কবি অনন্যা বন্দ্যোপাধ্যায় - জন্মগ্রহণ করেন ১৯৫৭ সালে গৌহাটী, অসমে | কবি বিজ্ঞানের স্নাতক
এবং সরকারী ব্যাঙ্কে তাঁর কর্মজীবন |
কবি দীর্ঘ ১৭ বছর ধরে সম্পাদনা করছেন “লুব্ধক” পত্রিকা | এছাড়া কলকাতা পিস মুভমেন্টের মুখপত্র
“শান্তিপক্ষ” এবং উত্তরবঙ্গ থেকে প্রকাশিত “উত্তর দিগন্তিকা”-র সম্পাদনার সঙ্গে যুক্ত আছেন এবং কবিতা
সদন-এর পত্রিকা “কবিতাবিশ্ব”- র সঙ্গেও তিনি যুক্ত |
কবির কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “পরবাস থেকে ফেরাবে আমাকে”, “থার্ড লাইন ছুঁয়ে”, “ভালবাসার বেলা
অবেলা”, “অনলাইন কাহিনিমালা”, “যে ভাবে মৃত্যুটি রচে” | এছাড়া ছড়ার বই “ছড়া--e--ছড়া” , ও “ টক
টাইম ননস্টপ” |
কবি পুরস্কার পেয়েছেন “সেই সন্দীপন”, “সাহিত্য রংবেরং”, “সাহিত্য মানসী”, “সাহিত্য চিন্ময়ী”, “চোখ নাট্য
সংস্থা”, “আমি”, সাহিত্য পত্র থেকে |
আমাদের সাইটের জন্য কবিতা দিয়ে এবং সব রকম সহযোগিতা করার জন্য কবিকে ধন্যবাদ জানাই |
আমরা মিলনসাগরে কবি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কবিতা তুলে আনন্দিত বোধ করছি।
কবির সঙ্গে যোগাযোগের -
ঠিকানা - ৯ লেক এভিনিউ, কলকাতা -- ৭০০০২৬
দূরভাষ - ৯১৩৩২৪৬৫১৪৭৮
চলভাষ - ৯১৯৮৩০২৭৮০৪১
ইমেল - lubdhak.littlemagazine@gmail.com
কবি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
উত্স - কবির সঙ্গে একটি সাক্ষাত্কার। আমাদের সাইটের পক্ষ থেকে ২৪শে এপ্রিল ২০১৩ তারিখে কবির
সাক্ষাত্কারটি নিয়েছেন মানস গুপ্ত |
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রকাশ - ১০.৫.২০১৩
...