কবি অনিতা অগ্নিহোত্রী - জন্ম গ্রহণ করেন কলকাতায়। প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা
বিশ্ববিদ্যালের শিক্ষা শেষ করার পর তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর হয়েছে ইংল্যান্ড থেকে |
১৯৮০ আই. এ. এস. (ইণ্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস) পরীক্ষায় পাশ করে কেন্দ্রীয় সরকারের কাজে
যোগদান করেন। এই পাতাটি লেখার সময়ে তিনি ভারতের মহিলা কমিশনের সদস্য-সচিবের পদে
অধিষ্ঠিতা।
সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন 'দেশ' পত্রিকায় 'স্থানান্তর' ছোটগল্প দিয়ে। এছাড়া বিহার ও ওড়িশার
আদিবাসী অধ্যুষিত অঞ্চল, তাঁর লেখায় উঠে এসেছে। অর্থ-সামাজিক দৃষ্টিকোণ থেকে লিখেছেন বাঁধা-
বাস্তুচ্যুতদের কথা, কলকাতার প্রতিমা শিল্পীদের জীবন সংগ্রামের বৃন্তান্ত ইত্যাদি।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “চন্দন গা”, “বৃষ্টি আসবে”, “সাজোয়া বাহিনী যায়” প্রভৃতি। তাঁর
একটি মূল্যাবান গ্রন্থ হল “কলকাতার প্রতিমা শিল্পীরা”। শিশুসাহিত্য রচনায় তাঁর সহজ বিচরণ। শিশুদের
জন্য লিখেছেন বহু ছোটগল্প ও উপন্যাস।
তাঁর রচনা বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে ৷ তিনি বহু পুরস্কারে ভুষিত হয়েছেন।
আমরা মিলনসাগরে কবি অনিতা অগ্নিহোত্রীর কবিতা তুলে আনন্দিত।
উত্স - নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত, মহিলা কবিদের বাংলা কবিতা সংকলন
. দামিনী ১৪০০ - ২০০০।
কবি অনিতা অগ্নিহোত্রীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২৯.০৬.২০১৩
...