কবি অদ্বৈত মল্লবর্মণ-এর কবিতা |
ত্রিপুরা লক্ষ্মী কবি অদ্বৈত মল্লবর্মণ কবিতীর্থ পত্রিকা, বৈশাখ ১৪২১ সংখ্যা বড় দুঃখী, শোক তপ্ত, বড় ভাগ্য হারা সন্তপ্ত পরাণ ; তুই না চাহিলে ফিরে কে এদের করিবে জননী স্নেহভরে কৃপাদৃষ্টি দান ? অনশনে, অর্ধাশনে জীর্ণ-শীর্ণ কঙ্কালের মত রয়েছে পড়িয়া, নাহি মা প্রাণের সাড়া, নাহি উত্সবের ধারা প্রাণে আছে যেন মরমে মরিয়া। বুকগুলো ধুঁকিতেছে, মুখগুলো ব্যথায় মলিন বলহীন দেহ তোর ছেলে দুঃখে মরে তুই না চাহিলে ফিরে মাগো অন্য কেহ করিবে কি স্নেহ ? সবাই জুড়িছে তর্ক বড় বড় কথা নিয়া হায় কয় বড় কথা ছোট ছোট প্রাণগুলো মৃতিযু মোহ তন্দ্রাতে বিলীন, কে বুঝিবে ব্যথা ? দিন যায় মাস যায়, বর্ষ যায়---এক এক করি হয় অবসান, দুঃখ দুর্ভিক্ষের বোঝা দিনে দিনে হয়ে ওঠে ভারি জ্বলে চিতা দাবাগ্নি সমান। . ****************** . সূচিতে . . . মিলনসাগর |