কবি অনিন্দিতা বসু সান্যাল - সনামধন্য কবি হওয়ার সাথে সাথে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীও বটে
। অল্প বয়স থেকেই তিনি তালিম পেয়েছেন শৈলজারঞ্জন মজুমদার, মেনকা ঠাকুর প্রমুখদের কাছে। তাঁর
বিদ্যাচর্চা তুলনামূলক ভাষাতত্ত্বে।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “উঠে এসো, সন্মোহন”, “যখন মেঘ জমেছে”, “কলোকিয়াম কড়চা”
(ছড়ার বই) প্রভৃতি।
কবি বহু লিটল ম্যাগাজিনে কবিতা লিখে চলেছেন। তিনি “নান্দীমুখ” সংসদের সক্রীয় সদস্যা। ২০১৩ সালে
তাঁর সহ-সম্পাদনায় প্রকাশিত হয় “মহিলা কবিদের বাংলা কবিতা সংকলন দামিনী ১৪০০ - ২০০০”।
আমরা মিলনসাগরে কবি অনিন্দিতা বসু সান্যালের কবিতা তুলে আনন্দিত।
উত্স - নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত, মহিলা কবিদের বাংলা কবিতা সংকলন
. দামিনী ১৪০০ - ২০০০।
কবি অনিন্দিতা বসু সান্যালের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২১.০৬.২০১৩
...