কবি অমিতা ঠাকুর – রবীন্দ্রনাথের নাতনি, নাতবউ এবং “মহিষী”। রবীন্দ্রনাথ তাঁকে মহিষী বলে
ডাকতেন।
তিনি অনেক ছোট প্রবন্ধ লিখেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ দুটি “জন্মদিন” এবং “অঞ্জলি”। শেষ বয়সে
প্রকাশিত হয়েছে তাঁর “জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির রান্না”।
তিনি একটি মাত্র গান রেকর্ড করেছিলেন --- “তোমার মোহন রূপে”। ১৯৯১ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
তাঁকে ডি.লিট্. উপাধিতে ভূষিত করে।
আমরা মিলনসাগরে কবি অমিতা ঠাকুরের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।
কবির জীবন সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা, আমাদের কৃতজ্ঞতাস্পরূপ
প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।
উত্স --- নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত “মহিলা কবিদের কবিতা সংকলন ১৪০০-২০০০
. দামিনী”।
কবি অমিতা ঠাকুরের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রথম প্রকাশ - ১৮.১১.২০১৪
...