কবি অঞ্জলি দাশ -  

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “পরীর জীবন” (১৯৯১), “চিরহরিতের বিষ” (১৯৯৯), “এই
মাস নিশ্চুপ তাঁতের” (২০০১), “সহজে বোঝো না” (২০০৯)
, "শ্রেষ্ঠ কবিতা" (২০০৯) প্রভৃতি।
      
কবি সম্বন্ধে এর থেকে বেশী কোনো তথ্যই জোগাড় করতে পারিনি। কবি অঞ্জলি দাশ-এর একটি ছবি ও
তাঁর জীবন সম্বন্ধে
আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা, আমাদের কৃতজ্ঞতাস্পরূপ
প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।


আমরা মিলনসাগরে  কবি অঞ্জলি দাশের কবিতা তুলে আনন্দিত।

কবি অঞ্জলি দাশের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন

আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রকাশ - ০৩.০৭.২০১৩
...