*
হিন্দু দেব-দেবীদের কবিতায় অষ্টোত্তর শতনাম
শ্রীশ্রীকালীর অষ্টোত্তর শতনাম
শ্রী পশুপতি চট্টোপাধ্যায়, কাব্যবিনোদ কর্তৃক সঙ্কলিত

করালিনী কালী মাগো কৈবল্যদায়িনী | ১
জগদম্বা নামে তুমি বিমুক্তকারিনী || ২
দুঃখনাশ কর বলি হলে দুঃখহরা | ৩
জগতের মাতা তুমি হর মনোহরা || ৪
বিপদে রেখো মা কোলে ওগো হরজায়া | ৫
মায়া বিস্তারিয়া মাগো হলে মহামায়া || ৬
মৃগনেত্র সম বলি কুরঙ্গনয়নী | ৭
রণেতে প্রমত্ত বলি চন্ডী মা জননী || ৮
শঙ্করের জায়া বলি হলে মা শঙ্করী  | ৯
ভব জায়া বলি তুমি ভবানী ঈশ্বরী || ১০
ভীষণ আনন বলি করালবদনী | ১১
দীনহীনে কর দয়া দনুজদলনী || ১২
কৃত্তিবাস হলে মাগো বাগছাল পরি | ১৩
কৃত্তিবাস দারা তাই তুমি মা শঙ্করী || ১৪
পাপ বিনাশিনী কালী নৃমুন্ডমালিনী  | ১৫
অধীনে কর মা দয়া তুমি কাত্যায়নী  || ১৬
কুলকুন্ডলিনী মাগো তুমি মহাসতী | ১৭
ষড়ৈশ্বর্য্যময়ী বলি নাম ভগবতী  || ১৮
জগত-জননী মাগো কালী কপালিনী  | ১৯
কটিতে ঘুঙ্গুর পরি হলে মা কিঙ্কিনী  || ২০
দনুজ দলন করি দনুজদলনী  | ২১
দুর্গতিনাশিনী তুমি দেবী নারায়ণী  || ২২
দুর্গাসুরবধ করি দুর্গা নামে খ্যাতা  | ২৩
ত্রিলোচনী তুমি মাগো জগতের মাতা || ২৪
মুক্তিদান করি তুমি তারা নাম ধর | ২৫
তারিণী নামেতে তুমি জগৎ রক্ষা কর || ২৬
পূর্ণব্রহ্মময়ী তুমি ব্রহ্মসনাতনী  | ২৭
পরমা প্রকৃতি তুমি সৃজনকারিণী  || ২৮
বেদের সৃজন করি হলে বেদমাতা | ২৯
যোগমায়া নামে তুমি ত্রিলোকপালিতা  || ৩০
রুদ্রের ঘরণী বলি হলে রুদ্রজায়া  | ৩১
অম্বিকা নামেতে তুমি হলে মহামায়া  || ৩২
অপর্ণা তুমি মা কালী ত্রিলোকতারিণী  | ৩৩
অন্নপূর্ণা তুমি মাতা ত্রিলোকপালিনী || ৩৪
শঙ্কর কপালে ধরে হলে মহাকালী  | ৩৫
কারণপ্রিয়া মা তুমি করণকারিকা  || ৩৬
এ দীনে কর গো দয়া তুমি মা কালিকা | ৩৭
থাকে না কালের ভয় তোমার শরণে  |
কালক্ষয়-বিনাশিনী তাই লোকে ভণে  || ৩৮
মেঘের বরণ তাই হলে কাদম্বিনী |
কপালকুন্তলা কুন্দকুসুমধারিণী  || ৩৯
জগতের আদি বলি নাম আদ্যাশক্তি |
অভয় চরণে যেন থাকে সদা ভক্তি || ৪০
মহাবিদ্যা মহামায়া তুমি করলিনী  || ৪২
প্রজাপতি মাতা তুমি কালী করালিনী  ||৪
নিজ কায় কোষ বলি হলে মা কৌশিকী  |
তোমার মায়ায় মুগ্ধ জগতের ভৌতিকী  || ৪৩
ময়ূরবাহনে সাজ তুমি মা কৌমারী  | ৪৪
কালিকে কুটিলা দুর্গে তুমি মা কাবেরী  || ৪৫
