কবি সুমিত কুমার দাম, সরিষা রামকৃষ্ণ মিশন ও পরে আন্দামানের পোর্ট ব্লেয়ারের রবীন্দ্র বাংলা
বিদ্যালয় (প্রথম ব্যাচ) থেকে স্কুলের পড়া শেষ করে কলকাতার হেরম্বচন্দ্র কলেজ থেকে বানিজ্যে স্নাতক হন।
বর্তমানে কলকাতায় ভারতীয় স্টেট ব্যাঙ্ক এ কর্মরত আছেন।
ছোটবেলা থেকেই বাবা মার আদর্শে সংস্কৃতি মনস্ক ও ধর্মপরায়ণ। আবৃত্তি, নাট্যাভিনয় ও সাহিত্য চর্চা,
খেলাধুলা, সামাজিক ন্যায়, সভা-সমিতি ও সর্বোপরি মানুষজন-বন্ধুবান্ধব পরিবৃত নির্ভেজাল আড্ডা তাঁর
ভালোলাগার বিষয়। তাঁকে যাঁরা চেনেন ও জানেন, তাঁদের কাছে তিনি এক কথায় বিপদে মধুসূদন।
প্রসিদ্ধ নাট্যকার রতন কুমার ঘোষ এর স্নেহধন্য হয়ে 'কোলকাতা সাজঘর' নাট্যগোষ্ঠিতে যোগদান, গ্রুপ
থিয়েটারের আদর্শে বহু নাটকে অভিনয়, বাংলা টিভি সিরিয়াল এবং বাংলা সিনেমাতে অভিনয় করে আসছেন।
বিশ্বায়নের চাপকে উপেক্ষা করে অফিস ক্লাবের বাত্সরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে, নাটক পরিচালনা ও অভিনয়,
শ্রুতিনাটক, গান বাজনা  এবং অবশ্যই আদ্যোপান্ত গঠনমূলক-সৃজনশীল আড্ডায় তাঁর অংশ গ্রহণ তাঁর অফুরন্ত
জীবনী শক্তির পরিচয় বহন করে।
উপরোক্ত নানাবিধ কাজে অবসর সময়ের বেশীটাই চলে যাবার ফলে বাড়ীতে রাতে ফেরা - কিঞ্চিত্ অশান্তি -
বেশী সামাজিকতা করতে গিয়ে কিছুটা নিজের পারিবারিক কাজে গাফিলতি - স্ত্রী সুমতি(স্বাতী), কন্যা ঈশিতা ও
উদিতার অনুযোগ - অভিমান - এই নিয়েই সুমিত দাম !

যোগাযোগ : ১০২ গৌরাঙ্গ সরণী, কলকাতা ৭০০০৭৮,  চলভাষ : ৯৮৩০২০৪৫৪৭  
সুমিত কুমার দামের কবিতা
HOME
HOME BANGLA