কথা ছিল গোলাপের লালিমায় . সাজিয়ে দেব দিনটিকে ক্যালেণ্ডারের পাতায় রক্তাম্ব চেলির মত . উজ্জ্বল একটি লাল দিন।
সত্যিই আবার ফিরে এল দশই অক্টোবরের প্রতীক্ষিত . সেই দিনটি কিন্তু সানাই বাজল না রজনীগন্ধায় মধুময় হলো না . সমীরণ . . .। আজকের যে নায়ক . তাকে খুঁজে পেলাম না। ও পারে সে, . এপারে আমি মধ্যিখানে আকাশের . দুস্তর বিচ্ছেদ।
দিগন্তের পটে এঁকে চলে কবি শ্রীভুমির রাঙা ছবি, পাহাড়ের পায়ে জারির জালেতে বোনা। . চেয়ে চেয়ে দেখি . মাওম্লু পাহাড়া থেকে চোখে আসে জল . কারা যেন শুধু ডাকে। শ্রীভুমির মাটি . কত যে মমতা মাখা। সুরমার জলে . অতল কত না স্মৃতি। হাতছানি দেয় . ওপারের খেয়াঘাট। তোমাতে আমাতে . হবে না কি আর মেলা? নস্ট্যালজিয়া একেই বলে বুঝি!