কবি অখিল নিয়োগী – প্রখ্যাত শিশুসাহিত্যিক “স্বপন বুড়ো” ছদ্মনামেও পরিচিত ছিলেন। তাঁর পুরো
নাম অখিলবন্ধু নিয়োগী। কবি জন্মগ্রহণ করেন অধুনা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের টাঙ্গাইল জেলার
সাঁকরাইল গ্রামে। পিতা গোবিন্দচন্দ্র নিয়োগী, পেশায় টাঙ্গাইল জেলার বিন্দুবাসিনী হাই স্কুলের প্রধান শিক্ষক
ছিলেন এবং মাতা ভবতারিণী দেবী ।

কবি কলকাতার স্কটিশচার্চ কলজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক ও সিটি কলেজ থেকে আই. এসসি. পরীক্ষায় উত্তীর্ণ
হয়ে সরকারি আর্ট কলেজে ভর্তি হন।

কবি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাস করে কর্মাশিয়াল আর্টিস্ট হিসাবে নিজের কর্মজীবন আরম্ভ করেন।
আর্ট কলেজে ছাত্র থাকাকালীন তিনি "আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটি" প্রতিষ্ঠা ও সম্পাদনা করেন।

শিল্পী কবি অখিল নিয়োগী, বাংলা ছায়াছবির জগতে অঙ্কনশিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন এবং পরে তিনি
গীতিকার, চিত্রনাট্যকার, নির্দেশক ও অভিনেতার ভুমিকায় পরিচিতি লাভ করেন।

যুগান্তর পত্রিকায় শিশুদের জন্য “ছোটদের পাততাড়ি”-র পরিচালক ছিলেন। ক্ষিতিশচন্দ্র ভট্টাচার্যের সঙ্গে
তিনি “মাসপয়লা” (১৯২৯) নামক একটি শিশুসাহিত্য পত্রিকাও সম্পাদনা করেছেন।

১৯৫৭ সালে তাঁর পরিচালনায় শুরু হয় শিশুদের সুন্দর মানসিক, শারীরিক ও সাংস্কৃতিক গঠনের জন্য, “সব
পেয়েছির আসর”। তাঁর কথায়, এ হল ‘মানুষ গড়ার কারখানা’। শুরুতে নাচ, গান, কবিতা, ব্রতচারী নৃত্য
ইত্যাদিতে ভরা থাকত ছোটদের এই আসর।  প্রথম দিকে আসর বসত কলকাতার শোভাবাজার  
রাজবাড়িতে। পরে এর নানা শাখা কলকাতার গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। ২০০৩-০৪-এ
জাতীয় পুরস্কারে সম্মানিত হয় এই সব পেয়েছির আসর।

১৯৩৬ সালে, বঙ্কিমচন্দ্রের কাহিনী অবলম্বনে, কানন দেবী অভিনীত ছায়াছবি “বিষবৃক্ষ”-এর গানগুলি রচনা
করেছিলেন অখিল নিয়োগী। ১৯৩৪ সালে প্রফুল্ল রায় নির্মিত, ধীরাজ ভট্টাচার্য (লখিন্দর), অহীন্দ্র চৌধুরী (চাঁদ
সদাগর), শেফালিকা দেবী (বেহুলা) অভিনীত, মন্মথ রায়ের কাহিনী অবলম্বনে “চাঁদ সদাগর” চলচ্চিত্রের
সম্পাদনা করেন অখিল নিয়োগী।

( এই অখিল নিয়োগীও কি স্বপন বুড়ো? তাঁর সিনেমার জগতের সঙ্গে যোগাযোগের তথ্য সম্বন্ধে সঠিক জানা
থাকলে আমাদের জানান
। আমাদের এই আবেদনে সাড়া দিয়ে শ্রীধীমান সাহা (+৯১৮৩৩৬৯৩৬০৩৫) এবং
শ্রীমতী মমতা সাহা কবির একটি বিস্তৃত এবং তথ্য-সমৃদ্ধ জীবনী লিখে পাঠিয়েছেন। আমরা কবির
পরিচিতির পাতায় সেই আলেখ্য থেকে নানা তথ্য সংযোজন করেছি। তাঁদের পাঠানো কবির জীবন সম্বন্ধে
আলেখ্যটি পড়তে এখানে ক্লিক করুন . . .। )

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় পশ্চিমবঙ্গ সরকারের প্রযোজনায় শ্রীনিকেতনের উপর যে তথ্যচিত্র
তৈরী হয়, কবি সেই তথ্যচিত্রের চিত্রনাট্য লিখেছিলেন। "মুক্তির বন্ধনে" ছায়াছবির তিনি পরিচালনা
করেছিলেন।


