দরোজা থেকে শুরু
কবি অমিতাভ
দরোজা থেকে শুরু
দুফিট এগিয়ে রিসেপশন
দ্বিতীয় দরোজা
আরো তিন ফিট
ঠান্ডা ঘরে চেয়ার অনেক
শ্রোতারা কেউ মেট্রোতে কেউ বা নিজের গাড়িতে...
সাড়ে বাইশ ফিট এগোলে বেদী
আধ ফিট উচ্চতার
চেয়ার টেবিল কুলীন ধাঁচের
টেকো বক্তা
কুর্তা বা শাড়ী।
আরো দুফিট উচ্চতায়
ফ্রেমড ছবি।
ছবিগুলো এক এক ক’রে
মধ্যবিন্দু থেকে বামদিশা
সাড়ে ছাব্বিশ ফিট দ্যাখা হলে
মধ্যবিন্দুর বিপরীত বিন্দু
আরো বাম ধারে
ছবিগুলো দেখে গেলে
বেদী থেকে দুফিট উচ্চ মধ্যবিন্দু।
এই মধ্যবিন্দু থেকে সাড়ে ছাব্বিশ ফিট দূরের
বিপরীত মধ্যবিন্দুর দিকে তাকালে
টের পাই খোলাই যেত সেটি
সাড়ে ছাব্বিশ
আজ অনন্ত
. ******************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি অ
মিতাভ
-এর কবিতা
*
কবি অ
মিতাভ-এর
পরিচিতির পাতায় . . .