কবি অমিতাভ চৌধুরী - একজন খ্যাতনামা সাংবাদিক এবং জনপ্রিয় ছড়াকার ছিলেন। তাঁর ছদ্মনাম
“চাণক্য” ও “দৌবারিক”।
তিনি রবীন্দ্রনাথ সম্বন্ধে অনেকগুলি উপভোগ্য গ্রন্থ রচনা করেছেন। তার মধ্য “রবীন্দ্রনাথের পরলোকচর্চা”
(১৯৭৩), সবচেয়ে জনপ্রিয়।
কবির অন্যান্য রচনার মধ্যে রয়েছে “ইকড়িমিকড়ি” (৭২ ছড়া), “জমিদার রবীন্দ্রনাথ” (১৯৭৬) এবং “রবি
অনুরাগিণী” (১৯৭৭)।
আমরা মিলনসাগরে কবি অমিতাভ চৌধুরীর ছড়া তুলে আগামী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে পারলে
আমাদের এই প্রচেষ্টা সার্থক মনে করবো।
কবি অমিতাভ চৌধুরীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
উত্স - শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্য সঙ্গী, ২০০৩।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১৯.০৭.২০১৩
পরিবর্ধিত সংস্করণ - ২০.৪.২০১৮
...