তাঁর রচনার মধ্যে রয়েছে "হাসির হল্লা", "দেশে দেশে মোর ঘর আছে", "বাবুই বাসা বোর্ডিং", "বেপরোয়া"
(১৯২৮), "সাত সমুদ্র তেরো নদীর পারে", "ভুতের গল্প" (১৯৩১), "রূপকথা" (১৯৩৩), "অ্যাডভেঞ্চার" (১৯৫১),
"গল্প সঞ্চয়ন", "বনপলাশীর ক্ষুদে ডাকাত", "বাস্তুহারা", "পঙ্ক থেকে পদ্ম জাগে", "ধন্যি ছেলে", "কিশোর
অভিযান", "ভুতুরে দেশ", "খেলার সাথী" প্রভৃতি। তাঁর কবিতা বিভিন্ন পত্র পত্রিকা ও ছড়ার বইতে প্রকাশিত
হয়েছে।

তাঁর সম্পাদিত পত্রিকার মধ্যে রয়েছে ১৯২৯ সালে প্রকাশিত, শিশুসাহিত্যিক ক্ষিতীশচন্দ্র ভট্টাচার্যের
সহযোগিতায় শিশুদের জন্য পত্রিকা "মাসপয়লা"।

১৯৫২ সালে আন্তর্জাতিক শিশুরক্ষা সমিতির আমন্ত্রণে কবি ভিয়েনা গমন করেন এবং ভিয়েনা থেকে
প্রত্যাবর্তন করে তিনি "সাত সমুদ্র তেরো নদীর পাড়ে" নামে যে গ্রন্থটি রচনা করেন তাতেই সর্বপ্রথম
নেতাজির স্ত্রী ও কন্যার কথা জানা যায়।

কবি বিদ্যাসাগর পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

আমরা
মিলনসাগরে  কবি অখিল নিয়োগীর (স্বপনবুড়ো) কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে
পারলে এই প্রচেষ্টার সার্থকতা।
সিনেমার অখিল নিয়োগীও কি স্বপন বুড়ো? তাঁর সিনেমার জগতের সঙ্গে যোগাযোগের তথ্য সম্বন্ধে সঠিক জানা থাকলে আমাদের
জানান
। আমাদের এই আবেদনে সাড়া দিয়ে শ্রীধীমান সাহা (+৯১৮৩৩৬৯৩৬০৩৫) এবং শ্রীমতী মমতা সাহা, কবির একটি বিস্তৃত
এবং তথ্য-সমৃদ্ধ জীবনী লিখে পাঠিয়েছেন। আমরা কবির পরিচিতির পাতায় সেই আলেখ্য থেকে নানা তথ্য সংযোজন করেছি।
এই
কারণে আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।
তাঁদের পাঠানো কবির জীবন সম্বন্ধে আলেখ্যটি পড়তে এখানে ক্লিক করুন . . .

ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ পাতার উপরে . . .  

সিনেমার অখিল নিয়োগীও কি স্বপন বুড়ো? তাঁর সিনেমার জগতের সঙ্গে যোগাযোগের তথ্য সম্বন্ধে সঠিক জানা থাকলে আমাদের
জানান
। আমাদের এই আবেদনে সাড়া দিয়ে শ্রীধীমান সাহা (+৯১৮৩৩৬৯৩৬০৩৫) এবং শ্রীমতী মমতা সাহা, কবির একটি বিস্তৃত
এবং তথ্য-সমৃদ্ধ জীবনী লিখে পাঠিয়েছেন। আমরা কবির পরিচিতির পাতায় সেই আলেখ্য থেকে নানা তথ্য সংযোজন করেছি

এই কারণে আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।

শ্রী ধীমান সাহা এবং শ্রীমতী মমতা সাহার পাঠানো
কবি অখিলবন্ধু নিয়োগী সম্বন্ধে আলেখ্য . . .                           পাতার উপরে . . .  

