সব কাজ এখোনো হয়ে ওঠেনি | বেলা গিয়ে লুকিয়ে পড়ে ছায়া | দিন দিন অবৈধ যাপন ছেড়ে চালিয়ে নিতে হয় মায়াবী সেতার | ছুটতে ছুটতে ব্যাকুল মোমদানি আগলে . শুধু কর্মময় আক্ষরিক | আদিগন্ত জুড়ে বোকা বোকা ভাব দেখতে গিয়ে বুনো চোখে নেশা জড়ায় |
একা বাগানবাড়িতে নির্যাসহীন কড়িকাঠ | এখন শুধু ঝুলে পড়বার অপেক্ষায় ---
এক একটা সময় কেটে যায়, শব্দের চাপে | মৃত্যুহীন এই মরালোকে, আলো জ্বালে এক চিলতে কবিতা | তারপর কালি শেষ হলে, সেও এখন শবযাত্রার বাহক | রক্তে হাত ধুয়ে, এখুনি নাম গান গাইতে আসবে---
যেখানে আলো হেসে উজ্জ্বল মণিশিখার মতো পাহাড়ে অঞ্জলি দেয়, সেখানে আবিষ্কার কার মরফিন | প্যারা-সাইকোলজির বিচারে, যদি দিন আনে দিন খায় হাভাতে সাম্রাজ্য তাহলে রোদ উঠলে ভেসে যাবে . সঙ্গীহীন ভালোবাসা |
শবদাহ প্যাকেটে ভরে এ ভাবেই গড়ে তুলব খেজুর কপাট ছোট্ট হাতে ঘিরে নেব--- . অসমাপ্ত চক্রবুহ্য---
স্বপ্ন কেটে ছলকে পড়ে তাল, গোলোযোগ যা ছিল তা দিয়ে ব্যার্থ মুখশ্রী আর বানাতে হবে না , নিভে যাওয়া আঁচে-- জোড়াতালি দিয়ে চালিয়ে নেওয়া প্রেম শপিং মল আর ফেসবুকে অচল | ধারবাকি যা ছিল চুকে গেছে | সামনে এখন নীল আকাশ পাখনা মেলে ওড়ার অপেক্ষায় --