কালভয় নাশ কর তুমি কালপ্রিয়া |
তোমার অনন্ত লীলা মানব অজ্ঞেয়া || ৪৬
মায়া বিস্তারিয়া মাগো হলে মহামায়া |
বিপদে রেখো মা কোলে ওগো হরজায়া ||৪৭
তপোময়ী তুমি মাতা দানবদলনী |
ত্রিলোচন ত্রাণকর্ত্রী ত্রিলোকপালিনী  || ৪৮
তত্ত্বপরায়নী তুমি সর্ব্বসিদ্ধি দাত্রী  |
জগত-পালন হেতু তুমি জগদ্ধাত্রী  || ৪৯
দানিয়া সারূপ্যমুক্তি হলে নারায়ণী |
ত্রিবলী ধারিণী দুর্গে গুরু নিতম্বিনী || ৫০
ত্রিপুর দলনী দেবী লজ্জাস্বরূপিনী  | ৫১
মহিষ অসুর বধি মহিষমর্দ্দিনী  || ৫২
জয় মাতঃ ত্রিনয়নী ত্রিফল স্বরূপা  |
লম্বোদর -- জননী মাতা তাপিনী অনুপা  || ৫৩
ত্রিলোক পালিনী তুমি সর্ব্বপাপ হরা  |
ত্রিশূলধারিণী কালী অর্দ্ধেন্দুশেখরা || ৫৪
সদাই ষোড়শী তাই হইলে ষোড়শী | ৫৫
অন্নপূর্ণা নামে তুমি থাকো বারানসী  || ৫৬
বরন্যে বরদা সর্ব্বমঙ্গলা শিবানী  |
সর্ব্বেশ্বরী সর্ব্বধাত্রী ত্রিগুণ ধারিণী  || ৫৭
শঙ্করের প্রিয়া তাই নাম ভবদারা | ৫৮
কামাখ্যা কমলা তুমি ভবদুঃখহরা || ৫৯
শান্তিবিধায়িনী তুমি মহারুদ্রপ্রিয়া  |
বধি শুম্ভ-নিশম্ভাদি হইলে অজেয়া || ৬০
কামদাত্রী নামে তুমি কামনা পুরাও | ৬১
মহেশ্বরী নামে তুমি ভববক্ষে রও  || ৬২
কাল কাদম্বরী মাগো রাজ-রাজেশ্বরী |
ত্রিপুর-নাশিনী তুমি ত্রিপুরসুন্দরী  || ৬৩
করুণাক্ষী হলে তুমি বিতরি করুণা |
দীনহীনে কর দয়া অনন্ত-নয়না || ৬৪
ঈশান মহিষী তাই হইতে ঈশানী  | ৬৫
চন্ডমুন্ড বধ করি চামুন্ডারূপিণী  || ৬৬
ত্রিলোকের অধিষ্ঠাত্রী ত্রিলোক-ঈশ্বরী |
ত্রাণকর্ত্রী ত্রিনয়না ত্রিপুরাসুন্দরী  || ৬৭
তুমি ক্ষুদা তুমি তৃষ্ণা বুদ্ধি স্বরূপিণী  | ৬৮
সত্ত্ব রজঃ তমঃ ইতি ত্রিগুণধারিণী  || ৬৯
সাবিত্রী তুমি মা তারা মুক্তিবিধায়িণী  |
শোক দুঃখ বিনাশিনী তুমি মা সর্ব্বানী  || ৭০
অশিবনাশিনী কালী দুর্গতিনাশিনী  |
ভগবতী সুরেশ্বরী অসুরঘাতিনী  || ৭১
সহস্রাক্ষী সপ্তসতী শঙ্করী-ঈশ্বরী | ৭২
বিদ্যাদাত্রী সুখপ্রদা তুমি শাকম্ভরী  || ৭৩
শবোপরি উপবিষ্টা সরোজ বাসিনী  |
ভূতপ্রেত সঙ্গিনী মা শ্মশান বাসিনী || ৭৪
ধর্ম্ম-অর্থ-কাম মোক্ষফল-বিধায়িনী |
তুমি মা কালীকে দুর্গে শ্রীকৃষ্ণ-জননী || ৭৫
অসুরাদি বধে দেবী রণ উন্মাদিনী |
সহস্রলোচনী তারা দেবেন্দ্র জননী || ৭৬
কর মা করুণা দীনে দনুজদলনী |
সুভগা সুমুখী শিবা তুমি ত্রিলাচনী  || ৭৭
কলুষনাশিনী তুমি তারা মুকতিদায়িনী |