বাংলা সাহিত্যে শিশুসাহিত্যিক হিসাবে বিশেষভাবে সমাদৃত হয়ে আছেন অখিলবন্ধু নিয়োগী , বাংলার  
পাঠকমহলে যিনি " স্বপনবুড়ো " নামে অধিক পরিচিত । অখিলবন্ধু নিয়োগী
1945 সাল থেকে দৈনিক "
যুগান্তর " পত্রিকায় " ছোটদের পাততাড়ি " বিভাগ পরিচালনা করে জনপ্রিয়তা অর্জন করেন । অখিলবন্ধু
নিয়োগী " স্বপনবুড়ো " নামে ছোটদের জন্য সঙ্গীত রচনা করতেন এবং পরবর্তীকালে তিনি এই নামেই  
পরিচিতি লাভ করেন । অখিলবন্ধু নিয়োগী
1902 সালে অক্টোবরের 25 তারিখে অধুনা বাংলাদেশের
ময়মনসিংহ বিভাগের টাঙ্গাইল জেলার সাঁকরাইল গ্রামে ভুমিষ্ঠ হলেও বর্তমান ভারতবর্ষের অন্তর্গত  
পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতায় বিদ্যাশিক্ষা করেন । এই শ্রদ্ধেয় শিশুসাহিত্যিকের পিতার নাম
গোবিন্দচন্দ্র নিয়োগী , ইনি পেশায় টাঙ্গাইল জেলার অন্তর্ভুক্ত বিন্দুবাসিনী হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন
এবং মাতার নাম ভবতারিণী দেবী । এই মান্যবর শিশুসাহিত্যিক কলকাতা শহরে অবস্থিত স্কটিশচার্চ
কলজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক , সিটি কলেজ থেকে আই. এসসি. পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি আর্ট কলেজে
ভর্তি হন এবং আর্ট কলেজ থেকে পাস করে কর্মাশিয়াল আর্টিস্ট হিসাবে নিজের কর্মজীবন আরম্ভ করেন ।
আর্ট কলেজে ছাত্র থাকাকালীন এই পূজনীয় শিশুসাহিত্যিক " আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটি " প্রতিষ্ঠা ও
সম্পাদনা করেন । এই সম্মাননীয় শিশুসাহিত্যিক বাংলা ছায়াছবির জগতে অঙ্কনশিল্পী হিসাবে আত্মপ্রকাশ
করেন এবং পরে তিনি গীতিকার , চিত্রনাট্যকার , নির্দেশক ও অভিনেতার ভুমিকায় নিজের দায়িত্ব  
যথাযথভাবে পালন করেন । রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় পশ্চিমবঙ্গ সরকারের প্রযোজনায় শ্রীনিকেতনের
উপর যে তথ্যচিত্র তৈরী হয় , সেই তথ্যচিত্রের চিত্রনাট্যকার ছিলেন এই খ্যাতনামা শিশুসাহিত্যিক এবং  
তিনি " মুক্তির বন্ধনে " ছায়াছবিটির পরিচালকও ছিলেন । " ছোটদের পাততাড়ি " বিভাগ জনপ্রিয় হওয়ার
সুবাদে এই আদরণীয় শিশুসাহিত্যিক
1957 সালে শিশুদের শারীরিক , সংস্কৃতিমান ও সুন্দরভাবে মানসিক
বিকাশের জন্য " সব পেয়েছির আসর " নামে একটি প্রতিষ্ঠান গঠন করেন এবং
2003-2004 সালে এই " সব
পেয়েছির আসর " জাতীয় পুরস্কারের সম্মান লাভ করে ।
1929 সালে এই জনপ্রিয় শিশুসাহিত্যিক  
ক্ষিতীশচন্দ্র ভট্টাচার্যের সহযোগিতায় শিশুদের জন্য পত্রিকা " মাসপয়লা " সম্পাদনা করেন । বাংলা  
সাহিত্যজগতে  উপন্যাস রচনা করে আত্মপ্রকাশ করেন এই বরণীয় শিশুসাহিত্যিক এবং আর্ট কলেজে ভর্তি
হওয়ার সময় " শিশুসাথী " পত্রিকায় তার রচিত উপন্যাস " বেপরোয়া " ধারাবাহিকভাবে প্রকাশিত হতে
থাকে । এই  প্রথিতযশা শিশুসাহিত্যিক প্রচুর গ্রন্থ রচনা করেছেন , তার মধ্যে উল্লেখযোগ্য হল -- বেপরোয়া
(1928), ভূতের গল্প (1931) , রূপকথা (1933) , অ্যাডভেঞ্চার (1951) , বাবুইবাসা বোডিং , বনপলাশীর ক্ষুদে
ডাকাত,  বাস্তুহারা , সাত সমুদ্র তেরো নদীর পাড়ে , পঙ্ক থেকে পদ্ম জাগে , ধন্যি ছেলে , কিশোর অভিযান ,
ভুতুরে দেশ , খেলার সাথী প্রভৃতি । এই স্বনামধন্য শিশুসাহিত্যিক
1952 সালে আন্তর্জাতিক  শিশুরক্ষা  
সমিতির  আমন্ত্রণে ভিয়েনা গমন করেন এবং ভিয়েনা থেকে প্রত্যাবর্তন করে তিনি " সাত সমুদ্র  তেরো  
নদীর পাড়ে " নামে যে গ্রন্থটি রচনা করেন তাতেই সর্বপ্রথম নেতাজির স্ত্রী ও কন্যার কথা জানা যায় ।
1993
ফেব্রুয়ারি  মাসের
21 তারিখে এই মহামান্য শিশুসাহিত্যিকের তিরোধান হয় । DHIMAN SAHA 8336936035  

ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ  পাতার উপরে . . .  





উত্স – ধীমান সাহা (
+৯১৮৩৩৬৯৩৬০৩৫) ও মমতা সাহার পাঠানো কবি অখিলবন্ধু নিয়োগী সম্বন্ধে আলেখ্য।
.        
শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্য সঙ্গী, ২০০৩।
.        
কাননদেবী.কম       
.        
ইউটিউবে সব পেয়েছির আসরের ওয়েবসাইট       
.        
আনন্দবাজার পত্রিকা       
.        
অর্কুট     


কবি অখিল নিয়োগীর (স্বপনবুড়ো) মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ১৩.৮.২০১৩।
কবির ছবি সহ পরিবর্ধিত পাতা - ১০.৯.২০১৬।
৫টি নতুন কবিতা সহ ধীমান সাহা ও মমতা সাহার, কবি অখিলবন্ধু নিয়োগী সম্বন্ধে আলেখ্যর সংযোজন - ২৯.৯.২০১৯।

...
*