.        আমার শক্ত আঙুলের ফাঁকে
তীক্ষ্ণ নখের পরে
একটা একটা করে টিপে মারার জন্যে
যদি বলতে, সমুদ্র তোলপাড় করে
পাহাড়ের চূড়ো ডিঙিয়ে, অরণ্যের বেড়া ভেঙে
.        সেই বিশল্যকরণী লতা
ঠিক নিয়ে এসে পাতাগুলো তোমার পায়ে
.        ঠেকিয়ে বলতাম
এই দ্যাখো, তুমি চাইলে কী না দিতে পারি আমি।
অথচ আশ্চর্য, কিছুতেই তুমি
.        চাইলে না কিছু।

.          ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
কবি অনির্বাণ দত্তর কবিতা
*
পুঁজির দেবতার ইঙ্গিতমাত্রই
ঝংকার উঠছে এক-একটি তারে . . .
ধর্ম
বর্ণ
ভাষা
দেশ
মাটি
উন্মাদনার আগুনে ভুলিয়ে রাখা মৃত্যু।

পৃথিবী পুড়ছে . . .
মাদকের মতো আলিঙ্গনে জড়িয়ে-জড়িয়ে ধরছে শীতঘুম ;
ঝলসানো ওই মানুষগুলোর---ঘুম ভাঙানোর জন্যেই
নেলসন, আপনার ক্লান্তিহীন মাদলের সঙ্গে
বাজছে
দুনিয়াজোড়া ম্যাণ্ডিলিন!

.          ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*

.       ******************     
.                                                                                           
সূচিতে . . .   


মিলনসাগর
*
তোমার জন্য
কবি অনির্বাণ দত্ত

ততুই চাইলে, কী না দিতে পারি আমি
পৃথিবী পুড়ছে
কবি অনির্বাণ

এতদূর থেকেও লোকটার নাকে মানুষপোড়ার গন্ধ ;
লেনিন
কবি অনির্বাণ দত্ত