মা ষষ্ঠী কবি অখিল নিয়োগী (স্বপন বুড়ো) মা ষষ্ঠীর ছেলেমেয়ে ষাট্ ষাট্ ষাট্! তোমার পায়ে গড় করে মা--- বসতে দেবো খাট! বেড়াল বাছা ষষ্ঠী মাগো--- ধনে মানে সুখে রাখো মোদের যতেক নাতনী-নাতি পাবে রাজ্যপাট--- ও জননী, কৃপা করো, ক্ষমো মোদের ঘাট্! মা ষষ্ঠীর ছেলেমেয়ে ষাট্ ষাট্ ষাট্! . ********************** . সূচীতে . . . মিলনসাগর |
কবি অখিল নিয়োগীর (স্বপনবুড়ো) কবিতা ও ছড়া |