সৌর জগত থেকে বিপ্ বিপ্ ভেসে আসে সংকেতে খেলে যায় ঈশ্বরের পাশা তৃষিত আলো গানে মুগ্ধ ভুবনে ঝড়ে ওঠে আলোঝড় সিলিকন ভ্যালি জুড়ে ত্রাস দুর্বার গতিময় আলোর নিমেষ ভেঙে পড়ে অনিবার্য ঈশ্বর-কণা আঁধারের কিস্তিমাতে |
ভৌতিক অন্ধকারে নিউট্রিনো হাজার হাজার ভুতুরে-কণা ছুটে চলে অশরীরী ভয় নিসর্গ নগরগ্রাম জলাজঙ্গল-নক্ষত্রমন্ডলী সৌর শহর বুকের ভিতর শুধু স্থায়ী অভিমান চোখ বেয়ে ঝরে অবিরল
ক্রমশ আলগা হচ্ছে টান ক্রমশ প্রতিসরনের গল্প গাছপালার ভিতর দিয়ে দেখা যায় ধুলোর উড়ন্ত বালুকণা রশ্মিরেখার নির্মাণে ফুটিফাটা রেখাচিত্রে ভুবনের গান রুদালী সংগীত হয়ে বেজে ওঠে কলার টিউনে
স্মৃতি বলে কিছু নেই ঝাপসা শহর বাড়ি ঘর অতীতের পিছুটানে এখনও নাছোড় লতাতন্তু বুনে যায় স্বর্ণাভ জাল ব্যাঙ্গমা ব্যাঙ্গমী কথা সোনার ভ্রমর ফেসবুকে ভেসে আসে মায়া-মারীচের আখ্যান
পিলসুজ পুড়ে তেল কটুগন্ধে ভারী হয়ে উঠেছে বাতাস সন্ধ্যার আকাশে ডানা গুটিয়ে শুকসারী রূপকথা বলে যায় জৈব আলো-আঁধারির তেপান্তরের মাঠ রাক্ষস জিন পরি প্রযুক্তি প্রমাণে কী ভাবে ঘনায় প্রমাদ |