বিপরীত পথে হাঁটি কবি আনজু বানু ( নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত দামিনী কাব্য সংকলন থেকে নেওয়া )
কিছু বলার ছিল, বলব ব’লে মুখ খুলতেই কলার চেপে ধরল নাট্যকারের হাত। তারপর আমার চেতনার মাটিতে একটি মরুভূমির মঞ্চ সাজিয়ে বলল এসো তোমার স্বপ্নময় চোখে ধুতরোর মতো আদিম ফুল ফোটাই। ব্যর্থ হয়ে কিছু ছিঁড়ে কিছু উড়িয়ে এবশেষে তর্জনি দেখিয়ে বলল এইভাবে সন্তুষ্ট থাকতে হয়।
কোথাও যাওয়ার ছিল, যাবার জন্য পা বাড়াতেই ঠিকাদার এসে সমীহ করে বলল মা ঠাকুরুনরা যেখানে কাঁথা বিছিয়ে শুতেন সেখানেই বিছানা পাতা দরকার।
মূর্খ নাট্যকারের ভুল অঙ্কের মঞ্চ দেখে সেই শিক্ষায়, ঠিকাদারকে অমান্যকরে ছুটে চলেছি গন্তব্যের দিকে।