কবি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কবিতা যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
|
আট নম্বর ঘোড়া করে যুদ্ধ তদারকি
. একটা গল্প বলি---
আঁধার রাতে ঝরঝর ঝরে সাতটা ঘোড়ার রক্ত
আট নম্বর পতাকা বয় রাজার ভীষণ ভক্ত
জোর সে লড়ো জোর সে লড়ো জোর সে লড়ো
টগবগ টগবগ টগবগ টগবগ --
ভোর হবার আগে রাজার যুদ্ধ জেতা চাই
রাজা বাঁচলে সবাই বাঁচবে ভরসা একটাই
. নয়তো জীবন যাবে |
যুদ্ধ জেতা হলে পরে হবে কানাকানি
আট নম্বর ঘোড়া পাবে অনেক দানাপানি
. একটা গল্প বলি--
সাতটা ঘোড়ার দানাপানি এক জাগাতে জড়ো
রাইফেল হাতে একটি ঘোড়া
. সাতজনার চেয়ে বড়ো |
. ******************
. উপরে
মিলনসাগর
একটা গল্প বলি শোনো
মূল : বের্টোল্ট ব্রেখ্ ট
অনুবাদ ও সুর : অজিতেশ বন্দ্যোপাধ্যায়
এ শিক্ষা সবাই পেয়েছি
আমরা তাই বাসে ট্রামে আলোয় রঙে
অনেক সময়েই একা ঘর তৈরি করি
আর ডাক শুনেই সভয়ে দৌড়ে চলে আসি
উঠোনে সবার উঠোনে।
. ******************
. উপরে
মিলনসাগর
ট্রামে ট্রামে আলো জ্বালায়
অদৃশ্য কার হাত
চান করেছ টিপ পরেছ
গায়ে দিয়েছ শাড়ী
আবার তোমার সঙ্গে যাব
অচিন কথার বাড়ী।
শ্রাদাম-সুদাম শুনতে শুনতে
ছ-পন কড়ি গুনতে গুনতে
পৌঁছে যাব অবলীলায়
জীবননদীর পাড়ে॥
. ******************
. উপরে
মিলনসাগর
থাকি গহীন্ রাতে
বুক ভেসে যায় বন্ধু আমার
আঁখির ধারাপাতে
আমি যাব গো যাব হে বন্ধু
যাব তোমার সাথে॥
. ******************
. উপরে
মিলনসাগর
আলাদা ঘর
কবি অজিতেশ বন্দ্যোপাধ্যায়
১১.১.১৯৭০
(সৌজন্যে রোববার, প্রতিদিন, ৩.১১.২০১৩ এবং নাট্যশোধ সংস্থা )
আমাদের প্রত্যেকের আলাদা আলাদা ঘর দরকার
এখনো অনেক
কবি অজিতেশ বন্দ্যোপাধ্যায়
(সৌজন্যে রোববার, প্রতিদিন, ৩.১১.২০১৩ এবং নাট্যশোধ সংস্থা )
(ক)
এখনো অনেক জমানো কথা
জড়িয়ে আছে গায়
শাড়ীর ভাঁজে বুকের কাছে
আধবলা সব কথা
সে-সব কথা শুনতে শুনতে
ছ-পন কড়ি গুনতে গুনতে
একদিন আমি যাব বন্ধু
কবি অজিতেশ বন্দ্যোপাধ্যায়
“পাপ পুণ্য” নাটকের গান
(সৌজন্যে রোববার, প্রতিদিন, ৩.১১.২০১৩ এবং নাট্যশোধ সংস্থা )
একদিন আমি যাব বন্ধু