পূজা কিংবা বিয়ে বাড়ীর ভোজ,
সরকারী জমি বিক্রী, দিনমজুরের রোজ,
ঠিকাদারকে ঠিকরাখা, পুলিশে নিয়োগ,
তদারকি করবে জানিস আমাদের লোক |

ভোটের কথা কি বলব তিরিশ বছর প্রমাণ
ভোট না দিলে ক্যাডাররা লিয়ে লেবে জান্
রিগিং নামক সূক্ষ্ম শিল্প করতে প্রয়োগ
জানে শুধু একমাত্র আমাদের লোক |

ক্যাডার আর গুণ্ডাতে রাখিনি তফাৎ
ভাত ছড়ালে ক্যাডারের নেইকো অভাব |
করবে লাইফ হেল, মাসল প্রয়োগ
বাধ্যের ওরা সব আমাদের লোক |

সরকারী আপিসগুলোয় কর্মীসকল
অবাধ্য নয় মোটে পড়েছে শিকল
আর যারা বিরোধী অল্প-সংখ্যক
টাইট করে দেবে সব আমাদের লোক |

চাষা বলে কেউ আর পাড়বে না গালি
জমিতে ফোটাবে শিল্প, শিল্পের মালী,
কৃষি থেকে শিল্প, মাস্টার স্ট্রোক্,
এ শুধু পারে জেনো আমাদের লোক |

কোনদিন খুলবে না বন্ধ কল-কারখানা,
সেই জন্য সালিম আর টাটাদের আনা,
থোড়াই কেয়ার করি বিরোধী বিক্ষোভ,
পুলিশের সঙ্গে আছে আমাদের লোক |

চুলোয় যাক তেভাগা, মরুক কৃষক
শিল্পের নামে ভোট কেড়েছি, শিল্পই শুধু হোক |
ওঃ কি শিহরণ! দেখছি মাছের চোখ,
বিরোধীদের গুঁড়িয়ে দেবে আ-মা-দে-র লোক |

.    ***************         

.              
সিঙ্গুর নন্দীগ্রামের অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                 সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত
.     সিঙ্গুর নন্দীগ্রামের কবিতা সম্পর্কে আপনার মতামত জানান এখানে ক্লিক করে

এই কবিতাটি  'কবিতা এক্ষণ' পত্রিকার জুন ২০০৭ সংখ্যায় প্রকাশিত হয়েছিল |

মিলনসাগ
*
ফরিয়াদ            
নীলাঞ্জন মৈত্র   

মেয়েকে আমার করেছিস খুন, কেড়েছিস জমি, বাড়ি
তোদের কোপেতে ধর্ষিত হল অসহায় কত নারী?
রেশনের চাল গরিব পেল না, তোরা হলি কোটিপতি---
কেন্দ্রের টাকা লুটে পুটে খেলি, রাজ্যের হল ক্ষতি |
অফিসে কলেতে, পাড়ায় পাড়ায় দেখি মস্তানগিরি
দুর্নীতিবাজ, প্রোমোটার রাজ, আজ চারি দিকে হেরি |
শিক্ষা, স্বাস্থ, শিশু ধুঁকছে --- তবু প্রচারের বুলি
তিরশ বছরে রাজ্য শ্মশান --- পাপেতে পূর্ণ থলি |
পক্ককেশী নীতিবাজ নেতা শান্তির মিছে নামে
গুলি, বন্দুক, লুণ্ঠনবাজ --- ছড়াল শহর গ্রামে |
কমরেড শোন্, মানুষ তোমাদের চিনেছে যে হাড়ে হাড়ে ---
দেশলাই শুধু খুঁজে পেতে চায় --- বারুদের সমাহারে |

.                   ***************         

.                      
সিঙ্গুর নন্দীগ্রামের অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                         সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত  
.             
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতা সম্পর্কে আপনার মতামত জানান এখানে ক্লিক করে

এই কবিতাটি  'কবিতা এক্ষণ' পত্রিকার জুন ২০০৭ সংখ্যায় প্রকাশিত হয়েছিল |

মিলনসাগ
*
বাঁশির মুখে রক্ত            
পিয়াংকু মণ্ডল   

এই কবিতার শুরুতে সন্ত্রাস ধরা পড়ে
.                মার খাচ্ছে |
আর প্রতিটি প্রহারে উঠে আসছে
রক্তের আভা |
.                তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে
একটা আধপোড়া শিশুকে নিয়ে
.       মায়ের বাঁধভাঙা চোখের জল |

আবার প্রহার |             আঃ ...
বল, বল, মেনাজের পিতলের বাঁশি
.                কোথায়?