সুবচনী তুমি তারা মোচনকারিণী  || ৭৮
ধনদাত্রী ধনহারা ধর্ম্ম বিধায়িনী  | ৭৯
বগলা তুমি মা তারা সুবুদ্ধিদায়িনী  || ৮০
মাতঙ্গী তুমি মা তারা ত্রিলোকপালিনী | ৮১
বিশ্বময়ী মহেশ্বরী মলয়বাহিনী  || ৮২
ক্ষীণোদর বলি মাগো বলে মন্দোদরী  |
দীনহীনে কর কৃপা তুমি মহেশ্বরী  || ৮৩
মধু আর কৈটভেরে করিয়া সংহার |
মধুকৈটভনাশিনী নাম যে তোমার || ৮৪
লক্ষ্মীস্বরূপিনী তুমি, তুমি মা কমলা |
কুরুকুল্লা কপালিনী তুমি মা চঞ্চলা  || ৮৫
বয়সে কিশোর সদা তাই মা কিশোরী |
পীনোন্নত পয়োধরা কুমারী শঙ্করী  || ৮৬
গিরিরাজসূতা সতী কৈলাসবাসিনী | ৮৭
কল্যাণদায়িনী সদা তাই মা কল্যাণী || ৮৮
গনেশ-জননী তুমি গিরিশ-নন্দিনী  | ৮৯
হরমনোহরা রমা গিরীশমোহিনী || ৯০
শারদা শরতপ্রিয়া শিব সনাতনী  | ৯১
বসুন্ধরা জগন্মাতা বরদা বারুণী  || ৯২
বিশ্বমাতা বিশ্বময়ী তুমি এলোকেশী  | ৯৩
অ-কিঞ্চনে কর দয়া ওগো ব্যোমকেশী  || ৯৪
বহু রূপ ধর বলি মা তুমি বহুরূপিনী |
রণেতে দুর্জ্জয় মাগো দৈত্য বিনাশিনী  || ৯৫
ভিক্ষুক-গৃহিনী সাজ তাই মা ভিক্ষুকী | ৯৬
ত্রিনয়নী মুক্তকেশী ভারতী কৌশিকী  || ৯৭
সৃষ্টিসংহারিণী কালী তুমি ছত্রেশ্বরী  |
প্রলয়ে কর মা সৃষ্টি তুমি মহেশ্বরী || ৯৮
নিজ মুন্ড করি ছিন্ন হলে ছিন্নমস্তা |
কাতরে অভয়দানে হও ব্যগ্রহস্তা  || ৯৯
ছলনা করিয়ে তুমি হলে ছলবতী  |
গিরিরাজ-সুতা তুমি দেবী হৈমবতী || ১০০
শ্রীফলী তোমার নাম ধাত্রীফলপ্রিয়া | ১০১
শ্রীনিকেতনী নামেতে হলে বিষ্ণুপ্রিয়া || ১০২
ধূসর বরণে তুমি হও ধূমাবতী  |
মহাবিদ্যা রূপেভেদে তুমি মহাসতী  || ১০৩
ধূম্রাক্ষনাশিনী তুমি হরের মোহিনী  |
দীনহীনে কর দয়া তুমি নারায়ণী  || ১০৪
ধানসী ধরিত্রী দেবী তুমি কাত্যায়নী  | ১০৫
হরমনোহরা রমা ধূর্জ্জটিমোহিনী || ১০৬
গনেশ জননী তুমি গিরিশ নন্দিনী | ১০৭
হর মনোহরা রমা গিরীশ মোহিনী  || ১০৮                                         
সূচিতে . . .   


অষ্টোত্তর শতনাম হল সমাপন |
আনন্দেতে কালীস্ত্ততি কর সর্বজন ||
ভক্তিভাবে এই নাম যে করে পঠন |
ধনরত্নে তার গৃহ হইবে পূরণ  ||
অনন্ত মহিমাময় কালী শতনাম  |
শ্রবণে পঠনে হয় নির্ধনের ধন ||
অন্তিমে কালীর পদ পায় সেই জন ||

.          ********************  

.                                                                                   
সূচিতে . . .   


মিলনসাগর