কবি তানসেন - এর জন্ম ১৯৫৪ সালে, কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য শাখায় স্নাতক এবং বর্তমানে কলকাতারই এক বাণিজ্যিক প্রতিষ্ঠানের
একাউন্টেন্ট হিসেবে কর্মরত।
ছাত্রাবস্থা থেকেই কবিতা লিখছেন। লিট্ ল ম্যাগাজিনে নিয়মিতভবে তাঁর কবিতা প্রকাশিত হয়ে আসছে। তাঁর
নিজের কথায় - তাঁর এক হাতে স্বপ্ন আর অন্য হাতে মাটির পৃথিবী, এই দুয়ের টানাপোড়েনে তাঁর
কবিতার যত কথার জন্ম। আপাত গুরুত্বহীন দৈনন্দিন ঘটনাই তাঁর অধিকাংশ কবিতার বিষয়বস্তু। বামপন্থায়
বিশ্বাসী হলেও কবিতায় তার সোচ্চার প্রকাশে অনীহা। পাঠকের মানবিক বোধগুলোকে উস্কে দিতেই বেশী
আগ্রহী।
"শ্লোগানে ভীষণ ভয় " কবির প্রথম প্রকাশিত কবিতা সংকলন।
কবির আসল নাম অভিজিৎ সেন গুপ্ত। তাঁর অনুমতি পেয়ে আমরা এই কবিতাগুলি এখানে প্রকাশিত করতে
পেরে নিজেদের সন্মানিত মনে করছি।
ই-মেল : bandhu_khujchi@yahoo.co.in