![]() |
সভ্যতার সঙ্কট ১৪/০৩/০৭ নন্দীগ্রাম সিদ্ধেশ্বর সেন ("একজন বিশিষ্ট উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি বলছেন সকলকে ধনী করব | আমি দুঃখিত, তাঁর সঙ্গে একমত গতে পারছি না | ধনী নয়, উচ্চাকাঙ্ক্ষা হওয়া উচিত হৃদয়বান হওয়ার জন্য |" --- রাজ্যপাল শ্রী গোপালকৃষ্ণ গান্ধী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, মেদিনীপুর |) ইতিহাসে পরালে কলুষ কেন, কোন পাশবিক, হিংশ্র, বর্বরতাতে কবিগুরু শান্তি নেই, ধিক্কার হানো--- এই স্বৈরাচারে অহং -এর ক্ষমতাদম্ভের--- ফের তোমার সভ্যতার সঙ্কটে | দাও তোমার "মাভৈঃ" --- "শেষ জন্মদিনে শান্তিনিকেতনে দিলে ১লা বৈশাখে সেই "মানুষেরই বিশ্বাসের" সত্যে--- তোমার অমোঘ বাণীতে ১৪/০৩-এ ভয়ঙ্কর "কালো দিনে" কৃষক-রমণী-শিশু নিরস্ত্রের নন্দীগ্রামে পালাতে পালাতে পিঠে গুলি, মাথায় গুলিতে কার নির্দেশে, রাষ্ট্রিক সন্ত্রাস অস্ত্রধারীর ---এ অমানুষিক গণহত্যা ঘটে | (জ্যোতি বসুও এমনকি প্রকাশ্যেই জানতে চান গুলি কেন লাগে মেয়েদের পিঠে!) তবু, রক্তের ছিটে চুস্ত সাদা ধুতি-পাঞ্জাবিতে লাগে নি কোথাও! নাকি মিথ্যেয় ঢেকেছে নিষ্পাপ শিশুর শবের মত নিষ্পন্দ হৃদয়বত্তাও, তাই ভেসে যায় হলদি নদীতে পরিশিষ্ট : খুঁজেও পাইনি আমি কে চাইল ফ্রন্টে "ক্ষমা", কিম্বা পদ ছেড়ে নামা, শুধু "আমি দায়ী" "আমি দায়ী" ঘোষণায় বলে, তবু আজও বেশ--- ধোপ-দুরস্থ হৃদয়ে-শ্বেত-শুভ্র পরিধেয়ে, দায়হীন বুদ্ধি বিবেকে || . ************** . অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত . সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত এই কবিতাটি 'দৈনিক স্টেটসম্যান' পত্রিকাতে ৫ মে ২০০৭ এ প্রকাশিত হয়েছিল | মিলনসাগর |