মহেঞ্জোদারো হরপ্পার মূল্য প্রত্নতাত্তিকের কাছে যতই থাকুক না কেন, বস্তির মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে ধুঁকে মরছে যে মানুষ তার কাছে এর মূল্য কতখানি ? সিন্ধু সভ্যতার কথা ইতিহাসে পড়েছে পড়ুয়ারা শোনা যায় সে সময় শহর ছিল পরিস্কার ও স্বাস্থ্যকর; উন্নতমানের ছিল পয়ঃপ্রণালী | পরীক্ষার হলে একজন ছাত্রের কাছে এ কথাগুলোর মূল্য যতই থাকুক---- শহর কলকাতার যে কোন কানাগলির একজন শ্রমিকের কাছে এর মূল্য কতখানি ? ১৮৫৭’র যুদ্ধ, মুক্তি সংগ্রাম না বিদ্রোহ ছিল এ নিয়ে মাথা বেচে দেওয়া ঐতিহাসিকেরা যতই ঝড় তুলুক, সেদিনের সাম্রাজ্যবাদের শোষণের তোপের মুখে মৃত সৈনিকের বিধবা স্ত্রী আর অনাথ শিশুদের কাছে এর মূল্য কতখানি ? ইতিহাস তার নিজস্ব গতিপথেই বয়ে চলে দুটো রুটি কিংবা চাবুকের ভয়ে তাকে বশ মানানো যায় না তাই আজ আর শুধু বসে বসে ইতিহাস পড়া নয় ইতিহাস তৈরীর কাজে হাত লাগাতে হবে আমাদের ||
যুদ্ধের দামামা কি বাজল ? আর কেন তবে বসে থাকা ? বিকীর্ণ উজ্জ্বল রশ্মি সূর্যকে আজ কাছে ডাকা | প্রাণে প্রাণে আবেগের ঐক্য পুঞ্জিত হৃদয়ের বেদনায়----- আমাদের উত্সব শুরু হোক ; রক্তদানের কোন আঙিনায় | দেখ চেয়ে সে আঙিনা আজ---- শহীদের রক্তেতে ভরপুর | বিপ্লবী উদ্যমে চল তাই, লক্ষ্যটা নয় আর বেশী দূর || বন্ধকী খাতা খুলে দেখলাম---- বিকোতে তো কিছু নেই বাকি | মায়ের আর বোনটারও ইজ্জত তাও আর নেই তো একাকী || দাসত্বে শৃঙ্খলে বদ্ধ----- এ জীবন স্মৃতি সুখে ভরছে আমাদের বশ্যতা দেখে তাই ইতিহাসও বিদ্রূপ করছে ||
জীবনের যতি চিহ্নে পড়েনি তো ছেদ, তাই আজও পথ চলা অগণিত মানুষের সাথে অবিশ্বাসী মরুঝড় যদিও ঢেকেছে পৃথ্বী আশঙ্কায় ভীরু চোখ বোজে নির্ভীক পথিক তবু হেঁটে চলে দুর্নিবার মরুদ্যান খোঁজে |
হাঙর সাগরে থাকে মরুতেও থাকে বালুঝড় নির্বাসিত দ্বীপে কভু থাকে নাকো ঘর তবুও মানুষ গায় আশাভরা বিশ্বাসের গান হতাশার বিষপানে মানুষের চির অপমান |
তোমাকে স্মরণ করি কেন ? হৃদয় গভীরে যেন লেগে থাকা কালি, ধুলো, কাদা তোমার স্মরণীকার পবিত্র ধারায় যেন মুছে তারা হয়ে যায় সাদা | তোমাকে স্মরণ করে মনে জীবনের লজ্জাক্ষত বিবেকের অন্তর্দহনে গলিত লাভার মত রক্তস্রাবে ধুয়ে দেয় মন করি তাই তোমাকে স্মরণ || সংকীর্ণ স্বার্থের ঘেরা একা একা বামনের দেশে নিজেই নিজেকে ভাবি মাথা উঁচু দীর্ঘ গ্যালিডার যখন পাহাড় দেখি মননের সমীক্ষার দেশে তখন নিজের কাছে নিজেকেই মেনে নিই হার ||
পাতা ঝরে যায় ঝরুক তবু গাছ তো বেঁচেই আছে শুকনো হলেও তারি মাঝে পাবে বাঁচার সে স্পন্দন |
শুকনো ডালেতে দুহাত বাড়িয়ে রয়েছে আকাশ পানে সূর্য ওঠার শুভ লগ্নেরে জানায় সে অভিনন্দন || পথ দুর্গম জানি হবে তবু আমরা যে নির্ভীক বিন্দুমাত্র হতাশা এনোনা বক্ষে | জেনে নিয়েছি যে পথ দুর্গম হোকনা যতই বন্ধুর এ পথে হাঁটলে নিশ্চয়ই যাবো লক্ষ্যে || মনের সকল জড়তা কাটাতে নিতে হবে আজ দৃঢ়তা, হতে হবে আজ নির্ভীক প্রাণদানে শত্রু মেঘেরা ঠেকাতে পারে না সূর্য ওঠার লগ্ন বুকের রক্ত ঢেলে সূর্যকে আনবো সসম্মানে ||