শুশুক
কবি অদ্বৈত মল্লবর্মণ
কবিতীর্থ পত্রিকা, বৈশাখ ১৪২১ সংখ্যা

অগাধ জলের তলে সঞ্চরি’ ফিরে গো,
কভু চলে উচ্ছাসে, তভু চলে ধীরে গো,
.        ভোঁস করে ভেসে উঠে
.        নিঃশ্বাস ছাড়ে সে,
মসৃণ কালো রূপ অতলের কালিমায়
মিশে হয় একাকার, কিছুই না ধরা যায়,
.        দূরে দূরে থাকে সদা
.        ঘেষে নাক পাড়ে সে।

অগাধ মানব স্রোত বিচারিয়া ফিরে সে
কভু চলে ডাঙ্গায়, কভু চলে নীরে সে,
.        হাজারের ট্যাঁক কেটে
.        ট্যাঁকে গুঁজে মারে ডুব
গোপনের কালিমায় লুকিয়ে সে চলে গো,
মসৃণ দেহে কোনো দাগ নাহি জ্বলে গো,
.        মানুষের স্রোতে মিশে
.        তলাইতে পারে খুব।

.           ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
কবি অদ্বৈত মল্লবর্মণ-এর কবিতা
*
যোদ্ধার গান
কবি অদ্বৈত মল্লবর্মণ
কবিতীর্থ পত্রিকা, বৈশাখ ১৪২১ সংখ্যা
( ত্রয়োদশ শতাব্দীর একটি আরবি কবিতার অনুবাদ )

করুণায় আর গৌরবে সুমহান
আল্লা ব্যতীত কারো কাছে নুয়াইনি কভু শির---
উপলাকীর্ণ বন্ধুর পথে ধরি কর-অঙুলি
চালায়েছে মোরে চিরবিজয়ের পথে---
দিয়েছে আমায় সম্পদ রাশি, দিয়েছে সিংহাসন,
হস্তে দিয়েছে বিজয়ীর তরবারি।

অজানা দেশেতে আমারে, জানার গৌরব দিয়াছেন,
মোর রাজচ্ব-ছায়া দিয়ে তিনি ধরারে ঢাকিয়াছেন
অজ্ঞাত ছিনু, অখ্যাত ছিনু, তাঁহাকি মেহেরবাণী
দিকে দিকে মোরে বিজয় দিয়েছে আনি।

তার শত্রুরা পতঙ্গসম পলাইয়া গেল
মোর সম্মুখ হতে।
তিনি চাহিয়াছিলেন করুণা করিতে, নিলো না সে দান তারা
জাহান্নামের চির তমসায় সব শয়তানী সহ
বিরাম লভিল তারা।

আমরা লভেছি বীরের মৃত্যু,
আমরা শুয়েছি বীর-শয্যার সমর অঙ্গনেতে।
তিনি আমাদের ঠাঁই করেছেন তৃণ পুলকিত
চির সবুজের দেশে
মধুগন্ধী সে শাশ্বত নদী কূলে।

.           ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
ত্রিপুরা লক্ষ্মী
কবি অদ্বৈত মল্লবর্মণ
কবিতীর্থ পত্রিকা, বৈশাখ ১৪২১ সংখ্যা

বড় দুঃখী, শোক তপ্ত,                           বড় ভাগ্য হারা
সন্তপ্ত পরাণ ;
তুই না চাহিলে ফিরে                   কে এদের করিবে জননী
স্নেহভরে কৃপাদৃষ্টি দান ?
অনশনে, অর্ধাশনে                        জীর্ণ-শীর্ণ কঙ্কালের মত
রয়েছে পড়িয়া,
নাহি মা প্রাণের সাড়া,                        নাহি উত্সবের ধারা
প্রাণে আছে যেন মরমে মরিয়া।
বুকগুলো ধুঁকিতেছে,                      মুখগুলো ব্যথায় মলিন
বলহীন দেহ
তোর ছেলে দুঃখে মরে                      তুই না চাহিলে ফিরে
মাগো অন্য কেহ করিবে কি স্নেহ ?
সবাই জুড়িছে তর্ক                        বড় বড় কথা নিয়া হায়
কয় বড় কথা
ছোট ছোট প্রাণগুলো                মৃতিযু মোহ তন্দ্রাতে বিলীন,
কে বুঝিবে ব্যথা ?
দিন যায় মাস যায়,                      বর্ষ যায়---এক এক করি
হয় অবসান,
দুঃখ দুর্ভিক্ষের বোঝা                দিনে দিনে হয়ে ওঠে ভারি
জ্বলে চিতা দাবাগ্নি সমান।

.        ******************          
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
তমালেরি ডালে বসি কোকিলায় কি বলে রে
কবি অদ্বৈত মল্লবর্মণের গান
দেবাশিস চক্রবর্তীর অদ্বৈত মল্লবর্মণ প্রবন্ধ থেকে নেওয়া,
কবিতীর্থ পত্রিকা, বৈশাখ ১৪২১ সংখ্যা


তমালেরি ডালে বসি কোকিলায় কি বলে রে।
কোকিলায় কি বলে শ্যাম বেইমানে, কি বলে রে।
টিয়া পাললাম, শালিক পাললাম
আরো পাললাম ময়নারে।
সোনামুখী দোয়েল পাললাম,
আমার কথা কয় না রে।

.        ******************          
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*