কবি আনন্দ বাগচীর কবিতা
www.milansagar.com
*
ঝরে জরিদার চিকের মতন |  মেয়েলি আলোয়
ডালে ডালে সেই কাঠবেড়ালীকে খুঁজে মরা মিছে
সময় এখন আকাশের নীল গম্বুজ ছোঁয় !

সময় এখন ঢলা-সূর্যের করাত ঘরের
ছায়া-থরথর ছাদে উঠে মেঘ-শাড়ি মেলে দেয়
প্রাক্-প্রসাধন আকাশের ছায়া-আলসের ঘের
ফের হবে রামধনু রঙে আঁকা |  সূর্য বিদেয় !

.              *************************    
.                                                                                                  
সূচিতে...   




মিলনসাগর
*
মৃত্যু এত অর্থহীন কেন ভাবছি স্তম্ভিত হৃদয়ে
পৃথিবীর অক্ষরেখা একই আছে অপরিবর্তিত
মানবস্রোতের ধারা ভরন্ত সংসারে
কোথাও যায়নি খোয়া একচুল কিছু, মনে হয় |

কালো কার্বনের লেখা, ছেঁড়া খাম, মা-র চোখে জল---

.              *************************    
.                                                                                                  
সূচিতে...   




মিলনসাগর
ভেজা রোদের বিকেল
আনন্দ বাগচী
    
২রা জুন, ১৯৬৫
আনন্দ বাগচী