কবি আবু সয়ীদ আইয়ুবের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
দুনিয়ার এই ভয়ানক উজাড় মজলিসে প্রদীপের মতো আমি        
ঘর গড়ে আর নগর উজাড় করে যে-প্রেম তাতেই অস্তিত্বের উজ্জ্বলতা      
সর্বনাশের স্ফুলিঙ্গ তুমি, মানুষের ঘর উজাড় করতে একাই কম কিসে?      
খুশীর কাছে কি আছে ক্ষেতের উপর যদি একশ’বারও মেঘ আসে     
আমি কী এমন জ্ঞানী ছিলাম, কোন্ গুণেই-বা সেরা ছিলাম      
আকাশের দিকে তাকালেই তার কথাই মনে আসে, আসাদ      
প্রেমের নিষ্ঠুরতাকে ভয় করি না, কিন্তু আসাদ     
সে-মিলন আর সে-বিচ্ছেদ কোথায় ?      
পেয়েছিলাম বিশেষ একজনের রূপের ধ্যানে      
আপনার উদাসীনতা সকল সীমা ছাড়িয়ে গেছে     
প্রেমের উপর জোর খাটে না ; এ সেই আগুন, গালিব     
হে ঈশ্বর, তিনি বোঝেননি, বুঝবেনও না আমার কথা        
আহত চোখের নৈরাশ্যের মহিমা জানে না আকাশ       
প্রতি পদক্ষেপে গন্তব্যের সুদূরতা আমার কাছে স্পষ্টতর হ’য়ে উঠছে       
বাঁচা মরার ভেদ থাকে না প্রেমে     
গালিব, তোমার দুঃখের কথা সব শুনিয়ে তো দেবো     
বাসনার নিত্য নব রঙের দর্শক আমি       
সব সম্পর্ক ছিন্ন কোরো না, বন্ধু     
মন তার পেয়েই যেতে, গ়ালিব     
কতোকাল হ’লো গালিব মারা গেছে, তবু মনে পড়ে        


মিলনসাগর
১।
২।
৩।
৪।
৫।

৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
মির্জ়া গ়ালিবের গজ়ল থেকে নেওয়া শের এর অনুবাদ