কবি অনিন্দিতা গোস্বামী – জন্মগ্রহণ করেন নদীয়া জেলার কৃষ্ণনগরে।

তিনি কৃষ্ণনগরের লেডি কারমাইকেল গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুল থেকে ১৯৮৭ সালে উচ্চমাধ্যমিক পাশ
করে, পুরুলিয়ার নিস্তারিনী কলেজ থেকে ১৯৯৩ সালে ভূগোলে স্নাতক হন। এরপর স্নাতকোত্তর হয়ে
শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “নষ্ট ভোরের আলো”, “মধ্যাহ্নের মতো বাঁচো” প্রভৃতি। তাঁর
উপন্যাসের মধ্যে রয়েছে “অঙ্গরাগ”, “হারিয়ে যাওয়া মানুষ” প্রভৃতি।


আমরা
মিলনসাগরে  কবি অনিন্দিতা গোস্বামীর কবিতা তুলে আনন্দিত।


কবি অনিন্দিতা গোস্বামীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন  

কবির ফেসবুক-এর পাতা . . .      


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ২.০৭.২০১৩
...