কবি অলোক সেন - জন্ম গ্রহণ করেন উত্তর ২৪পরগণা জেলার গন্ধর্বপুর গ্রামে।
কবি কাটিয়াহাট বি. কে. এ. পি. ইনস্টিটিউট থেকে স্কুলের পড়া শেষ করে, গোবরডাঙ্গা হিন্দু কলেজে
পরাশুনা করেন এবং কোলকাতার গোয়েঙ্কা কলেজ অফ্ কমার্স থেকে বাণিজ্য বিভাগে স্নাতক হন।
কবি অলোক সেন বর্তমানে একজন অবসরপ্রাপ্ত আধিকারিক।
তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “শিথিল সময়” (১৯৮৫), “দর্পগান” (১৯৯৯) এবং “মার্জিনে লেখা অক্ষর
মালা” (২০০৭) প্রভৃতি।
আমরা মিলনসাগরে কবি অলোক সেনের কবিতা তুলে আনন্দিত এবং কবির কাছে কৃতজ্ঞ এই জন্য যে
তিনি স্বয়ং আমাদের তাঁর কবিতা নিবাচন করে দিয়েছেন।
কবির সঙ্গে যোগাযোগ -
ঠিকানা - এইচ বি ৩০২ / ৮, বিধাননগর, ভাগ--৩, কলকাতা --৭০০১০৬
চলভাষ - +৯১৯৪৩৩৬১০২৬৭
ই-মেল -- aloke.k.sen@gmail.com
উত্স - ২রা জুলাই ২০১৩ তারিখে কবির সাথে একটি সাক্ষাত্কার। আমাদের সাইটের পক্ষ থেকে
. সাক্ষাত্কারটি গ্রহণ করেছিলেন মানস গুপ্ত।
কবি অলোক সেনের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রকাশ - ০৬.০৭.২০১৩
...