কবি অক্ষয়কুমার বড়াল - কলকাতার চোরবাগান অঞ্চলের ১৬ শ্রীনাথ রায় লেনের এক সুবর্ণ বণিক
পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা কালীচরণ বড়াল ও মাতা রাণীবালা। অক্ষয়কুমারের পিতামহ অদ্বৈতচরণ
বড়ালের আদি নিবাস ছিল চন্দননগর।

কলকাতার বিখ্যাত হেয়ার স্কুলে পাঠাভ্যাস শুরু হলেও অক্ষয়কুমারের প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশিদূর অগ্রসর
হয় নি। তা না হলেও, আমৃত্যু তাঁর পাঠানুরাগ ছিল অব্যাহত। নিজের চেষ্টায় তিনি অনেক বিষয় আত্মস্থ
করেছিলেন। কবি প্রমথ চৌধুরীর ভাষায় তিনি যথার্থ অর্থেই একজন স্বশিক্ষিত ব্যক্তি।

স্কুল ছাড়ার কিছুকাল পরে অক্ষয়কুমার প্রথমে “দিল্লী এ্যাণ্ড লণ্ডন ব্যঙ্ক” এর হিসাব বিভাগে কর্মচারি রূপে
যোগ দেন। বেশ কয়েক বছর তিনি এইখানে চাকরি করেন। কিন্তু কর্মাধ্যক্ষের সঙ্গে মনোমালিন্যের কারণে
চাকরি ছেড়ে দিয়ে “নর্থ ব্রিটিশ লাইফ ইনস্যুরান্স” কোমেপানির অফিসে হিসাব সচিব পদে যোগ দেন এবং
এই চাকরি থেকেই তিনি অবসর গ্রহণ করেন।

হেয়ার স্কুলে থাকাকালীন তিনি বাংলা গীতিকবিতার প্রবর্তক বিহারীলাল চক্রবর্তীর প্রতি আকৃষ্ট হন।
বিহারীলালের কাব্য-প্রেরণাতেই তিনি কবিতা রচনায় মনোনিবেশ করেন। রবীন্দ্রনাথের মতো  
অক্ষয়কুমারকেও বলা হয় বিহারীলালের ভাবশিষ্য। বাংলা গীতিকাব্যের ইতিহাসে মানবতাবাদী ধারার
প্রবর্তক হিসেবে অক্ষয়কুমার বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। তিনি “বড়াল কবি” নামেও সুপরিচিত।
বিহারীলাল চক্রবর্তী প্রবর্তিত নব্য রোম্যান্টিক গীতিকবিতার ধারাটি যাঁরা সমৃদ্ধ করেছেন, অক্ষয়কুমার
তাঁদের মধ্যে অন্যতম। নিসর্গ, প্রেম, শোক এবং মানববন্দনা বিষয়ক কবিতা রচনায় অক্ষয়কুমার বিশেষ
স্বাতন্ত্রের পরিচয় দিয়েছেন। অক্ষয়কুমারের চিন্তাধারা ছিল মার্জিত ও বিজ্ঞানমনস্ক।

১৯ জুন ১৯১৯ খৃষ্টাব্দে যক্ষা রোগ আক্রান্ত হয়ে অক্ষয়কুমার কলকাতায় মৃত্যুবরণ করেন।

অক্ষয়কুমারের কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “প্রদীপ” (১৮৮৪), “কনকাঞ্জলি” (১৮৮৫), “ভুল” (১৮৮৭),
“শঙ্খ” (১৯১০), “এষা” (১৯১২) প্রভৃতি। তাঁর অসম্পূর্ণ নাটকের নাম “চণ্ডীদাস” (১৯১৬-১৭)। তাঁর সম্পাদিত
গ্রন্থের মধ্যে রয়েছে কবি রাজকৃষ্ণ রায়ের “কবিতা” (১৮৮৭),  গিরীন্দ্রমোহিনী দাসীর “অশ্রুকণা” (১৮৮৭)
প্রভৃতি।

আমরা
মিলনসাগরে  কবি অক্ষয়কুমার বড়ালের কবিতা তুলতে পেরে আনন্দিত।
আমরা কৃতজ্ঞ জনাব মেহেবুব হোসেন এর কাছে যিনি কবির ছবি এবং পরিচিতি আমাদের পাঠিয়েছেন।
তাঁর সঙ্গে যোগাযোগের ঠিকানা ইমেল
- mahbubkdb@yahoo.com     


কবি অক্ষয়কুমার বড়াল এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন

আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


উত্স -
  • জনাব মেহেবুব হোসেন এর কাছ থেকে প্রাপ্ত কবির ছবি এবং পরিচিতি


এই পাতা প্রকাশ - ২০০৬।
এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ১৫.৪.২০১৩।
"হৃদয়" কবিতার সংশোধন - ২২.১.২০২১।
...