তুইও তো একটু পরে লাশ হয়ে যাবি --- সন্ত্রাস
তার আগে বল | বল ---
তোরা, কে কে কত করে পাস |

.                   ***************         

.                      
সিঙ্গুর নন্দীগ্রামের অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                         সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত  
.             
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতা সম্পর্কে আপনার মতামত জানান এখানে ক্লিক করে

এই কবিতাটি  "কৌশাম্ব" সম্পাদিত "সন্ত্রাসের বিরুদ্ধে" পত্রিকার জুলাই ২০০৭ সংখ্যায়
প্রকাশিত হয়েছিল |

মিলনসাগ
*
প্রতিবাদ            
সমীর মণ্ডল   

রক্তাক্ত পথ
ঘামে ভেজা মাটি
বারুদের গন্ধ আকাশে বাতাসে |
ওরা খুন করেছে তাপসী মালিককে,
নিকাশী দাসী আর চোদ্দো বছরের
সদ্য যুবতী মেয়েকে
একই ঘরে পাশাপাশি শুইয়ে
ধর্ষণ করেছে ওরা ...!
তুমি প্রতিবাদ কোরো না,
তোমরা প্রতিবাদ কোরো না,
স্রোতের বিপরিত মুখ হাঁটলেই
তোমার তোমাদের বুকে
ওরা চেপে ধরবে খোলা বন্দুকের নল
স্তব্ধ করে দেবে কণ্ঠস্বর ...!

এটা স্বাধীন রাষ্ট্র
গণতান্ত্রিক দেশে এমনটাই হয়!

.        *********************         

.                      
সিঙ্গুর নন্দীগ্রামের অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                         সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত  
.             
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতা সম্পর্কে আপনার মতামত জানান এখানে ক্লিক করে

এই কবিতাটি  "কৌশাম্ব" সম্পাদিত "সন্ত্রাসের বিরুদ্ধে" পত্রিকার জুলাই ২০০৭ সংখ্যায়
প্রকাশিত হয়েছিল |

মিলনসাগ
*
অতৃপ্ত            
পলাশ নস্কর   

দিগন্তের কোণে রামধনুর খেলা
কালোমেঘের হৃদয় চিরে
উড়ে চলা একদল সাদা বকের মেলা |
আঠারোর মেয়েটি ছুটতে ছুটতে
আলের ধারের বাবলা গাছটার আড়ালে এসে হাঁপাতে থাকে |
ধান বাদার পাশের মেঠো পথের ধারে,
দাঁড় করিয়ে রাখা তার জোয়ান প্রেমিকের সাইকেল |
বিকেলের প্রেমে তাদের ক্লান্তি ছিল না
ছিল কিছু নিজস্ব মুহুর্ত
নামে কাল সন্ধ্যা কাটা হয় ধান
বিকেলের প্রেম পেল না সম্মান |
সেই রাতে ....
একদল স্তাবক লোভী, ক্ষমতা পিপাসুর দল
ধান বাদার আলের ধারে বাবলা গাছের তলায়
শুষে খেল আঠারো বছর ধরে জমিয়ে রাখা যৌবন
তাদের উল্লাসনৃত্যে আতঙ্কিত পেঁচারাও
মাঠের ধান নিল, যৌবন নিল, জীবন নিল |
বাকি রইল লাশগুলো ...
আজ রামধনু লাল রং রক্ত হয়ে ঝরে
তৃষ্ণা মেটাচ্ছে |
বাবলা গাছটা আজও স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে |
তার ডালে কাটা ঘুড়ির সাথে ঝুলছে
রক্তদাগা একটা নীল ওড়না |

.        *********************         

.                      
সিঙ্গুর নন্দীগ্রামের অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                         সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত  
.             
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতা সম্পর্কে আপনার মতামত জানান এখানে ক্লিক করে

এই কবিতাটি  "কৌশাম্ব" সম্পাদিত "সন্ত্রাসের বিরুদ্ধে" পত্রিকার জুলাই ২০০৭ সংখ্যায়
প্রকাশিত হয়েছিল |

