যাচ্ছো কোথায় সিংহ মামা দেখা হয়নি অনেক দিন বাজখাঁই সেই গলা কোথায় করছো কেন মিন মিন। আলুথালু কেশর নেইকো তার বদলে পনিটেল এ সব আবার শিখলে কোথায় মাথায় দেখছি গন্ধ তেল ? বলবো কি আর দুঃখ কথা চারিদিকে কাটছে বন খাবার দাবার নেইকো কোথাও পেটে এখন ছুঁচোর ডন। তাই চলেছি শহরে আজ চাকরি বাকরি খুঁজতে ভাই ভাবছি মনে চিড়িয়াখানায় এবার একটা চাকরি চাই। আজকে তবে চলি রে ভাই দেখা হবে আগষ্টে সে দিন হবে অনেক গল্প করবো সেদিন নাইট স্টে।