কবি অমর ভট্টাচার্যর কবিতা
জীবন দর্শন          
অমর ভট্টাচার্য

.                ( ১ )

.        
রিট্রিট হাউস

সব তুমি নিলে কেড়ে
.         তল্লাশীর মসৃন রাস্তায়
প্রাণটাও নিতে পারো জানি
.          তাতে বল কিবা আসে যায় |
সব কিছু শেষ হলে তবু
.          যার ক্ষয় নেই পৃথিবীতে
সে আমার প্রাণের বিশ্বাস
.          পেরেছো কি তাকে কেড়ে নিতে ?



.                ( ২ )

.        
আলিপুর সেন্ট্রাল জেল
.       ১২ই অক্টোবর, ১৯৮৮

আমি যারে ভালবাসি
.         সে আমারে আরও ভালবাসে
ছোট নীড় ভেঙ্গে দিয়ে তাই সে আমায়
.         নিয়ে এলো সুনীল আকাশে



.                ( ৩ )
.        
অসুস্থ অবস্থায়

সুনীল আকাশ
.        যারে দিল হাতছানি
সূর্যের সাথে যার
.        ছিল জানাজানি
প্রকৃতি নির্দয়ে তারে
.        করে প্রত্যাখ্যান
একা ঘরে বসে আছে
.        নিয়ে অভিমান |
      মনেতে তার
.         এই সান্ত্বনা
এখানে সূর্য্যেরা রোজ
.         করে আনা গোনা  ||

.         ******************     
.                                                                               
সুচিতে...   


মিলনসাগর
*
আমাদের এই গান          
অমর ভট্টাচার্য

আমাদের এই গান
.            জীবনের কলতান
মুক্তির আহ্বান
.             এই গানে
জীবনের চলা মানুষের জন্য
.           মানুষের আর্তি এই গানে |
এই গানে এই গানে এই গানে
খুঁজি আমি জীবনের সেই মানে
সূর্য্যের সাত রঙ, ধ্রুবতারা আকাশের
.               সাগরের পথ চলা তার টানে |
পাহাড়ের কাছে গিয়ে
.                 তাকে তো শুধাই
বল দেখি মাথা উঁচু আছে কার ?
বিক্ষত দেহ তবু মানেনি তো হার
তাই আজও উঁচু আছে ঘাড় |
এই গানে এই গানে এই গানে,
খুঁজি আমি জীবনের সেই মানে
একসাথে পথ চলা, প্রাণে প্রাণে কথা বলা
সব মানুষই বাঁচবে সুখ সম্মানে |

.         ******************     
.                                                                               
সুচিতে...   


মিলনসাগর
*
চিরন্তন          
অমর ভট্টাচার্য

খোকা শুধায় মাকে
মাগো, আমি মিষ্টি যদি হই
সন্দেশেতে পিঁপড়ে ধরে
আমার গায়ে কই ?
তুমি আমায় চুমু দিয়ে
বল - ‘মিষ্টি ছেলে’ ।
দোকান নেই, ময়রা নেই
আমায় কোথায় পেলে!
মা হেসে কয়, তুই যে আমার
জনম ভোরের চাওয়া
তাতেই ছিল মায়ের মধু
তাতেই তোকে পাওয়া।

.     ******************     
.                                                                               
সুচিতে...   


মিলনসাগর
*
চাঁদের বুড়ি থাকনা          
অমর ভট্টাচার্য

নিখিল ভারত শিশু সাহিত্য সাংসদ কতৃক প্রকাশিত “জল পড়ে পাতা নড়ে” ছড়ার বইয়ে (মে
২০০০) প্রকাশিত একটি ছড়া ---

চাঁদের বুড়ি থাকনা
পূর্ণিমাতে চাঁদকে দেখে
.        যেই না বাবা শুধায়
বল তো  খোকা চাঁদের বুড়ি
.        থাকে এখন কোথায় ?
প্রশ্ন শুনে বললো হেসে
.        খোকার দিদি টুয়া,
চাঁদেতে নেই চড়কা বুড়ি
.        আছে পাহাড় গুহা।
মানুষ এখন যাচ্ছে চাঁদে
.        বাঁধছে সেথায় ঘর,
এমনি করেই চাঁদের বুড়ি
.        হলো মোদের পর।
মানুষ তাদের রকেট চড়ে
.        চাঁদের দেশে যাক না,
কিন্তু বলি, তাদের পাশে
.        চাঁদের বুড়ি থাকনা।

.       ******************     
.                                                                               
সুচিতে...   


মিলনসাগর
*
বাংলা ভাষা
অমর ভট্টাচার্য

সুন্দর এই বাংলা ভাষা
কথ্য কিম্বা লেখ
ইংরেজিটা পড়ে শিখো
বাংলা আগে শেখ |

শেখার জন্য মাতৃভাষা
“মাতৃদুগ্ধ সম”
বলেছিলেন রবীন্দ্রনাথ,
বাংলা প্রিয়তম |

কৈশরেতে ভালবাসার
দুঃখ অভিমান
বাংলাভাষায় যৌবনেতে
বিদ্রোহের-ই-গান |

আমার যত ভালবাসা
দুঃখ কিম্বা ভক্তি
বাংলাভাষায় পেয়েছিলাম
সকল অভিব্যক্তি |

ভাষা শুধু কথাই যে নয়
জাতিরও সম্মান
এর শিকড়ের গভীরে তাই
দেশ প্রেমের প্রাণ |

ভাগ হয়েছে দেশের মাটি
ভাঙতে নারি চিত্ত
জবানে তুই দিবি লাগাম
তুই কে রে দুর্বৃত্ত |

দু’হাত বাড়াই সমুখ পানে
গঙ্গা-পদ্মা-মেঘনা
বাংলার ঢেউ এপার ওপার
উথাল করে দাওনা ||

******************
.                                                                                                    
সুচিতে...   


মিলনসাগর
*