তারপর থেকে কবি উন্মাদ
কবি অমিতাভ
তারপর থেকে কবি উন্মাদ
জবাকুসুম কালে
ব্রেথলেস ছুটে চলে
মদ ও মাৎসর্য
ঘাম হয়ে ঝরে পড়ে
নিরুত্তাপ স্থাপত্যের কোলে
তাকেও পেরিয়ে
রুপোলি ইলিশ মতো
মৃত সূর্য সকালের গন্ধ গায়ে
মাতামহীর দুগ্ধ ভালোবেসে
কিঞ্চিৎ বিস্রস্ত বটে
কবি ছুটে চলে
পুথির আখর ঘেঁটে
ভূমি কিংবা প্রজা সেজে
রাজরক্ত বয়ে বয়ে
কবি ছুটে চলে
তবু মাইরি
কেউ নাই সে কবির তরে
আমূল শঙ্খিনী কোনো
যার স্তন ছুঁয়ে
এ সত্তার ছিপি খুলে যাবে
দুগ্ধস্রাবী ব্ল্যাকহোলে
. ******************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি অমিতাভ-এর কবিতা
*
কবি অ
মিতাভ-এর
পরিচিতির পাতায় . . .
অন্ধতা নিয়তি জেনো
কবি অমিতাভ
অন্ধতা নিয়তি জেনো
যুগান্তের অঙ্ক মেলাতে না পেরে
পিচরাস্তার সমস্ত আঁকর জুড়ে জুড়ে
অন্ধতা নিয়তি জেনো
ধ্রুবতারা দূরত্ব জেনে
মহাকালে লীন হতে গিয়ে
অন্ধতা নিয়তি জেনো
শ্লোগান সুভ্রম জেনে
অর্থের আতিথ্য ছুঁতে চেয়ে
অন্ধতা নিয়তি জেনো
সত্তাকে অসত্য জেনে
বুদবুদে রঙিন হতে গিয়ে
পদ্মমধু গাঢ় হয় আরো
অন্ধতা নিয়তি মাত্র জেনে
. ******************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি অ
মিতাভ-এর
পরিচিতির পাতায় . . .
বটপত্র স্খলিত হতে দেখি
কবি অমিতাভ
বটপত্র স্খলিত হতে দেখি
নীল জলাশয় ছেয়ে
আমার গ্লানির নিরন্তর জুড়ে
চতুরঙ্গে সাজি তবু
আলতা সাজানো খেয়া বেয়ে
বলো তুমি
দ্রুমবৃক্ষ আলোকিত হবে
এইসব মেধাভষ্ম ধুয়ে।
. ******************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি অ
মিতাভ-এর
পরিচিতির পাতায় . . .
তথাগত হোয়ো মাংস নষ্ট হয়ে গেলে
কবি অমিতাভ
তথাগত হোয়ো মাংস নষ্ট হয়ে গেলে
অজড় দ্রবণে
চাল দিয়ে দিয়ে
রত্নগর্ভা কলুষিত হয়ে গেলে
বটবৃক্ষ সবুজাভ হবে।
সেইক্ষণে তথাগত সুজাতাকে
শব জেনে
দৃষ্টিকে প্রসন্ন কর
. ******************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি অ
মিতাভ-এর
পরিচিতির পাতায় . . .
বহুদিন পর বঁধুয়া এলে
কবি অমিতাভ
বহুদিন পর বঁধুয়া এলে
এমন কি হোত দেখা না পেলে ?
কেটেই যেত দুধে বা জলে
কিছু না জুটলে
তেনার দলে
মুগ্ধতা হয়ে গ্রীষ্মমন
তবু দ্যখো তুমি এলে
যদিও বিষাদ রীতি নয়
আজ বন্ধু ব্যতিরেকে
জোটে না চাঁদের দুলাল
বুকের পথঝড় গেয়ে
আমরা সুভৃত্য তবু সার্ভিস কেতাবে
তবু দ্যাখো কি না কাঁপে জলাধার
এনার, তেনার, এদলে, সে দলে
হৃদয় পাষাণ বলে
তাই দ্যাখো
এতদিন পর
বঁধুয়া এলে
বেশ তো এলে।
. ******************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি অ
মিতাভ-এর
পরিচিতির পাতায় . . .
বেশ ঠেকে করিডোর, গন্ধময় হাসপাতাল
কবি অমিতাভ
বেশ ঠেকে করিডোর, গন্ধময় হাসপাতাল
মাতামহীর কাঁথাজোড়া বিলাসিতা সেই –
এমন ভ্রমণে শুধু একঝাঁক বটের অলসতা
বেশ ঠেকে করিডোর, পূতিগন্ধে সুখপ্রদ
শৈশবের বাললোলে বিলাসিতা নেই তবু
শুধু রেখে যাওয়া
গুটিকত আত্মহত্যা
এমত কথনে
. ******************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি অ
মিতাভ-এর
পরিচিতির পাতায় . . .
সিগারেট পকেটেই ছিল
কবি অমিতাভ
সিগারেট পকেটেই ছিল
জ্বালিয়ে নেয়া যেত যেমন ইচ্ছে।
মৃত চুল্লীর তবু চাই সরকারী রসিদ পাট্টার
রমনীরা নোংরা হাতে লিখে দেবে যাহা।
সিগারেট পকেটেই থেকে যায়,
রমনী আগুন ঘৃণা করে বলে।
. ******************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি অ
মিতাভ-এর
পরিচিতির পাতায় . . .
দরোজা আগলে ছিলাম মাতাল আমি
কবি অমিতাভ
দরোজা আগলে ছিলাম মাতাল আমি
কখন আসবি তুই ?
জানি তোর দেরী হবে।
আ-নক্ষত্র কুশীলব জানি তুই।
আমি কেন হেরে যাব বারংবার ?
চোখের জলে জানি তোর দেরী হবে।
ঘুমিয়ে পড়ার দিনকাল মেনে
চেয়ে থাকে তবু
এমাতালের চক্ষুপল্লব।
সেয়ানা হিসেবে দরোজা বল্মীক ব্যেপে
আগলে থাকি তাই।
. ******************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি অ
মিতাভ-এর
পরিচিতির পাতায় . . .
খুব সন্ধে ছিল তখন
কবি অমিতাভ
খুব সন্ধে ছিল তখন।
উল্কাপাত হচ্ছিল কাছেপিঠে কোথাও।
তুলসীতলায় মায়া জ্বালিয়েছিল কেউ।
গভীর হয়ে উঠেছিল শব্দ।
আর আমরা ধুয়ে ফেলছিলাম
জন্মক্ষণের মুখোশগুলো।
নিটোল মেখে দশাঙ্গুলে
তুলসিতলায় মায়া জ্বালিয়েছিল কেউ।
বর্তুল, স্নিগ্ধ, শাপিত।
. ******************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি অ
মিতাভ-এর
পরিচিতির পাতায় . . .
প্রীতি মুগ্ধতা নয়
কবি অমিতাভ
প্রীতি মুগ্ধতা নয়
প্রীতি শুধু নীলকন্ঠ
ফিরে আসার প্রতিশ্রুতি
বারম্বার মুছে ফেলা
মেধার শেকড় হতে
জেগে ওঠা জলঙ্গীতে
বৈকাল হলদে হলে
কিশোরীর জন্মলগ্নে
প্রীতি জানি নীলকণ্ঠ
তাই আহা ভেসে চলা
নদীর স্রোতের ছন্দে।।
. ******************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি অ
মিতাভ-এর
পরিচিতির পাতায় . . .