শূন্যতা
আনন্দ ঘোষ হাজরা

তবে সারাদিন আমি কার সঙ্গে কাটিয়েছি
যে মুহূর্তে সন্ধ্যা হলো ফিরে দাঁড়িয়েছি আ
যে মুহূর্তে মনে হলো খেলা শেষ, শেষ হলো
যে মুহূর্তে মনে হলো অনন্ত বানিজ্য শেষ এ
যে মুহূর্তে চেয়ে দেখি তুমি নেই, কেউ নেই
শুধু জল, জলের গর্জন আর হাহা নির্জনতা |

সারাদিন ধ’রে তবে খেলেছি শূন্যের সঙ্গে
রাজ্যের শূন্যতা ভ’রে রেখে গেছি ? আমা
কেবল বেঁধেছে শূন্যতাকে শুধু নিবিড় বন্ধনে

এই পথহীন সন্ধ্যা, জলধ্বনি, বালুময় নির্জন
.                            এও তবে আরে

.                ************************    
.                                                                                    
সুচিতে...   




মিলনসাগর
১৯২০
আনন্দ ঘোষ হাজরা

লিপজিগে বক্তৃতা
হলদ্বারে ঢোকার মু
অভ্যর্থনার জন্য দাঁ
আকর্ণ দন্তব্যাদন
প্রবেশপথেই গোপ
ছাপানো ইস্তাহার----
“ইহুদিদের প্রচারে
জার্মান জাতির পক্ষে
আপেক্ষিকবাদের
আইনস্টাইন অপে
হলদ্বারের ভেতর

ইস্তাহারের ওপর
দ্বারবান বিজ্ঞানীদে
ঘরে ঢুকলেন, এক
হাইসেনবার্গ |

হলঘরে একমাত্র শ্রোতা
হলঘরে একাকী বৈজ্ঞানিক
বলে চলেছেন------

“এই সব বস্তু, জীব, পৃথিবী, আকাশ
এই সব সময় ও কালের সীমানা
কিছুই একক নয়, ধ্রুব নয়, একাকীও নয়
শর্তহীন নয়
স্বয়ম্ভু কিছুই নয়, কিছু নয় চূড়ান্ত পরম
পরস্পর যোগসূত্রে বাঁধা-----------“

একাকী বৈজ্ঞানিক বলে চলেছেন
একাকী কিশোর স্থির হয়ে শুনছেন |

.          ************************    
.                                                                                    
সুচিতে...   




মিলনসাগর
কবি আনন্দ ঘোষ হাজরার কবিতা
*
*
ক্রোমো--ডাইনামিক্ স্       
আনন্দ ঘোষ হাজরা

এমন রঙ্গিলা নাচ লাল নীল
এত সব রঙ নাচে হাত ধরা
গতির আবহে কাঁপে নদী ব
বস্তুর কেন্দ্রের মধ্যে অবির
কেউ সেই নাচ দেখে দুচোখ
অথচ বস্তুত কেউ স্থির নয়
দর্শক নর্তক সব অথবা এ ঘ
প্রত্যেকেই নেচে ওঠে অথবা
বোঝে এই নাচ শুধু লাল নীল
রঙের আশ্লেষ শুধু ধ্বনিময়,

.                ************************    
.                                                                                    
সুচিতে...   




মিলনসাগর
*
নিউট্রিনো       
আনন্দ ঘোষ হাজরা

যেন কেউ অস্থির আবেগে বাণ ছুঁড়ে গেছে
পরিচয়হীন কোনো স্থান থেকে তীব্রবেগে দু
বাণ ছোটে সূক্ষ্মতম, ভেদ ক’রে পাহাড়, আ
ভেদ ক’রে ভূমিমূল, সমুদ্রের তলদেশ, লক্ষকো
ভেদ ক’রে মেঘস্তর ধূমকেতু, নেবুলা ও সীমা
অদৃশ্য সে বিন্দু ছোট বাধাবন্ধহীনবেগে কিসে
আমরা এখনও কেউ জেনেছি কি? আমাদে
এমন কিছু কি জ্ব’লে উঠেছিল যার দীপ্তি প্র
আমাদের ব’লে দেবে কোথায় সে আলোময়
দৃশ্যমান হয়ে উঠে এই গূঢ় যান্ত্রিক সময় ছিঁড়ে
অন্য এক নতুন কিংবা নবতর শব্দের বলয়

.                    ************************    
.                                                                                    
সুচিতে...   




মিলনসাগর
*
কোনো এক সাইবর্গ নারীকে       
আনন্দ ঘোষ হাজরা

টেলিভিশনের মৃত চ্যানেলের রঙ যেন
বিদ্যুৎ-প্রবাহ বইছে চতুর্দিকে ক্রমাগত
আমি তো কী-বোর্ড খুঁজছি ইনটারনেটে
খুঁজে যাচ্ছি সফ্ ট-ওয়্যার ; হে সুন্দরী
যদি বা তোমার গতি কিছু দ্রুততর করা
আমার কব্জায় আসে যদি বা তোমার
তাহলে কি বর্ণময় মেঘের উল্লাস
নেমে আসবে বৃষ্টি ঝরবে অবিরাম ঝর
মরু--শূন্যতার মধ্যে সবুজ বাতাস এসে
নাকি উল্টো ভেবে বসবে তোমার “বস্”
মনিটর করে যাচ্ছে ; অতএব ক্ষিপ্রতর
সহসা এক্সপ্লোড করবে সব কিছু ভূমিগ

.                ************************    
.                                                                                    
সুচিতে...   




মিলনসাগর
*
ন |
তাকিয়ে
ঙীন
পড়ে না |
চরাচর |