কবি সোনালী সেনগুপ্তার কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
নন্দীগ্রামের পাখীরা কি আর ডাকে!?
অয়ন সেনগুপ্তর কণ্ঠে আবৃত্তি শুনুন এখানে ক্লিক করে

এত দিন তো হয়ে গেল---
কই! আর তো কাউকে সরব হ'তে দেখা যাচ্ছে না!
NEWS এর পর্দায় দেখা যায় লাল ধোঁয়া---
পুলিশের গুলিবর্ষণ আর ভয়ঙ্কর আর্ত চিত্কার
14th March এর শিহরণ ঘটে তখন
হঠাত্ - এক ঝলক্, তাই না?
প্রশাসনিক তর্ক-বিতর্ক-উতোর চাপান-
অসহায়ের অসহ্য রাগের
নিষ্ফল আস্ফালনের শুধুই ভাঙচুর---
জ্বালিয়ে ছাড়াখাড় করে দিতে
পারে না তবুও---
সিঙ্গুর নন্দীগ্রামের চাষী ও জমির খবরের চূড়োয়
এখনও দাপিয়ে বেড়াচ্ছে অন্যায়ের
ধূষর ধোঁয়া---
চারিদিক স্তব্ ধ --- ১০০ ঘর এখনও বন্ধ---
নন্দীগ্রামের উঠোন শূণ্য ---
গাছে ফুল ফোটে না, আকাশে ঘুড়ি ওড়ে না---
শিশু বুড়ো নারী পুরুষের দল চলেছে
মৃত্যুর মিছিলে---
শুধুই কান্না - আর্ত চিত্কার - ধ্বীক্কার ---
ভূলুণ্ঠিত হচ্ছে মায়েদের আঁচল - লাল!
পাখীরাও আতঙ্কিত - কুজন স্তব্ ধ চারিদিক
আনন্দ! ওরা কি আর জানে - ভুলেছে সব---
তাই নন্দীগ্রামের পাখীরা আর ডাকে না |


.        **************          
.                                                                    
উপরে
.                                  অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                           সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত

এই কবিতাটি এখানেই ৬ এপ্রীল ২০০৭ এ প্রখম প্রকাশিত হয়েছে |

মিলনসাগর
*
১।   নন্দীগ্রামের পাখীরা কি আর ডাকে!?          
২।   
দাদা - তোরা ভাল থাক                            
৩।   
খেজুরিও জ্বলে            
৪।   
হে নন্দীগ্রাম            

        
দাদা - তোরা ভাল থাক
কবিকণ্ঠে আবৃত্তি শুনুন

প্রকৃতিও উত্তপ্ত হয়ে ঊঠেছে--
সিঙ্গুর নন্দীগ্রামের পুলিশের গোলাবর্ষণের
ভীষণ হলকার মত---
অসহায়ের কান্নার অশ্রুহীনতার জ্বলনে
বৃষ্টিও নেই এক ফোটা---
প্রচণ্ড দাবদাহের মেঘলা আকাশ---
যেমন নিয়ে আসে আশার বর্ষণ,
কিন্তু হায়! কোথায় জীবন!
তেমনি আজ জীবনের শান্তির নিশ্চিন্ত নীরের
খোঁজে ঘরে ঘরে চলে অবিরাম
দাদাদের নির্ভীক মন---
'বিচারের বাণী - নিরবে নিভৃতে কাঁদে' - তবু
মানি, রৌদ্রঝরা অগ্নিতপ্ত গায়ে---
খালি পায়ে উন্নত কণ্ঠ-আনন-
স্বার্থত্যাগী-সোচ্চার,-দেখেও বুলেট বর্ষণ |
কবে থেকে চলছে - আরও কত হবে
- এই অন্যায় সংঘর্ষের প্রতিকারী
বিদ্রোহী জীবন!
বোনের কোমল স্নেহ মন - ভয়ে থেকেও অনুক্ষণ---
জানেই জানে আসবে যে শুভক্ষণ---
শুধু দাদা, তোরা ভাল থাক---
বৃষ্টি হবেই, ---আসবে ন্যায়ের বিচার---
জিত্ যে হবেই বোনের আশার
অমর্ত্যলোকের আনন্দধারা তোরা---
জয়ধারা - বোনের অমূল্যধন |


.        **************          
.                                                                    
উপরে
.                                 অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                          সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত

এই কবিতাটি এখানেই ৭ এপ্রীল ২০০৭ এ প্রখম প্রকাশিত হয়েছে |

মিলনসাগর
*
খেজুরিও জ্বলছে   
                          
কবিকণ্ঠে আবৃত্তি শুনুন

আরো তিনটি দিন গেল চলে ---
অন্যভাবে অন্য রঙে-স্বাদে ---
এখানে গরম নেই ---
নেই কোন হৈ চৈ ---
কোন উত্তপ্ত আবহাওয়া
কি সুন্দর ঠাণ্ডা আর রোদ ঝলমলে ---
নন্দীগ্রাম! সে কোথায়? কতদূর!
TV তে চিত্কার, ঘুরে দেখি কি ব্যাপার!
সবাই সরব! অশান্ত সোচ্চারে!
এখনও তাদের হাতে মশাল যে জ্বলে!
এটাই কি ঠিক তবে ---
দেখছে যা চোখ ভোলে ---
কাছ থেকে দূরে গেলে চলে?
এটাই কি ঠিক তবে ---
রাজারা বলেন যা,
ভুলে যান শতদূর গেলে?
তাই কি পারেন তারা নিশ্চিন্তে
খেতে-শুতে-ঘুমাতে
গনগনে জ্বলন্ত মশালে !!
এখনও যে শুনি তাই
নন্দীগ্রামে শান্তি নেই ---
     অশান্ত খেজুরিও জ্বলে |


.        **************          
.                                                                
উপরে
.                             অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                      সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত  

এই কবিতাটি এখানেই ১০ এপ্রীল ২০০৭ এ প্রখম প্রকাশিত হয়েছে |

মিলনসাগর
*
হে নন্দীগ্রাম!   
                            
কবিকণ্ঠে আবৃত্তি শুনুন

সুদূর শহরের আমি এক
      সাধারণ গৃহবধু,
শুনেছি - দেখেছি তোমার কোলাহল,
      তোমার দুঃখ কষ্ট অভিমান
            --- তোমার অন্তর্দ্বন্দ্ব
সুস্থ জীবনের আকাঙ্খায়
      ব্যাকুল তুমি ---
               আমরাও !
তোমার আর্তচিত্কার এনেছে ত্রাস
      শহর থেকে শহরান্তরে,
একটি নির্মল - সুস্থ - সুন্দর - সরল
      এই বাংলার পবিত্র গ্রাম ---
              আজ কেন এই দশা ?
আমরা এখনও বিচারের আশায় ---
এ এক প্রহসন জেনেও -
টেনে নামাতে পারেনি মূখ্যমন্ত্রীকে
     এখনও, - আছেন তিনি
জীবনের চিত্কার সেখানে পৌঁছবে না জেনেও |


.        **************          
.                                                                  
উপরে
.                               অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                        সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত  

এই কবিতাটি এখানেই ২৭ সেপ্টেম্বর ২০০৭ এ প্রখম প্রকাশিত হয়েছে |

মিলনসাগর
*