সুমিত কুমার দামের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
১।   বীর
২।   চিত্ত ব্যথাহত
৩।   কাছে এসো               
৪।   
ফিরে পাওয়া        
৫।   
রং বেরং              
৬।   
লুকোচুরি    
৭।   
স্লোগান       
৮।   হে মহাজীবন     


*
বীর
(২০০৬ সালে একটি গভীর গর্তে পড়ে যাওয়া শিশু 'প্রিন্স' অবলম্বনে লেখা)


পাতাল কক্ষে খেলিছ একাকী
         মৃত্যুঞ্জয়ী প্রিন্স।
জগত্-বাহ্যে উদাসী হয়ে
পিতা-মাতা-আত্মীয়েরে অধীর করে
অপলক দৃষ্টি মেলে খুঁজে গেছ
       বাপেরে - মায়েরে।
হঠাত্ হঠাত্ ভয়ে কেঁদে উঠে
পরক্ষণে কীটেরে হেলায় পাশে ফেলে
বিহ্বল চোখে থেকেছ  নিশ্চুপ।

কীযে বিরাট কাণ্ড ঘটে চারপাশে,
গোটা বিশ্ব ভয়ার্ত - আকূল,
             তোমাকে নিয়েই।
সর্বজাতি - সর্বধর্ম বিধাতার প্রতি
করেছে প্রার্থনা তোমার মঙ্গলে -
তুমি উদাসীন, আপন খেলায় মগ্ন,
খেয়ে নাও অন্ন-জল,
দীর্ঘ সময়ের কালক্ষেপে।

অবশেষে দেবদূত সম সেনানীর হাত
যখন ছুঁয়েছে তোমায়,
তুমি অবিচল সেনানীর বাহুমধ্যে,
উঠে এলে পৃথিবীতে -
আলোক বর্তিকা হয়ে,
       হাসি ও আনন্দে ।।

**************
*
চিত্ত ব্যথাহত
(আন্দামানের বাঙালীদের মিলনক্ষেত্র 'অতুল স্মৃতি সমিতি'র পত্রিকা শারদীয়
উন্মেষ, ১৪১৩র সংখ্যায় প্রথম প্রকাশিত)

সাগরের পাড়ের স্বপ্ন রঙ্গীন হাতছানি
আর ভাল্লাগেনা।
উগ্রতনু ঐ রূপসী যৌবন উন্মনা
আর ভাল্লাগেনা।
পালিয়ে বেড়াই - হারিয়ে যাই দূরদেশেতে
আর ভাল্লাগেনা।
লোক ক্ষেপিয়ে আমিত্বর ফলাও কারবার
আর ভাল্লাগেনা।
পরাজয়ের আতঙ্কে এখন বিজয়ী হতেও
আর ভাল্লাগেনা।
'আমার তুমি - তোমার আমি' -শুধুই ফাঁকি
আর ভাল্লাগেনা।
কেন বাঁচা ! কার বিরহে থাকব বেঁচে - ভাবতে
আর ভাল্লাগেনা।
কায়ক্লেশ দুঃখ বরণ আর অনর্থ আহ্লাদ
আর ভাল্লাগেনা।
সবাই খারাপ, শুধুই আমি ভাল - বলতে
আর ভাল্লাগেনা।
সব পেয়ে তাই - কিছুই না পাই - বলতে
আর ভাল্লাগেনা।

*******
*
মনের কুয়াশা
(আন্দামানের বাঙালীদের মিলনক্ষেত্র 'অতুল স্মৃতি সমিতি'র পত্রিকা
শারদীয় উন্মেষ, ১৪১৩র সংখ্যায় প্রথম প্রকাশিত)

