মাননীয় সম্পাদক, আমাকে প্রকৃতির উপরে একটা কবিতা লিকতে বলেছিলেন পরবর্তী সংখ্যার জন্য
তো কাগজ, কলম এবং আমি বসে যাই। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। কাগজ কলম আর আমি বসেই থাকি সমান্তরাল। আমার বারান্দার বাইরে পাঁচতলা উঁচু কৃষ্ণচূড়ার ডালে তখন লালিম উচ্ছ্বাস
ঝরতেও থাকে তার কিছু কিছু। এদিকে কাঠফাটা রোদ মাথায় আমার কাজের মেয়ে খালি পায়ে হেঁটে যায় মিনমিনে গলায় অলপ্পেয়েদের শাপমন্নি করতে করতে কাল বিকেলে কে যেন চুরি করেছে তার চটি জোড়া আর ছাতাটা ফের কিনতে সেই মাসপয়লা।
এদিকে ওদিকে তো প্রকৃতির অকৃপণ বিলাস যেমন ধরুন বড় মানুষদের বাগ-বাগিচা, সংরক্ষিত বন ইত্যাদি সে সব ভুলে গেলে চলবে! আবার দেখুন গাঁ-গঞ্জ সবুজে সবুজ তেফলা জমির উপচে পড়া সম্ভার সেও তো প্রকৃতির অবদান, নয় কি?
তবে আমার সঙ্গে প্রকৃতি আর কাগজ কলম সম্পর্কটা সমান্তরালই থাকে, হয়তো এমনিই কেটে যাবে সারাটা সময়, প্রকৃতি বিষয়ক কবিতা লেখা হয়ে উঠবে না ডেড লাইন পেরিয়ে যাবার আগে তাই এটাই পাঠালাম বিকল্প হিসেবে। নমস্কার।