বাপ ছিল মোর পাকিস্থানে জেলা বরিশাল দ্যাশ ভাঙনের পরে মোদের ভাঙল রে কপাল নিলো সব কিছু কাড়িয়া রিফুজি বানাইয়া পাঠাইলো এই দ্যাশে |
ছাইড়া দিলাম বাপের ভিটা ছাইড়া দিলাম বাড়ী সোনা দানা কাইড়া নিলো নাই পড়নে শাড়ী কোথায় গেলো পোলা মাইয়া কোথায় গেল ভাই যার ভাবনা সেই তো ভাবে খোঁজার সময় নাই ( শেষে ) কোলের পোলা ভাবিয়া কাঁথা বুকে জড়াইয়া মায় চলে হুতাশে | বর্ডার দিয়া অর্ডার পাইয়া কাগজ বেনাপোলে কেউ খোঁজে তার কোলের মাইয়া কেউ খোঁজে তার ছেলে প্যাডে জ্বলে ক্ষিদার আগুন সহনে না যায় বাপে চাইয়া মাইয়ার দিকে পোলায় দিকে মায় ( হায়রে ) মানুষ বুঝি পশুর জাত, মায়ে পুতে না খাইয়া ভাত থাকলাম উপবাসে |
নাম লেখাইয়া বাস্তুহারা আইলাম শিয়ালদায় কেউ বা গেল বর্দ্ধমানে কেউ বা নদীয়ায় চাউল, চিড়া আর পাউরুটি, গুড় মুড়ি আর দুধ ভারতবর্ষ স্বাধীন হইল এই বুঝি তার সুদ চিনিনা পথ ঘাট, আইলাম শেষে রানাঘাট থাকলাম কুপার্স ক্যাম্পে ||
শুধু রাখলে দাড়ি রবি ঠাকুর হয়না নাগরিক গান কথা ও সুর : অমল বাওয়ালী রচনা -- ০৫ / ০৯ / ১৯৯৮
শুধু রাখলে দাড়ি রবি ঠাকুর হয়না নোবেল তো নয় লেভেল পাবি কাক কি হবে ময়না ?
মদ খেয়ে বুদ হয়ে থাকে সভ্যা-সভ্য অনেক জন মেঘনাদ বধ কাব্য শুধু লিখেছে মধূসুদন শরৎ বাবুর পথের দাবি অন্ধকারে আলোর চাবি সব্যসাচী নিজেকে ভাবি কেউ দেখেনা আয়নায় ||
চুক্তি করা চৌদ্দ হাজার মঞ্চে উঠেই বিপ্লবী ভাব ধরা ভিখারির মত ধার করা এক পাঞ্জাবী কথার বারুদ মুখে ছোটে জীবনমুখী লেখেন সেটে বেকার ছেলে পকেট কেটে কথায় গড়ে গয়না ||
দেশ গেল রসাতলে নাগরিক গান কথা : অমল বাওয়ালী সুর : প্রচলিত রচনা -- ১৫ / ০৩ / ২০০৯
দেশ গেল রসাতলে, মদমাতাল আর জমির দালালে | শুধু ঝান্ডা নিয়ে ধান্দাবাজি পড়লাম এ কি মুশকিলে |
ছা পোষা এক কর্ম্মচারী, ছিল টালির চাল আলাদিনের প্রদীপ পেয়ে বদলে গেল হাল | ( কত ) গরীব দুঃখী হচ্ছে নাকাল ( ব্যাটা ) গড়ছে প্রাসাদ মার্বেলে, মদ মাতাল ---
কেউবা বলে শিল্প হবে কেউ বা বলে ‘না’ আমরা বোকা জনগন, তাই কিছু বুঝিনা ( তবে ) জন স্বার্থ হবে ব্যর্থ সবার চেতনা না জন্মিলে | মদ মাতাল---- ওঝার মরণ ভূতের হাতে সব লোকের জানা পোষা কুত্তা পাগল হইলে মালিক চেনেনা ( তাইরে ) সাপুরিয়ার প্রাণ বাঁচেনা সাপ নিয়ে যে জন খেলে | মদ মাতাল---
নির্ব্বাচিত প্রতিনিধি মেনে সংবিধান M P কি M L A কেহ পুরপ্রধান কেহ করছে ঘুষের আদান প্রদান তারা বেঁচবে এ দেশ ফাঁক পেলে --- মদ মাতাল---
ছাপ্পা দিয়ে বাছাই করা ধাপ্পা বাজের দল ‘মদ’ ভরা বোতলে লেখা শুদ্ধ গঙ্গাজল অমল কয় দেশ হবে অচল ( ভাইরে ) এই ভাবে যদি চলে | ---মদ মাতাল----
ঘা শুকাইতে হইল রে সেই চুলকানী নাগরিক গান কথা : অমল বাওয়ালী সুর : প্রচলিত রচনা -- ২৪ / ০৬ / ২০০৭ Jhanda Niye Dhandabaji 32mp3
ঘা শুকাইতে হইল রে সেই চুলকানী মদ মাতাল আর জমির দালাল দুঃশাসনের আমদানী |
ব্রিটিশ গেল সাগর পাড়ে রইল কিছু মশার দল কেউ বা করে পুকুর চুরি, কেউ বা ফেলে চোখের জল এই ভারতের স্বাধীনতা, কেউ শোনেনা কারো কথা কর্ম্মী তো নাই সবাই নেতা, এই নিয়ে টানাটানি |
দল বদলের চলছে পালা, কার পতাকা কার কাঁধে রফায় যদি কম পড়ে ভাই তখনি সে বাদ সাধে বুদ্ধ যীশু গড ভগবান নাই কি আছে হয়নি প্রমাণ ভোট ব্যালটে করতে সমান এই নিয়ে খুনা খুনী |
কলম দিয়ে কাটছে মাথা সমাজ তারে কয় সাধু ছিচ্ কে চোরের প্রাণ গেল তাই জেল খাটে যদু মধু মিথ্যে কে যে করে সত্য, সেই তো দলে পায় গুরুত্ব পাইনা খুঁজে আসল তত্ত্ব আমরা বোকা তাই শুনি |
হাসপাতাল আর কবর শ্মশান মন্দিরেতে চলছে ঘুম সংসদে হয় বেচা কেনা তাওতো তোদের নাইরে হুস এই যদি হয় গণতন্ত্র চলবে কি সে রাষ্ট্রযন্ত্র লাভ কি নিয়ে শপথ মন্ত্র করতে এসব ভন্ডামি |
আত্ম সুখে মত্ত হয়ে ন্যায় নীতি দাও বিসর্জন ভাওতা বাজির রং মিছিলে হাঁটবে তারা কতক্ষণ ডিম পাওরুটি কলার লোভে একটা মানুষ কবার যাবে অমল বলে ওরাই রবে করবে যারা মস্তানী |