মনের কুয়াশার আস্তরণ ছিঁড়ে
উঁকি দেয় সোনালী অতীত
তুমি এখন কেমন গা - সহা।
দেহ তটের উচ্ছল যৌবন বন্যা
সুনামী শেষে সর্বহারা যন্ত্রণা
পঞ্চ ইন্দ্রীয়কে করেছে নিস্তেজ।
তবু ফিরে - ফিরে আসে দিনগুলো
চিন্তাকে বিদ্যুত জালে চমকিয়ে
হঠাত্ আশা জাগে - অনন্ত যৌবন।
সবুজ ক্লোরোফিলে নিজেকে সতেজ করে
শেকড় যদি যোগায় খাবার
তোমার মোহনাতেই আমার নির্বাণ।

************                                                                            
উপরে
*
ফিরে পাওয়া

আবারও বুকের ভিতরে
              ডুব দেয় পানকৌড়ি
মনের চোরাবালি সরিয়ে
              খুঁজে ফিরে নির্লিপ্ত আমাকে।
ভূমিষ্ঠ শিশুর অপাপবিদ্ধ
              আত্মার শব্ দ হীন 'ওম'কার
অনুরণিত হতে থাকে,
              ছেঁড়া তারে বেজে ওঠে সুর |
জঠর মুক্তির সীমাহীন উচ্ছাস
              ধ্বনিত হয়, মুখরিত কলতানে |
উন্মোচিত হতে থাকা নবজাগরণ
              বন্দিত আজি, বাঁধ ভাঙ্গা উল্লাসে |
বহুকাল ঘুমানো অন্তরাত্মা
              কার অঙ্গুলি হেলনে
জাগরিত হয়ে সরব আবার
              আমি ফিরে পাই নিজেকে |

.                   ************                                               
উপরে
*
রাত থেকেই গেল কালো
ঘরে পৌঁছলো না যে আলো
ষাট বছরের স্বাধীনতা
কাদের জন্য ভালো?

জুলুম পীড়ন ধাপ্পাবাজী
নিত্য নতুন চমক
দেশের লোক অনাহারে
রাজার বাড়ে জমক |

নৈরাজ্যের দেশে যদি
কল্যাণ কারো হয়
জানা ভালো তারা কিন্তু
এ দেশের জন্য নয় |

সুযোগ বুঝে রাজা হঠাও
এ দুঃখ যে আর সয় না
রাজা বদলায় ধ্বজা বদলায়
দিন বদলায় না |

.        ************                          
উপরে
রাজার রং নীল
ধ্বজার রং লাল
দেশের রং সবুজ
প্রজার পোড়া কপাল |

রামধনু রং জাতির
শিশুদের রং সাদা
ক্ষুধা কান্না অপুষ্টি
আছেই ঘরে বাঁধা |

স্বাস্থ হলুদ রঙা
ধর্মের নামে ছল
ধূসর জাতি ধুঁকছে
দেখেও নেই যে হেলদোল |

চাষীর পেট খালি
শ্রমিকের ঘোলা চোখ
অত্যাচার আর বঞ্চনাতে
ভুলেই গেছে শোক |
রং-বেরং
লুকোচুরি
(সিঙ্গুর নন্দীগ্রামের কবিতা)

নন্দীগ্রাম অবরুদ্ধ
পুলিশ ক্যাডার সুদ্ধ
ঘোষণা করেছে যুদ্ধ
দাম্ভিক রাজা বুদ্ধ |

পলিটবুরো মুগ্ধ
বুদ্ধিজীবীরা ক্ষুব্ধ
ভাবনা-চিন্তা স্তব্ ধ
দেশবাসী বাকরুদ্ধ |

কেমন করেছি জব্ দ
বিরোধীরা বোকার হদ্দ
প্রতিবাদের স্বর রুদ্ধ
কম্যুনিজম উপলব্ধ |

মার্ক্স ভাবধারা শুদ্ধ
যেন মাতৃসম গো-দুগ্ধ
শরিকরা হলেও ক্রুদ্ধ
টেনে ধরে শুধু 'বৃদ্ধ' ||