মিলনসাগ
*
দধিচী            
নুর - এ - তামান্না   

.          ফুটপাথ হবে উঠোনটা তোর | দোকানটা যাবে বাদ
দাম কত পাবি, ঢালাই তো নেই, কেবল টিনের ছাদ |
.          কত দাম!
.          তা আমি কী বলব? এল.আর.ও-র কাছে
যাবি | "দুই বিঘা জমি" মনে আছে, এখানে তবুতো কিছুটা
পাবি |
.           পড়িসনি তুই! টিপছাপ দিস! শোন তবে যা যা
বলি | তার আগে বল্ জমিটা কেমন? কত মাপ, ক'ফসলি?
.           বাপের জমিন? তবে বুঝে দেখ, এ আমলেই
পেয়েছিস | কেড়ে তো কেউ নিচ্ছে না তাকে, শুধু শুধু ভাবছিস |
.           একটু আগেই জানতে চাইছিলি কত দাম জমিটার!
এখন বাপের সেন্টিমেন্ট, ছোটলোক কোথাকার |
.           জমিগুলো পেলে কী কী হবে তা তো
জেনেছিস এতদিনে | বহুতল হবে, কারখানা হবে যা চাই
উন্নয়নে | বহুতল হলে মজুরি খাটবি, কারখানা হলে জব |
তোদেরই জন্য শিল্পনগরী, তোদেরই জন্য সব |
.           আমরা তো সেই তেমনই থাকব, যে
যেমন আছি আজ | তোরাই যাবি পালটিয়ে সেই
নতুন শহুরে সাজ |
.            অনেক বোঝাব, আলোচনা হবে বসে
তোর পাশাপাশি | না বোঝা কথাটা বুঝিয়ে ফোটাব
চিন্তিত মুখে হাসি | নিজের ভালটা বুঝতেই হবে,
জানতেই হবে তোকে | উলটো-পালটা যত শত কথা
বলুক বেবাক লোকে |
সবার উপরে জেনে রাখ তুই
ঠিকঠাক সব কথা | এর আগে তোকে জানতে
পারিনি, জানিস তো ব্যস্ততা |
.             তবে বুঝে দেখ সব ঠিক তবু, তুই যদি
বাধা দিস! কাজ তো হবেই শুধু শুধু কেন
এরকম রিস্ক নিস!
.              তাহলে রইল ওই কথাটাই, টিপছাপে চলে যাবে |
তোদের সঙ্গে নিয়েই এবার উন্নয়নটা হবে |
.              ব্যাস্ ব্যাস্ ব্যাস্, আর কথা নয়, বড়ো
তোরা চালবাজ | কাল দেখা হবে, ওই কথা হল,
এখন অনেক কাজ |

.        *********************         

.                      
সিঙ্গুর নন্দীগ্রামের অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                         সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত  
.             
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতা সম্পর্কে আপনার মতামত জানান এখানে ক্লিক করে

এই কবিতাটি  "কৌশাম্ব" সম্পাদিত "সন্ত্রাসের বিরুদ্ধে" পত্রিকার জুলাই ২০০৭ সংখ্যায়
প্রকাশিত হয়েছিল |

মিলনসাগ
*
শিল্পায়নে ইতিহাস            
অভিজিত মণ্ডল   

সিঙ্গুর না হয় থাক আজ
.                            থাক নন্দীগ্রাম |
পুরোনো ক্ষত শুকিয়ে যাক ...
রক্ত আখরে লেখা হোক শান্তি |
মৃত্যুর পরোয়ানা ভুলে ---
ফুটুক ফুল ... উড়ুক পাখি ডালে ডালে
বারুদের গন্ধমাখা ইতিহাস পড়ে থাক
উড়ে যাক হিংসা-বিবাদ,
ভালোবাসার গন্ধ উড়ুক আকাশে বাতাসে...
.                           ছড়াক নতুন অনুরাগ |

সিঙ্গুর না হয় থাক আজ
.                            থাক নন্দীগ্রাম,
চাপা লাশের বুক চিরে আজ
.                            জন্মে উঠুক গাছ |
ঘর-ছাড়ারা ঘরে ফিরুক ...
.                            ফিরুক মোষের দল,
তাপসী মালিক চাপা পড়ুক
.                            ইতিহাসের পাতায় ...
--- এ সব কথাই লেখা হোক
.                            শিল্পায়নের খাতায় |  

.              *********************         

.                      
সিঙ্গুর নন্দীগ্রামের অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                         সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত  
.             
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতা সম্পর্কে আপনার মতামত জানান এখানে ক্লিক করে

এই কবিতাটি  "কৌশাম্ব" সম্পাদিত "সন্ত্রাসের বিরুদ্ধে" পত্রিকার জুলাই ২০০৭ সংখ্যায়
প্রকাশিত হয়েছিল |

মিলনসাগ
*
আমি কমিউনিস্ট            
শুভেন্দু মজুমদার   

ছেলের নামে ব্যাঙ্ক-ব্যালেন্স
বউ-এর নামে বাড়ি |
মেয়ের নামে আছে শুধু
একটি ন্যানো গাড়ি ||
নিজে আমি মুক্ত পুরুষ
সব বন্ধন-ছাড়া |
পুঁজির সাথে লড়াই করি
আমি সর্বহারা ||

বক্ষে আমার লাল পতাকা
কণ্ঠে লেনিন বাণী |
সালিম-টাটা মাথার 'পরে
বহুৎ মেহেরবানি ||
দিনের বেলায় বিপ্লবী আর
রাতের বেলায় ফিস্ট |
পুঁজির কোনও জাত মানি না
আমি কমিউনিস্ট ||  

.        *****************         

.                      
সিঙ্গুর নন্দীগ্রামের অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                         সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত  
.             
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতা সম্পর্কে আপনার মতামত জানান এখানে ক্লিক করে

এই কবিতাটি  "দৈনিক স্টেটসম্যান" পত্রিকার ১৭ জুলাই ২০০৮ সংখ্যায় প্রকাশিত
হয়েছিল |

মিলনসাগ