কবি অমিতেশ মাইতি -  জন্মগ্রহণ করেন অবিভক্ত মেদিনীপুরর জেলার পাঁশকুড়া
পার্শ্ববর্তী তিলন্দপুর গ্রামে। পিতা প্রণবেশ মাইতি এবং মাতা অমিতা দেবী।

কবি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ., এম.ফিল করে কেন্দ্রীয় সরকারের
শিক্ষামন্ত্রক থেকে হিন্দি ভাষায় ডিপ্লোমা প্রাপ্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের সহপাঠী অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন ১৯৯২ সালে।

কবি ছোটো থেকেই একাধিক লিটল ম্যাগাজিন ও সংবাদপত্রের সঙ্গে যুক্ত থেকেছেন। শেষ পর্যন্ত তিনি
স্থায়ীভাবে সংবাদ প্রতিদিন পত্রিকায় যোগদান করেন। সেখানেই সাংবাদিকতা ও সম্পাদকীয় বিভাগের
দায়িত্ব পালন করেছেন আমৃত্যু।

কবির অকালপ্রয়াণ ঘটে পুরীর সসুদ্রে ৭ নভেম্বর ২০০১সালে।

তাঁর স্মৃতিতে “অমিতেশ স্মৃতিসংসদ”-এর প্রতিষ্ঠা করা হয়। তাঁরা প্রতি বছর কবির স্মৃতিতে সাহিত্যের
জন্য বিশেষ পুরস্কার প্রদানের ব্যবস্থা করেন। ২০১৪ সালে, তাঁদের তরফে
কবি বীথি চট্টোপাধ্যায় কে কবি
প্রতিমা” পুরস্কার দেওয়া হয়। কবি অমিতেশ মাইতি স্মৃতি পুরস্কার পেয়েছেন গল্পকার গৌর মিত্র।

কবির প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “মায়া শিকলের গান” (১৯৯২), "অতল করতল" (১৯৯৭), "ধাত্রীরা
লেখে জাতককাহিনী" (১৯৯৮), "এই দাহ এই প্রণয়চিহ্ন" (১৯৯৯), "তিমির বরণ প্রতীক যখন" (১৯৯৯), "মেঘ
স্তূপ ব্যথা" (২০০০), "ভাঙা হারমোনিয়াম" (২০০১), "বাংলা বাজার” (২০০১), “আটজন কবি” প্রভৃতি। সম্প্রতি
ঋত প্রকাশন থেকে সুমিতা সামন্ত সম্পাদিত কবির কবিতা সমগ্র-১ প্রকাশিত হয়েছে।

আমরা ভীষণভাবে কৃতজ্ঞ শ্রী অভিষেক মুখার্জীর কাছে যিনি আমাদের, ২৩.১২.২০১৮ তারিখে কবির জীবন
ও রচনা সম্বন্ধে অমূল্য তথ্য এবং তাঁর একটি ছবি পাঠিয়েছেন।
তাঁর যোগাযোগের ইমেল
- bm_abhis@yahoo.co.in    

আমরা
মিলনসাগরে  কবি অমিতেশ কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই প্রচেষ্টার
সার্থকতা।

কবি অমিতেশ মাইতির মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


উত্স –
মেঘ বসু সম্পাদিত আবৃত্তির কবিতা কবিতার আবৃত্তি, ২০০৯।
.        অভিষেক মুখার্জীর পাঠানো
কবির ছবি ও জীবনী
,        দৃষ্টিপাত, গণশক্তি পত্রিকা, সোমবার, ১৬ই জুন ১৯১৪।




আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রকাশ - ১৭.৬.২০১৪
দুটি নতুন কবিতা ও শ্রী অভিষেক মুখার্জীর পাঠানো জীবনী সহ পরিবর্ধিত সংস্করণ - ৪.১.২০১৯
...