.        **************          
.                                                                  
উপরে
.                               অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                        সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায়
ফেরত
      

এই কবিতাটি এখানেই ৬ এপ্রীল ২০০৭ এ প্রখম প্রকাশিত হয়েছে |

মিলনসাগর
*
স্লোগান
(সিঙ্গুর নন্দীগ্রামের কবিতা)

রক্তে ভেজা ঘাস
লাল সন্ত্রাস
প্রজার জমি খাস
লাল সন্ত্রাস
বন্ধ হোল চাষ
লাল সন্ত্রাস
অনাহারে কাটে মাস
লাল সন্ত্রাস
পুলিশ হ'ল দাস
লাল সন্ত্রাস
মা-বোনের সর্বনাশ
লাল সন্ত্রাস
বোমা-পিস্তস-ইনস্যাস
লাল সন্ত্রাস
শ'য়ে শ'য়ে পড়ে লাশ
লাল সন্ত্রাস
সংখ্যালঘুর তাস
লাল সন্ত্রাস
বিরোধীদের বনবাস
লাল সন্ত্রাস
মিডিয়ার গলে ফাঁস
লাল সন্ত্রাস
ভয়হীন জোটের প্রয়াস
রুখবই সন্ত্রাস |


.        **************          
.                                                                  
উপরে
.                               অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                        সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায়
ফেরত
      

এই কবিতাটি এখানেই ৬ এপ্রীল ২০০৭ এ প্রখম প্রকাশিত হয়েছে |

মিলনসাগর
*
হে মহাজীবন

জ পঁচিশে বৈশাখ, তোমার জন্মদিন |
.             প্রভাতফেরী ; গানে কবিতায় স্মরণ তোমায় |
.       শিশুকাল থেকে --- আজ, আমি যতটা পরিণত
.             এই দিনটি কিন্তু স্মৃতিতে প্রখর - স্বাধীনতা দিবসের মতো |
.       কতগুলো দিন থাকে সৃতিতে উজ্জ্বল হয়ে | ভোলা যায় না |
.             অথচ নিজের জীবনের বিশেষ তারিখগুলো ; কিছুতেই মনে থাকে না |
.       কিন্তু তুমি, চিরভাস্বর | আপনার থেকেও আপন |
.             মনের মণিকোঠায়, তাই সজত্নে লালিত - পুজিত তুমি |

.             আলাপ - আলোচনায়, দুঃখে সুখে ---
.                      যে কোন সময়ে তোমার গান - কবিতার লাইন
.             অজান্তেই ; মনের অতল থেকে উঠে আসে |
.                      উচ্চারিত হয় --- বারে বারে |
.             এক অপরূপ আনন্দে - শান্তিতে, ভরে ওঠে মন |
.                                       শরীর শীতল হয় |
.       আমার চেতনাতে তোমার দৃপ্ত উপস্থিতি |
.       সমাজ সচেতনতা, পূজা-প্রেম, প্রৃতিতে
.                           তোমার সাবলীল গতি --- বিশ্ববন্দিত |
.       তোমারই কথায়, গানে যেন গঙ্গাজলে - গঙ্গাপূজাসম
.       পালিত হয় তোমার জন্ম-মৃত্যু দিন ; সমগ্র পৃথিবীতে |
.       তোমার নিঃশব্দ উপস্থিতি প্রতিপলে প্রতিক্ষণে অনুভূত |
.                          তোমার সুরে স্পন্দিত হয় মানব জীবন |
.       হে ঋষি, মহাজীবন, হে বিদ্রোহী, প্রতিপালক
.              আমাদের ধন্য কর | উত্তরণ ঘটাও নবজীবনের উচ্ছাসে |



.       
                     **************          
.                
                                                                                উপরে
.                                                             অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                                                      সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত       

এই কবিতাটি এখানেই ৩১গাস্ট ২০০ তারিখে প্রখম প্রকাশিত হয়েছে |

মিলনসাগর
*