নৈমিষ-কানন অতি সুপবিত্র স্থান | অনেক মুনি তথা করে অবস্থান || তাহার মধ্যেতে হন শৌনিক প্রধান | ক্ষমাশীল শান্তদান্ত অতি বুদ্ধিমান || একদা আহ্নিক ক্রিয়া সমাপন করি | বসিলেন আসি যবে সুখাসনোপরি || ঋষিবৃন্দ চারিদিকে ঘিরিয়া বসিল | নানাবিধ ধর্ম্মচচ্চা হইতে লাগিল || শুনিয়া শৌনিক-মুখে ধর্ম্ম উপদেশ | পরিতুষ্ট হইলেন মুনিরা বিশেষ || এ হেন সময়ে আসি ব্যাসদেব মুনি | উপনীত হইলেন ভ্রমিয়া অবনী || দূর হৈতে দরশন করি দ্বৈপায়নে | সসম্ভ্রমে উঠিলেন সব মুনিগণে || কিছুদূর আগু হৈয়া যত মুনিগণ | সমাদরে অভ্যর্থনা করি সমাপন || আসিতে হউক্ আজ্ঞা ইত্যাদি বচনে | বসাইলেন আশ্রমেতে উচ্চ আসনে || বসিয়া আসনে ব্যাস সব মুনিগণে | জিজ্ঞাসে কুশল বার্ত্তা অতি সযতনে || এদিকে শৌনক ঋষি পাদ্য অর্ঘ্য দিয়া | পূজিলেন ব্যাসদেবে যতন করিয়া || বলিলেন সুপ্রভাত আজি তপোধন | যে হেতু নৈমিষারণ্যে তব আগমন || কোথা হ’তে কি কারণে হেথা আগমন | শুনিতে বাসনা চিত্তে হ’তেছে এখন || শুনিয়া শৌনক-বাক্য ব্যাস তপোধন | কহিলেন, গিয়াছিনু বাণীর ভবন || পাইয়া পঞ্চমী তিথি গতকল্য দিনে | পূজিলাম সরস্বতী অমল-চরণে || আসিনু নৈমিষারণ্য করিতে দর্শন | সুপবিত্র পুণ্যভূমি এই তপোবন || সত্যব্রত তপোনিষ্ঠ তোমরা সকলে | করিতেছ জপ-তপ এই পূণ্যস্থলে || আসিনু দেখিতে তাই শুনহ কারণ | অতিশয় সুপবিত্র এই তপোবন || ভক্তি সহকারে যেই করে দরশন | যমপুরী সেইজন না যায় কখন || শুনিয়া ব্যাসের বাণী শৌনক সুজন | কহিলেন ব্যাসদেবে বিনয় বচন || জিজ্ঞাসি তোমারে দেব ওহে তপোধন | কিসে তুষ্টা সরস্বতী বলহ এখন || বড়ই আগ্রহ দেব করিতে শ্রবণ | অনুগ্রহ করি দেব বল না এখন || যে কাজেতে পরিতুষ্টা হন সরস্বতী | তাহাই করিব মোরা এই মনোগতি || শুনিয়া শৌনক-স্তুতি ব্যাস তপোধন | কহিলেন ধীরে ধীরে শুন মুনিগণ || সরস্বতী-শতনাম যেই পাঠ করে | পরিতুষ্টা সরস্বতী তাহার উপরে || কাঞ্চন-কুসুমে তাঁরে করিলে পূজন | সেরূপ সন্তুষ্টা দেবী না হয় কখন || ভক্তি করি পাঠ করে বাণী-শতনাম | প্রসন্না হয়েন দেবী পূরে মনস্কাম || শুনিয়া ব্যাসের উক্তি শৌনক তখন | করযোড়ে কহিলেন করহ বর্ণন || কলুষবিনাশী সেই সরস্বতী স্তবে | শ্রবণ করিয়া যেন মুক্ত হই সবে || কহিতে লাগিল ধীরে ব্যাস তপোধন | ভক্তিযুক্ত হ’য়ে তবে শুন মুনিগণ || মন দিয়া যেইজন করিবে স্তবন | সর্ব্ববিধ পাপমুক্ত হইবে সে জন || জন্মান্তর-পাপমুক্ত সেইজন হবে | পাপমুক্ত হ’য়ে শেষে গোলোকেতে যাবে || বলিতেছি সেই স্তব শুন মুনিগণ | একে একে শতনাম করিব বর্ণন || সূচিতে . . .
