কবি রমেন্দ্রকুমার আচার্যচৌধুরী – অবিভক্ত বাংলার ময়মনসিংহ জেলার মুক্তাগাছা গ্রামে
জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে প্রথম স্থান নিয়ে
উত্তীর্ণ হন।

কবি অধ্যাপনা করেছেন কলকাতার আশুতোষ কলেজ, দেশবন্ধু গার্লস কলেজ সহ বিভিন্ন সরকারী কলেজে।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “আরশি নগর” (১৯৬১), “তিনজন কবি” প্রভৃতি। তিনি “ব্রহ্মা ও
পুঁতির মউরি” (১৯৮৫) কাব্যগ্রন্থের জন্য ১৯৮৭ সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন।


আমরা
মিলনসাগরে  কবি রমেন্দ্রকুমার আচার্যচৌধুরীর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে
পারলে এই প্রচেষ্টার সার্থকতা।


উত্স – শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্য সঙ্গী, ২০০৩.
.         অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, বাংলা কবিতা সমুচ্চয় ২, ১৯৯৩       

 
কবি রমেন্দ্রকুমার আচার্যচৌধুরীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।    


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ৩০.১১.২০১৩  

...