কে বলেছে সুনামি, আসলে সে কুনামী জাপানি জলকম্প মরণফাঁদে ঝম্প। শ্রীলঙ্কার অংশ আন্দামানও ধ্বংস। চেন্নাইয়ে হাত বাড়ায় বাংলায় সে এসে দাঁড়ায়। চতুর্দিকে জলের বলয় একেই বুঝি কয় প্রলয়। তারপরেতে অন্যজন তাতেও হলো বিপদ ভীষণ তার নামটি আয়লা। আগেরটা যদি হয় মজনু পরেরটা হয় লায়লা।
১লা বসে একা একা ভাবছ তুমি কী, ২-যে ২-য়ে কার কত দুধ বানায় খাঁটি ঘি? ৩ ভূবনের পারে তবে যাবার হেতু নেই, ৪ দিয়ে মাছ ধরার জন্যে নাচের ধেই ধেই। ৫ মুখে প্রশংসার বাণী সুপ্রচুর, ৬ লাপ হয়ে আছে কাছে আর দূর। ৭ তাড়াতাড়ি চলো নয়তো দেব ধিক্। ৮ ঘাট বেঁধে কাজ করা চাই ঠিক ঠিক। ৯ নয় করে যদি পৌঁছতে ঠিক পারো ১০ কুশি তালে তালে নাচো আর ছাড়ো।