কবি আনজু বানু  – জন্মগ্রহণ করেন মেদিনীপুরের কোলাঘাটের রূপনারায়ণ তীরবর্তী বাবুয়া গ্রামে।

তাঁর প্রকাশিত গল্পগ্রন্থের মধ্যে রয়েছে “হৃদয় ছাপিয়ে”, “অবেলার ঘুম” প্রভৃতি। তাঁর প্রবন্ধ গ্রন্থ “ছড়িয়ে ও
কুড়িয়ে যখন যেমন”।

তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “বরফের পুতুল”, “ঘরানার মুখে কান্তি”, “বিপন্ন এই সময়ের ঘুম”, “অন্তরালে”,
“সূর্য পতনের শব্দ”, “শুধু তোমারই জন্য” প্রভৃতি। তাঁর একশ আটটি কবিতা রাজস্থানী ভাষায় অনুদিত
হয়েছে “মাহারী কবিতামা” নামে।

আমরা
মিলনসাগরে  কবি আনজু বানু-র কবিতা তুলে আনন্দিত।


কবি আনজু বানু-র মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


উত্স - নমিতা চৌধুরীঅনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত, মহিলা কবিদের বাংলা কবিতার সংকলন
.        “দামিনি ১৪০০ – ২০০০”।   

আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রকাশ - ২৯.৬.২০১৪
...