কবি অমর ভট্টাচার্যর কবিতা
যাচ্ছো কোথায় সিংহ মামা         
অমর ভট্টাচার্য

যাচ্ছো কোথায় সিংহ মামা
দেখা হয়নি অনেক দিন
বাজখাঁই সেই গলা কোথায়
করছো কেন মিন মিন।
আলুথালু কেশর নেইকো
তার বদলে পনিটেল
এ সব আবার শিখলে কোথায়
মাথায় দেখছি গন্ধ তেল ?
বলবো কি আর দুঃখ কথা
চারিদিকে কাটছে বন
খাবার দাবার নেইকো কোথাও
পেটে এখন ছুঁচোর ডন।
তাই চলেছি শহরে আজ
চাকরি বাকরি খুঁজতে ভাই
ভাবছি মনে চিড়িয়াখানায়
এবার একটা চাকরি চাই।
আজকে তবে চলি রে ভাই
দেখা হবে আগষ্টে
সে দিন হবে অনেক গল্প
করবো সেদিন নাইট স্টে।

.     ******************     
.                                                                               
সুচিতে...   


মিলনসাগর
*
দাদুর স্বপ্ন দেখা         
অমর ভট্টাচার্য

হঠাৎ সেদিন দেখলো অপু
গ্রীষ্মকালের ভর দুপুর
চিৎ হয়ে তার দাদা মশাই
সাধছে বাকে কতই সুর।
ঘর-ঘর-ঘর-ঘরাৎ-ঘরাৎ
কখনও বা করুণ রাগ
হোকনা গরম নেই পরোয়া
ডাকছে সুখে দাদুর নাক।
এটা না হয় হতেই পারে
তাতে অপুর চিন্তা নয়
ঘুমের ঘোরে চশমা চোখে
তাতেই অপুর লাগছে ভয়।
বিপদ আপদ হতেই পারে
এই না ভেবে যেই অপু
খুলতে গেল চশমা দাদুর
মুচকি হেসে কন দাদু---
আরে আরে করিস কিরে
জানিস নাকি তুই ?
আমি কেন রোজ দুপুরে
চশমা পড়ে শুই,
খালি চোখে দেখতে নারি
চশমা পড়ে শুই যে তাই
স্বপ্নখানা দিব্যি দেখি
সত্যি বলছি দাদু ভাই।

.     ******************     
.                                                                               
সুচিতে...   


মিলনসাগর
*