শতনাম স্তোত্র
সর্ব্বোত্তম নাম তাঁর দেবী সরস্বতী | ১ দেবগণ কৃত নাম হয় যে ভারতী || ২ বেদকর্ত্রী হ’য়ে দেবী হন বেদমাতা | ৩ গীর্ব্বাণী নামেতে তিনি জগত-বিখ্যাতা ||৪ বাগ্ দেবী হলেন তিনি বাক্য সৃষ্টি করি |৫ শ্বেতাম্বরধরা নাম শ্বেত বস্ত্র পরি || ৬ বাক্যের স্বরূপ ব’লে বাণী নাম তাঁর | ৭ করেন অক্ষরা নামে জগৎ উদ্ধার || ৮ পদ্মাসনা নাম হ’ল পদ্মোপরি বসি | ৯ মুক্তিপ্রদায়িনী ব’লে মোক্ষদা প্রভাসি || ১০ শ্বেতবীণা করে তাই শ্বেতবীণাধরা | ১১ শ্বেতপদ্ম ধরি হন শ্বেতপদ্মকরা || ১২ জগত তারণ হেতু জগদ্ধাত্রী নাম | ১৩ ক্ষেমঙ্করী নামে হয় পূর্ণ মনস্কাম || ১৪ অক্ষসূত্র করে তাই অক্ষসূত্রকরা | ১৫ শুভঙ্করী নামে দেবী পালেন এ ধরা || ১৬ কোন বিদ্যা নাহি হয় কৃপা বিনা তাঁর | সর্ব্ববিদ্যা-অধিষ্ঠাত্রী নামটি তাঁহার ||১৭ পাপনাশ করি হন দূরিত-নাশিনী |১৮ গন্ধর্ব্বেরা পূজে তাঁরে বলি বীণাপাণি || ১৯ সনকাদি ঋষিগণ বলে সনাতনী | ২০ আদ্যাশক্তি ব’লে দেবী হন পুরাতনী || মহেশ্বরী নাম তাঁর মহেশ্বর-পুরে | ২১ সাবিত্রী তাঁহার নাম হয় ব্রহ্মপুরে || ২২ বৈষ্ণবী নামেতে তিনি বিষ্ণুপুরে খ্যাত | ২৩ ত্রৈলোক্য-জননী নামে সর্ব্বত্র বিদিত ||২৪ সর্ব্বমন্ত্রময়ী নাম সামাদি বেদেতে | ২৫ বিভাবরী নাম তাঁর বিদিত জগতে || ২৬ তুষ্টি নাম হ’ল করি সন্তোষ বিধান | ২৭ পুষ্টি নাম হ’ল তাঁর করি পুষ্টিদান || ২৮ ক্রোধরূপা তিনি হন শত্রুর মন্দিরে | ২৯ ধনেশ্বরী নাম তাঁর কুবের-আগারে || ৩০ ত্রিপুরা তাঁর নাম বিখ্যাত ভুবনে | ৩১ তপস্বিনী নাম তাঁর মুনি তপোবনে || ৩২ কুমারী তাঁহার নাম গৃহস্থের ঘরে | ৩৩ মহাভয়ঙ্করী নাম হয় দৈত্যপুরে || ৩৪ ভক্তিবশ্যা নাম তাঁর ভক্তের ভবনে | ৩৫ উগ্রচন্ডা নামে খ্যাত এ তিন ভুবনে || ৩৬ বীরমাতা নামে খ্যাত হন ক্ষত্রকুলে | ৩৭ বিজয়িনী নাম তাঁর হয় রণস্থলে || ৩৮ কুলাচার-রত স্থানে শ্রীকুলসুন্দরী | ৩৯ ত্রিভুবন মধ্যে দেবী শ্রীভুবনেশ্বরী || ৪০ সিদ্ধিদাত্রী নাম তাঁর সিদ্ধি দান ক’রে | ৪১ খেচরী নামেতে খ্যাত গগন মাঝারে || ৪২ বুদ্ধিদান করি দেবী হলেন বুদ্ধিদা | ৪৩ বিতরণ ক’রে জ্ঞান হ’লেন জ্ঞানদা || ৪৪ যোগিনিগণেরা ডাকে বলিয়া যোগিনী | ৪৫ জ্ঞানীরা সকলে ভজে বলি মনস্বিনী || ৪৬ মঙ্গলা নামেতে দেবী মঙ্গলদায়িনী | ৪৭ বহ্নিতে তিনিই পুনঃ জ্বালিনীরূপিনী || ৪৮ গুণের অতীতা ব’লে নাম যে নির্গুণা | ৪৯ সর্ব্বগুণযুতা তাই নাম যে সগুণা || ৫০ ক্লেশ নাশ করি দেবী ক্লেশ-বিনাশিনী | ৫১ সুদক্ষ মন্ত্রণা দানে নাম যে মন্ত্রিণী || ৫২ আনন্দে সদাই মগ্ন সদানন্দময়ী | ৫৩ বলিপ্রিয়া নামে তিনি সদা কৃপাময়ী || ৫৪ মন্দাকিনী নামে তিনি সাগরবাসিনী | ৫৫ জয়দা নামেতে দেবী বিজয়দায়িনী || ৫৬ বসুমতী রূপে তিনি পৃথিবীরূপিণী | ৫৭ শ্মশানে তিনিই দেবী শ্মশানবাসিনী || ৫৮ পার্ব্বতী তিনিই দেবী তিনি শ্বেতবর্ণা | ৫৯ বারাণসী-ধামে তিনি দেবী-অন্নপূর্ণা || ৬০ গুহ্যবিদ্যা খ্যাত তাঁর বিদ্যার মাঝারে | ৬১ পার্ব্বতী তাঁহার নাম নগেন্দ্র-মন্দিরে || ৬২ ক্ষমাগুণে বিভূষিতা তাই ক্ষমাবতী | ৬৩ পাতালে নাগিনী নামে তাঁহার বসতি || ৬৪ দশভূজা নামে তিনি শ্রীদুর্গারমণী | ৬৫ অষ্টাদশভূজা রূপে দুঃখবিনাশিনী || ৬৬ গঙ্গা নামে জলরূপে বসতি ধরায় | ৬৭ স্বর্গধামে মন্দাকিনী তাঁহাকেই কয় || ৬৮ ভোগবতী নাম তাঁর পাতাল-ভুবনে | ৬৯ সতী নাম হয় তাঁর মহেশ-ভবনে || ৭০ অচিন্তা তাঁহার নাম চিন্তা বিনাশিয়া | ৭১ সুমতি তাঁহার নাম বুদ্ধি বিতরিয়া || ৭২ পুণ্যের আধার তাই নাম পুণ্যালয়া | ৭৩ পীনোন্নতস্তনী স্তন উন্নত বলিয়া || ৭৪ করেতে লেখনি ধরি লেখনি-ধারিণী | ৭৫ হাসিমুখ সদা তাই নাম স্মেরাননী || ৭৬ মহামায়া নামে তিনি মায়ার আধার | ৭৭ গজেন্দ্র গমনা তাই ধীর গতি তাঁর || ৭৮ মধুর বচন তাই মধুর ভাষিণী | ৭৯ নারায়ণ বামে তিনি হন নারায়ণী || ৮০ চন্ডমুন্ড-বধে দেবী চামুন্ডারূপিণী | ৮১ প্রচন্ডা রূপেতে তিনি দানব ঘাতিনী || ৮২ মেঘের বরণে নব নীল ঘনশ্যামা | ৮৩ নীল সরস্বতীরূপে তিনি যে মা উমা || ৮৪ জীবের দুর্গতি নাশি দুর্গতি-হারিণী | ৮৫ কামরূপে তিনি হন কামাখ্যা-বাসিনী || ৮৬ ময়ূর-বাহনে তিনি সাজেন কৌমারী | ৮৭ মুক্তকেশী নাম তাঁর কেশ মুক্ত করি || ৮৮ অট্টহাসা বলে তাঁরে হেরি উচ্চ হাস | ৮৯ পুণ্যশ্লোকা নামে তিনি জগতে প্রকাশ || ৯০ সুন্দর নিয়ম তাঁর তাইত সুনীতি | ৯১ কৈবল্যদায়িনী নাম দানিয়ে মুকতি || ৯২ পরম-ঈশ্বরী তিনি বিদিত ভুবনে | ৯৩ গীতিপ্রিয়া নামে খ্যাত সঙ্গীত-ভবনে || ৯৪ বামদেবী নাম তাঁর জানে সর্ব্বজন | ৯৫ তরুণী নামেতে পূজে যত ভক্তজন || ৯৬ ক্ষোভকরি ক্ষোভহরি তিনি সরস্বতী | ৯৭ ঐশ্বর্য্যশালিনী তাই নাম ভূতিমতী || ৯৮ মন্দ মন্দ হাসি তাই নাম মন্দহাসা | ৯৯ সত্যবতী নাম তাঁর তিনি সর্ব্বভাষা || ১০০ সিংহোপরি চড়ি দেবী শ্রীসিংহবাহিনী | ১০১ থাকিয়া কমলবনে কমলবাসিনী || ১০২ তারাগণ মধ্যে তাঁর নাম অরুন্ধতী | ১০৩ শবাসনা নামে তাঁর শবোপরি স্থিতি || ১০৪ গৌরী নামে বিভাষিত সর্ব্বত্র বিভূতি | ১০৫ শিবকে করিয়া দূত নাম শিবদূতী || ১০৬ সুরগণ মধ্যে তিনি দেবী সুরেশ্বরী | ১০৭ মোক্ষদাত্রী নামে তিনি জগত-ঈশ্বরী || ১০৮ সূচিতে . . .